স্পোর্টস পোস্ট ||আইপিএল ম্যাচ ||সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতার চার রানের বিশাল জয়

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

IMG_20240325_161916.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

কলকাতা নাইট রাইডার্স / সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচের তথ্য

ম্যাচকলকাতা নাইট রাইডার্স /সানরাইজ হায়দ্রাবাদ (৩য় ম্যাচ)আইপিএল
তারিখ২৩ মার্চ ২০২৪, শনিবার ।
টসসানরাইজ হায়দ্রাবাদ টস জিতে বল ফাস্ট নিয়েছে ।
টাইম৮.০০ এ এম।
মেস ভেনুইডেন গার্ডেন, কলকাতা ।
আম্পায়াররোহান পন্ডিত ,এসওয়ান্ট বার্থডে ।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডফ্লিপ সল্ট (wk),ভেঙ্কেটিস আইয়ার,শ্রেয়াস আইয়ার(c),নিতিশ রানা, রিঙ্কু সিং, রামানদ্বীপ সিং, অ্যান্ড্রয়ে রাসেল, সুনীল নারাইন, মিচেল স্টার্ক,হারশিট রানা, ভারুন চক্রবর্তী।
সানরাইজ হায়দ্রাবাদ স্কোয়াডমায়াংক আগারওয়াল, রাহুল ত্রি পাতি, এইডেন মার্ক রাম, হেনরিক ক্লাসেন(wk),আব্দুল সামাদ , সাবাজ আহমেদ, মার্কো জানসেন,প্যাট কামিংস (c),ভুবনেশ্বর কুমার, মায়ান্ক মারকান্দি, নর্টাজন।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট আইপিএল ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচটি। খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল। আমাদের বাংলাদেশে মোস্তাফিজুর রহমান খেলতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে,সে দুর্দান্ত বল করছে।কে লাস্টে কাম ব্যাক করছে। খেলাটি বেশ উপভোগ করেছিলাম। দুইটা টিম হাড্ডাহাড্ডি লড়াই করার পর কলকাতা বেশ সুন্দরভাবে চার রানে জিতে যায়। এবার দুর্দান্ত খেলছে প্রতিটা টিম। চলুন খেলাটি বিশ্লেষণ করা যাক।এবার খারাপ লাগতেছে কলকাতায় বাংলাদেশের প্লেয়ার থাকে। আরেকবার সাকিব ও লিটন ছিল। এবার কেউ নেই।

Screenshot_2024-03-25-16-01-54-58_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Source

কলকাতার ওপেনিং জুটি সল্ট ও নারাইন শুরু করেন।ওপেনিং মার্কো জেনসেন ।প্রথমে দুজন বেশি দেখে শুনে খেলতে থাকেন,প্রথমবারে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই । তিনি দুর্দান্ত বোলিং করতে থাকেন। ১ ওভারে এ দলীয় রান ৩-০।তারপর তারা ওপেনিং জুটেতে দুর্দান্ত খেলতে থাকেন। সুনীল নারায়ন বেশ অনেকদিন ধরে অফ ফর্মে আছে।সে বল হাতে দুর্দান্ত খেললেও ব্যাঘাতে কথা বলতেছে না।প্রথম উইকেটের পতন ঘটে সুনীল নারায়ন রান আউট হয়ে যায়। শাবাজ এর মাধ্যমে তিনি ব্যক্তিগত ২(৪) রানে আউট হয় যান।তারপর ক্রিজে নামেন ভেঙ্কেটিস আইয়ার।তিনি গত আইপিএলে বেশ দুর্দান্ত খেলেছে। এবার তিনি খুব একটা সুবিধা করতে পারেন নাই । তারপর দ্বিতীয় উইকেটের পতন ঘটে (৩.৩)বলে আইয়ার দ্রুত আউট হয়ে যান ৭(৫)।তিনি একটা চার মারেন। তারপর ক্রিজে নামেন কলকাতার কাপ্তান শ্রেয়াস আইয়ার। এবার ভেবেছিলাম শ্রেয়াস আইয়ার বেশ দুর্দান্ত খেলবে তিনি অসুবিধা করতে পারেন নাই। তিনিও আউট হয়ে যান ০(২) রানে।পাওয়ার প্লে তে কলকাতা নাইট রাইডার্স রান তোলেন ৪৩ রান।

Screenshot_2024-03-25-15-51-47-70_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Source

এইবার রামানদ্বীপ সিং বেশ দুর্দান্ত খেলতে থাকে তার ব্যাটিং টা যেন মনে হচ্ছে যেন চোখের শান্তি। ওপর দেখে ফ্লিপ সল্ট দুর্দান্ত খেলতে থাকে ।ব্যক্তিগত ৩৬(২৯) রানে ও রামানদীপ সিং ১৪(৬) রানে অপরাজিত থাকেন। দলীয় রান ৭১-৪। ওভার (৯.৩)তারপর তারা দুজন দুর্দান্ত খেলতে থাকে।আস্তে আস্তে খেলতে থাকা অবস্থায় আমাদের সকলের প্রিয় এন্ডে রাসেল যখন ক্রিজে আসেন তখন তিনি বলে-বলে ছয় মারার চেষ্টা করে আবারও কলকাতাকে ম্যাচে ফিরিয়ে আনেন।

Screenshot_2024-03-25-15-55-11-61_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Source

তারপর এন্ড্রয়ে রাসেল সেই বলে বলে ৬ মারতে থাকে। তার ব্যাটিং দেখা মানে চোখের শান্তি।।তিনি দুর্দান্ত খেলতে থাকেন।সানরাইজ হায়দ্রাবাদের বোলার আর কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই।রাসেল প্রথমত ৩৪(১৭) বলে করেন।অপরদিকে রিংকু সিং দেখে শুনে খেলতে থাকেন। তিনি ২৩(১৫) রান করেন।লাস্টের দিকে এন্ডে রাসেল বেস্ট দুর্দান্ত খেলে। তিনি ৬৪(২৫) বলে করে।তার ইনিংসের উপর ভর করে কলকাতা ২০০ রান পার করে ফেলে। (১৯.১) ওভার এ রিংকু সিং আউট হয়ে যান।তারপর ক্রিজে নামের মিচেল স্টার্ক। তিনি ৬(৩) রান করেন।অপরদিকে কলকাতা ২০০৮ রান করতে সক্ষম হোন ।

সানরাইজ হায়দ্রাবাদের বোলিং সমীকরণ

ভুবনেশ্বর কুমার -৪-৫১-০
জানসেন-৩-৪০-০
নাটারজান-৪-৩২-৩
কামিন্স-৪-৩২-১
মার্কান্ডে-৪-৩৯-২
শাবাজ-১-১৪-০

Source

Screenshot_2024-03-25-16-02-40-32_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সানরাইজ হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান আগারওয়াল ও অভিষেক শার্মা এবং উপর দিকে কলকাতার ওপেনিং বোলার মিচেল স্টার্ক ।ফাস্ট বলেই, দেখেশুনে খেলতে থাকেন । প্রথম ওভারে তারা দুর্দান্ত খেলতে থাকে। তারা দুজন ইন্ডিয়ার স্কোয়াড এ এক সময় ছিল, এখন আর নেই। আসলে ইন্ডিয়ার টিকে থাকতে হলে সব সময় ভালো পারফর্ম করতে হবে। ১ম ওভার ১১-০।দুজনা দেখে শুনে খেলতে থাকেন।তারা দুজন দেশি প্লেয়ার হিসেবে বেশ দুর্দান্ত খেলে।

Screenshot_2024-03-25-16-05-19-98_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর অভিষেক শার্মা বেশ দুর্দান্ত খেলতে থাকেন। তিনি ব্যক্তিগত ৩২(১৯)রানে আউট হয়ে যান।এন্ডে রাসেলের বলে আউট হয়ে যান তিনি। অপরদিকে আগরওয়াল বেশ দারুণ খেলতে থাকেন। তিনি ব্যক্তিগত ৩২(২১) রানে আউট হয়ে যান।কলকাতার বোলার দের বেশ দুর্দান্ত খেলতে থাকে তারা। আইপিএল এর প্রতিটা ম্যাচ টানটান উত্তেজনা হয়। তারা পাওয়ার প্লেতে রান তোলেন ৬৫ রান।প্রথম উইকেটের পতন ঘটে (৫.৩) বলে। দলীয় রান ৬০-১ তারপর এইডেম মার্করাম নামেন ক্রিজে।সে দেখেশুনে খেলতে থাকেন। সে ব্যক্তিগত ১৮(১৩) রানে করেন।অপরদিকে কলকাতা বেশ দুর্দান্ত বোলিং করে থাকেন মাঝের ওপারে। তারা বেশ প্রতিরোধ গড়ে তুলেছিল সানরাইজ হায়দ্রাবাদের উপরে।

Screenshot_2024-03-25-16-09-55-87_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

তারপর আসা-যাওয়ার খেলা চলতে থাকে। তখন ২০ বলে ৬৪ রান লাগে।এই ম্যাচটা বের করা অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল, সানরাইজ হায়দ্রাবাদের জন্য।আব্দুল সামাদ ও বেশ ভালোই খেলছিল, তিনি ১৫(১১) রানে আউট হয়ে যান কিন্তু ক্লাসেন বেশ দুর্দান্ত খেলতে থাকে। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি একাই সব জয় করে ফেলবেন। কলকাতার ২৪ কোটির প্লেয়ার মিচেল স্টার্ক এর বলে ৪ টা ছয় মারেন।তখনই মনে হচ্ছিল সানরাইজ হায়দ্রাবাদ জিতে যাবে। কিন্তু লাস্টে বেশ দুর্দান্তভাবে কামব্যাক করে ফেলে কলকাতা নাইট রাইডার্স।

Screenshot_2024-03-25-16-12-41-22_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অতঃপর শাবাজ আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ে তুলছিল। মনে হচ্ছিল যেন কলকাতা হেরে যাবে। কিন্তু শাবাজ আহমেদ আউট হওয়ার পর কলকাতা জয়ের বান্দরে পৌঁছানোর জন্য রেডি। ৪ বলে ৬ রান লাগে এই রান নিতে হায়দ্রাবাদ ব্যর্থ হয়ে পড়ে।ক্লাসেন আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে যায়। বিশ্বাস ছিল প্যাট কামিন্স দুর্দান্ত খেলবে কিন্তু তিনি পারেন নাই। অবশেষে কলকাতা নাইট রাইডার্স ৪ রানে জয়লাভ করেন।

কলকাতা নাইট রাইডার্স এর বোলিং সমীকরণ :

মিচেল স্টার্ক -৪-৫৩-০
হারসিট রানা-৪-৪৪-৩
ভারুন চক্রবর্তী -৪-১৯-১
সুনীল নারায়ন -৪-১৯-১
এন্ড্রে রাসেল -২-২৫-২
সুয়াশ শার্মা-২-১৮-০

কলকাতা নাইট রাইডার্স ৪ রানে জয়লাভ করেন।

  • ম্যান অফ দি ম্যাচ:এন্ড্রে রাসেল

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

খেলা দেখার ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয়ে ওঠেনা খেলা দেখার। আর সত্যি বলতে খেলা না দেখলেও আমার বাংলা ব্লগের স্পোর্টস পোস্ট গুলো দেখলে কিছুটা হলেও খেলার অনুধাবন করতে পারি। ধন্যবাদ আমাদের সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ।

 5 months ago 

কলকাতা এবং হায়দ্রাবাদের এই খেলাটা আমি দেখেছি। কয়দিন আগে আমিও এই খেলাটি শেয়ার করেছি। খেলা দেখে মনে হয়েছিল কলিকাতা বেশি রান করতে পারবে না কিন্তু আন্দ্রে রাসেলের টর্নেড হতে তারা ২০০ রান পার করেছে। যখন হায়দ্রাবাদে দিস বলে 64 রান দরকার থাকে তখন মনে হয়েছিল এই ম্যাচটি কলকাতা জিতে যাবে। কিন্তু শেষের দিকে আবার মনে হলো হায়দ্রাবাদ জিতে যাবে। তবে হায়দ্রাবাদের ভাগ্য সহায় ছিল না তাই তারা শেষ পর্যন্ত চার রানে পরাজিত হয়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

কলকাতার ওপেনিং কয়েকজন ব‍্যাটসম‍্যান সেরকম সুবিধা করতে পারেনি। কিন্তু রাসেলের ঝোড়ে ইনিংসের পর বেশ ভালো একটা সংগ্রহ পাই কলকাতা। অন‍্যদিকে হায়দরাবাদ বেশ চমকে দিয়েছিল আমাকে। মনে হচ্ছিল এই রান চেজ করে হয়তো ম‍্যাচটা জিতেই যাবে। বেশ দারুণ একটা ম‍্যাচ ছিল। তবে সবচাইতে দামি খেলোয়ার স্টার্ক প্রথম ম‍্যাচেই যে হারে রান দিয়েছে কী বলব।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনি সুন্দর একটা খেলার রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এই আইপিএল খেলাটি আমি দেখছি। আমি দেখার সময় কলকাতার সাপোর্ট ছিলাম। কারণ রাসেল খুবই সুন্দর খেলছে। তবে হায়দ্রাবাদ লাস্টে এসে তাদের হাতে পুরো ম্যাচ ছিল। কিন্তু কপাল খারাপ থাকার কারনে জিততে পারলো না।যাইহোক আপনার রিভিউ পড়ে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 months ago 

আইপিএল মানেই দুর্দান্ত কিছু আর সেখানে কলকাতা নাইট রাইডার্সএর খেলা মানেই উত্তেজনায় ভরপুর একটা ম্যাচ হবে এটা সবাই আশা করে। আমি বরাবরই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তাই কলকাতা জিতলে ভালই লাগে। তবে এবার কোনো বাংলাদেশি প্লেয়ার না থাকায় খারাপই লাগে। অন্য দিকে চেন্নাইয়ে মোস্তাফিজের দুর্দান্ত কাম ব্যাক দেখে অনেক ভালো লাগছে। দেখার মত একটা ইনিংস ছিল ঐটাও।

 5 months ago 

ঠিক কথা ভাই। আইপিএল মানে দুর্দান্ত কিছু। ভীষণ ভালো লাগে খেলা দেখতে। মুস্তাফিজুর রহমান বেশ দুর্দান্ত কাম ব্যাক করেছে। আপনি বেশ দুর্দান্ত একটি মন্তব্য করেছেন। বাংলাদেশ বলে প্রতিটা দেশ আমাদের ছোট করে। ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আইপিএল খেলা মানে প্রত্যেকটা ম্যাচ অনেক আকর্ষণীয় হয়ে থাকে। আর কলকাতা নাইট্রাস আমি আগে থেকে সাপোর্ট করি। কারন বাংলাদেশের খেলার কলকাতাতে বেশি খেলেছে। যার কারণে আগে চাইতে এই কলকাতার প্রতি একটা অন্যরকম টান রয়েছে। খেলাটি আমার খুবই ভালো লেগেছে। তবে অ্যান্ড্রু রাসেলের খেলার মুহূর্ত বেশি ভালো লেগেছে। যাইহোক কলকাতা শেষ মেষ চার রানে জয় এনে দিল। খেলাটি দুর্দান্ত ছিল, আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

খেলাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আইপিএল ম্যাচ খুব টানটান উত্তেজনা হয়। আপনি আজ খুব সুন্দর করে একটা মন্তব্য করেছেন। খেলাধুলা জীবনের একটা অংশ। রাসেল দুর্দান্ত খেলেছে। শেষ মুহূর্তে কলকাতা জিতে যায়। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64166.71
ETH 2765.60
USDT 1.00
SBD 2.72