ভিডিওগ্রাফি||রাস্তার কাজের কিছু ভিডিওগ্রাফি||🏕️✅

in আমার বাংলা ব্লগ11 months ago

Screenshot_2023-12-08-19-02-04-36_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

IMG20231124101153.jpg

ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

Device : Realme 8 5G

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

নতুন রাস্তা তৈরি করছিল তার কিছু ভিডিওগ্রাফি

Screenshot_2023-12-08-19-02-15-88_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন রাস্তা তৈরি করছে, তার কিছু ভিডিওগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।এইতো কিছুদিন আগে এই রাস্তা করার জন্য কত কোটি টাকা বাজেট পাশ হলো। আজকে সেই রাস্তায় ভেঙ্গে আবার নতুন রাস্তা তৈরি করা হচ্ছে বিষয়টা ভেবে আমার কেমন অবাক লাগলো? আমি একটা জিনিস ভাবি যে, আমাদের রাস্তায় যে টাকাটা ব্যায় হয় তার যদি অর্ধেক টাকাটা ব্যয় করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর ভাবে রাস্তাটি গড়ে ওঠে কিন্তু তার ৫% মনে হয় কাজে লাগাই বাকিটা কাজে লাগায় না।কিছুদিন পর দেখা যাবে এই রাস্তাটি ভেঙ্গে আবার নতুন কোন বাজেট পাশ হচ্ছে।যারা ওপর লেভেলের এই দায়িত্ব পায় তারা কোন টাকায় কাজে লাগায় না, তারা নিজের বাড়ি গাড়ি করতে ব্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের জন্য, তারা কোন কিছুই করে না বর্তমানে । আমাদের উচিত যোগ্য মানুষকে এই স্থানে বসানো তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সুষ্ঠুভাবে সবকিছু ব্যবহার করতে পারব চলাচল করতে পারব। কিন্তু কখনোই যোগ্য ব্যক্তি টিকতে পারে না। ভালো মানুষের কোথাও দাম নেই।আশা করি রাস্তাটি সুন্দর হয়ে যাবে এবং আজকে যেমন কাজ হলো জানিনা আবার কবে হবে।রাস্তাটির কাজ দীর্ঘ ২০ দিন হয়ে গেল আর কোন কাজই হচ্ছে না।এটাই সব থেকে খারাপ লাগে, তারা কোন কাজে গুরুত্ব দেয় না। এমনও রাস্তা আছে প্রিস রোডের কথা বলে মেইন রাস্তা তাও আবার হ্যারিং দেয়া আছে। এগুলো দেখে খুবই হতাশজনক।আশা করি আস্তে আস্তে সকল নিয়ম-নীতি আরো সুন্দরভাবে গড়ে উঠবে

🔥 রাস্তার কাজের কিছু ভিডিওগ্রাফি 🔥

আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমিও খুব সুন্দর ভাবে ভিডিওটি উপভোগ করেছি।আমি আপনাদের মাঝে ভিডিওগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর ভাবে কিভাবে রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে বিভিন্ন উন্নত মানের গাড়ির মাধ্যমে আপনারা সকলেই দেখতে পারতেছেন।একটা দিক থেকে বাংলাদেশ উন্নত হচ্ছে অনেক নতুন নতুন প্রযুক্তির আমাদের দেশে নিয়ে আসতেছে।আশা করি সামনে আরো উন্নতি হয়ে যাবে আর সঠিক মানুষরা যদি সঠিকভাবে টাকাগুলো কাজে লাগায় তাহলে কিন্তু অনেক উন্নত হয়ে যায় কিন্তু আমরা সেই টাকা কখনোই কাজে লাগায় না। সব সময় আমরা নিজেদের পেট ভরতে ব্যস্ত হয়ে পড়ি।আমাদের উচিত হবে নিজের অবস্থান থেকে উন্নতি করা।পরিবেশ সুন্দর হলে সব কিছুই ভালো লাগবে।দুঃখের বিষয় বিগত ১০ দিন আগে কাজটি করে গেল আর খবরই নাই, জানিনা কবে এই কাজ সম্পন্ন হবে?

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 
 11 months ago 

ভিন্ন রকম একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। এধরনের দৃশ্য গুলো হয়তো অনেকেই দেখে নি। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। অনেক দিন পরে দেখলাম। অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া। সব সময় দারুন মন্তব্য করার জন্য। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন।

 11 months ago 

বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি বামুন্দি বাজারে যাওয়ার পথে রাস্তার কার্যক্রম রানিং অবস্থা। যেহেতু আমরা ছাতিয়ান দিয়ে প্রবেশ করি,ঠিক সেই জায়গায় কার্যক্রম চলছে একদম তেল পাম্পের পাশ দিয়ে। যাইহোক কার্যক্রমটা আপনি ভিডিও ধারণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 11 months ago 

হুম বামুন্দী বাজারে যাওয়ার পথে রাস্তাটির কাজ চলতেছে কিন্তু দুর্ভাগ্যবশত আর কোন কাজ হচ্ছে না, জানি না কবে এই কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনার ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো ভাই। অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। রাস্তার কাজ চলতেছে দারুন ভাবে। আসলে যাতায়াত ব্যবস্থা ভালো হলে মানুষের খুবই সুবিধা হয়। দ্রুতো সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। রাস্তার কাজের কিছু ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আমি চেষ্টা করেছি দারুন ভিডিওগ্রাফি করার জন্য, যাতে করে আপনারা সকলে পছন্দ করেন । ধন্যবাদ সব সময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য

 11 months ago 

রাস্তার কাজের অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রাস্তার কাজের ভিডিও গ্রাফিটি দেখে আবার খুবই ভালো লেগেছে। আমরা সকলেই প্রত্যাশা করি যেন এই রাস্তার কাজটি খুব দ্রুত সমাপ্ত হয়ে জন দুর্ভোগ লাঘব হয়।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া, আমি চেষ্টা করেছি দারুন কিছু ভিডিওগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি সব সময় এভাবে পাশে থাকবে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60