স্পোর্টস পোস্ট ||আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অতি মানবীয় জয় ||🥰🥰

in আমার বাংলা ব্লগ10 months ago

Picsart_23-11-09_12-06-06-741.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আফগানিস্তান / অস্ট্রেলিয়া ম্যাচের তথ্য

ম্যাচআফগানিস্তান / অস্ট্রেলিয়া
তারিখ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
টসআফগানিস্তান টস দিতে ব্যাট ফাস্ট নিয়েছে
টাইম২.০০ পি এম
মেস ভেনুওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
আম্পায়ারএলেক্স ওয়ার্ফ, মাইকেল গোফ
আফগানিস্তান স্কোয়াডরহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদী(c),আজমত উল্লাহ ওমরযায়,মোহাম্মদ নবী,ইকরাম আখিল(wk),রাশিদ খান,মুজিবুর রহমান,নুর আহমেদ ,নাবিন উল হক
অস্ট্রেলিয়া স্কোয়াডট্র্যাভিজ হেড, ডেভিড ওয়ার্নার, মিসেল মার্শ,মার্নুস,জস ইংলিশ(wk),গ্লেন ম্যাক্সওয়েল,মার্কাস স্টাইনিশ,প্যাট কামিংস(c),মিচেল স্টার্ক, এডাম জাম্পা ,জর্জ হেইজওড
🇦🇫🇦🇺

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। আফগানিস্তান আর অস্ট্রেলিয়া একটি ম্যাচ। খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল। গ্লেন ম্যাক্সওয়েল ইউ আর বিউটি। তো চলুন শুরু করা যাক

Screenshot_2023-11-09-11-25-18-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নামে।আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান গুরবাজ এবং ইব্রাহিম জারদান নেমে পড়েন এবং উপর দিকে অস্ট্রেলিয়ার ওপেনিং বোলার মিছেল স্টার্ক।তিনি প্রথম ওভারে উইকেটের সম্ভাবনা ছিল। ক্যাচ তুলে দিয়েছিল কিন্তু কিপার মিস করেছিল । প্রথম ওভার ৫ রান দেন। ১ ওভার ৫-০।দুজনা দেখে শুনে খেলতে থাকে (৭.৬) বল পর্যন্ত

Screenshot_2023-11-09-11-28-43-50_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

পাওয়ার প্লে তে তারা ৪৬ রান তোলেন।তারপর (৭.৬) ওভার এ হ্যাজলউড বলে গুরবাজ ব্যক্তিগত ২১(২৫) রানে আউট হয়ে যান। তারপর ক্রিজে নামেন রহমত শাহ।তারপর তারপর রহমত সাহ ও ইব্রাহিম জারদান ৮৩ রানের পার্টনারশিপ করেন।

Screenshot_2023-11-09-11-42-12-69_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

(২৪.৪)ওভার এ রহমত শাহ গ্লেন ম্যাক্সওয়েলের বলে ব্যক্তিগত ৩০(৪৪) রানে আউট হয়ে যান।দুজন রানের গতিটা ভালোই এগিয়ে নিচ্ছিল কিন্তু অপরপক্ষে ইব্রাহিম জার্দান ১০০ মিস করেন নাই । সে দেখে শুনে খেলতে থাকে।তারপরে ক্রিজে আসেন

আফগানিস্তানের কাপ্তান শহীদি। কে প্রথম থেকে বল ফেস করতে অনেক সমস্যা করছিল এবং সে ঠিকমতো খেলতে পারছিল না সেও (৩৭.২)ওভারে মিচেল স্টার্ক এর বলে বোল্ড হয়ে আউট হয়ে যান। ব্যক্তিগত রান ছিল ২৬(৪৩)।দলীয় রান ছিল ১৭৩-৩।তারপর ক্রিজে নামেন আজমত উল্লাহ। সে কিছুটা প্রতিরোধ গড়ে তুলছিল।সেও বেশী টিকতে পারেন নাই । যে এডাম জাম্পার বলে আউট হয়ে যান ২২(১৮) রান।

Screenshot_2023-11-09-11-43-53-16_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Screenshot_2023-11-09-11-44-51-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

(৪২.৩) বলে।দলীয় রান ২১০-৪।অপরদিকে একলাই আগলে রাখেন ইব্রাহিম জার্দান।তারপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী।সেও বেশি টিকতে পারেন নাই তারপর ক্রিযে আসেন রাশিদ খান। সে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল তিনটা সিক্স ও দুইটা চার মেরেছে।রাশিদ খান ৩৫(১৮) মোহাম্মদ নাবি ১২(১০)করে আউট হয়ে যান। দলীয় রান তখন (৪৫.৩)২৩৩-৫।তারপর রাশিদ খান ও ইব্রাহিম জার্দান ইনিং শেষ করেন।আর কোন উইকেট পড়ে নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম জার্দান অপরাজিত থাকেন ১২৯(১৪৩) রানে।সেটার হান্ডেড সম্পন্ন করে নেন। অবশেষে তারা ২৯১ রান করতে সক্ষম হন।সবথেকে সফল বলার ছিল অস্ট্রেলিয়ার হ্যাজলওড ৯-৩৯-৩।এডাম জাম্পা ও ভালো বল করেছিল ১০-৫৮-১।সব থেকে প্রচুর রান দিয়েছিল স্টার্ক ৯-৭০-১

২৯১ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি বরাবরের মতোই ডেভিড ওয়ার্নার ও হেড শুরু করেন।ওপেনিং বোলার মুজিবুর রহমান।প্রথম ওভারে তিনি চার রান দেন। লক্ষ্যটা অনেকটা বড় ছিল তাই প্রথম থেকেই তারা মার্কেকুটে ব্যাটিং করতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে নাভিন উল হকের ওভারে হেড ০(২)রানে আউট হয়ে যান। দ্বিতীয়বার ওভার ৯-১

IMG_20231109_114952.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

IMG_20231109_114919.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর মিছিল মার্শ ক্রিজে।সে কিছুটা প্রতিরোধ গড়ে তুলছিল। (৫.৪) ওভার এ ব্যক্তিগত ২৪(১১) রানে আউট হয় যান।দলীয় রান ৪৩-২।তারপর ওয়ার্নার ও আরও বেশিক্ষণ থাকতে পারেন নাই (৮.১) ওভার এ ১৮(২৯) রানে আউট হয়ে যান।দলীয় রান ৪৯-৩।তারপর আজমত উল্লাহ তারপরের বলে উইকেট তুলে নেন জজ ইংলিশ কে আউট করে।আজমত উল্লাহ অন হ্যাটট্রিক করে ফেলেন। তারপর ক্রিজে নামে গ্লেন ম্যাক্সওয়েল। সে প্রথম থেকেই প্রতিরোধ করে চলছিল।এক পাশ থেকে উইকেট চলে যাচ্ছে সে ধীরে ধীরে ক্রিজে ছিল।প্রথম পাওয়ার প্লে তে রান আসে ৫২-৪।তারপর মার্কাস (১৬.৪)ওভার এ নেমে রাশিদ খানের বলে আউট হয়ে যান ব্যক্তিগত ৬(৭) রানে।দলীয় রান ৮৭-৬।আমি তো ভেবেছিলাম যে ম্যাচটি হেরে যাবে তারপর মিসেল স্টার্ক নামেন। সেও বেশী টিকতে পারেন নাই।(১৮.৩)ওভার এ ৯১-৭ দলীয় রান।আমিতো ভাবতেছি ম্যাচটি হেরে যাবে একদম আফগানিস্তানের হাতের মুঠোই চলে এসেছিল।কিন্তু নামটা যে অস্ট্রেলিয়া ভুলে গেলে চলবে না। তারপর ক্রিজে নামেন অস্ট্রেলিয়ার কাপ্তান কামিংস। যে জয়ের নায়ক। আড়াল থেকে গ্লেন ম্যাক্সওয়েলকে কে সাহায্য করে গেছেন। গ্লেন ম্যাক্সওয়েল প্রথমতো ১০০ করে নিলেন। ওভার (৩২.৩) দলীয় রান ১৮৬/৭।তারপর গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব চালাতে থাকে এবং সে ইনজুরিতে পড়ে যায় হাটতে পারছিল না। পেট কামিংস শুধু ঠেকিয়ে রাখছিল এক পক্ষ থেকে এবং তাকে শুধু স্টাইক দিচ্ছিল এবং সে শুধু ছয় আর চার মারছিল। অপরদিকে গ্রেন ম্যাক্সওয়ে লাস্ট ওভারে ছয় মারে মুজিবুর রহমানের বলে। জয়ের বন্ধনে পৌঁছে যায় এবং তিনি ডাবল হান্ড্রেড করেন। ২০১(১২৮)।অপর দিকে জয়ের নায়ক ১২(৬৮)।এই জিনিসটা দেখে মনে হয় ইনিংস না কিন্তু এটার জন্যই অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে পেরেছিল। অস্ট্রেলিয়া (৪৬.৫) ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্ধরে পৌঁছে যায় ২৯৩/৭।

Screenshot_2023-11-09-12-02-08-92_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Screenshot_2023-11-09-12-01-52-50_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Screenshot_2023-11-09-12-04-48-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ভাই ক্যাচ মিস করলে যে ম্যাচ মিস হয়ে যায় সেটার প্রমান আফগানিস্তান ক্রিকেট দল পেয়েছে। ম্যাক্সওয়েল মারাত্মক মানের একজন বিগ হিটার প্লেয়ার। অস্ট্রেলিয়া জেরি ম্যাচ শেষ পর্যন্ত ২ উইকেটে জিতে যাবে আসলে কেউই কল্পনা করেনি। আমিও এই ম্যাচটি বেশ সুন্দর মতো উপভোগ করেছিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একটা কথায় আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস।অনেক ভালো খেলছিল আফগানিস্তান। আমি ভাবছিলাম যে অস্ট্রেলিয়া হেরে যাবে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো টিম রা কখনোই হাল ছাড়ে না এবং গ্লেন ম্যাক্সওয়েলের তান্ডবে অবশেষে জয়লাভ করে। ম্যাচটা বেশ উপভোগ করছিলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 10 months ago 

প্রথমে হতাশ হয়েছে আফগানিস্তান হেরে যাওয়ায়। আমি অবশ্য আফগানিস্তানের সাপোর্ট করেছিলাম। কারণ আফগানিস্তান এশিয়ার একটি টিম। এই হারে আফগানিস্তানদের সেমির স্বপ্ন প্রায় অনিশ্চিত হয়ে পড়ল। লাস্ট ম্যাচে জিতলেও তাদের নেট রান রেট এর কারনে হয়তো যেতে পারবেনা সেমিতে। যদিও ম্যাক্সওয়েল দুর্দান্ত একটা নখ খেলেছেন। হয়তো এটা ম্যাক্সওয়েলের সেরা ইনিংস হয়ে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমিও চাইছিলাম যেন আফগানিস্তান জিতে যাক কারণ ছোট একটা টিম হয়ে এই বিশ্বকাপটা দুর্দান্ত খেলছে কিন্তু বাংলাদেশের মতো একটা অভিজ্ঞ টিম যে অবস্থা আমি আস্তে আস্তে বাংলাদেশের খেলা দেখায় বাদ দিয়া দিয়েছে। কোন আগ্রহ আর কাজ করে না। আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া ধন্যবাদ

 10 months ago 
 10 months ago 

খেলা একদম দেখি না ভাইয়া বলতে গেলে একদম দেখার সুযোগ হয় না। যদিও আগে বেশ খেলা দেখতাম তবে এখন সাংসারিক কাজকর্ম। এছাড়া ও বাচ্চাদেরকে পড়ালেখা করানো কমিউনিটির কাজ সব মিলিয়ে টিভি দেখা একদম হয়না। যদিও একটু সময় পাই মাঝে মধ্যে একটু মোবাইল দেখি। আপনার রিভিউর মাধ্যমে খেলা গুলো দেখে বেশ ভালই লাগলো। বিস্তারিত পড়েছি অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 10 months ago (edited)

হুম আপু সাংসারিক কাজকর্ম করে থাকেন। খেলা না দেখায় ঠিক। যারা খেলা দেখে তাদের অনেক হার্টের সমস্যা হয় কারণ বাংলাদেশের যারা খেলা দেখে তাদের কান্নাকাটি করতে হয় কারণ বাংলাদেশ জিতা ম্যাচ হেরে যায়। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন যাই হোক সময় বের করে। পাশেই থাকবেন

 10 months ago 

বিশ্বকাপ আসলেই একটা জমজমাট খেলার সেখানে আমরা অসম্ভব কিছু খেলা উপভোগ করতে পারি। অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের খেলাতে ম্যাচ হয়েছিল যেভাবে ম্যাচ জিতেছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। খেলা দেখে তো আমি মনে করেছিলাম যে আমি স্বপ্নের মধ্যে রয়েছি।

 10 months ago 

জি ভাইয়া বিশ্বকাপ আসলে জমজমাট খেলার আয়োজন বসে কিন্তু বাংলাদেশের উপর অনেক আশা করছিলাম মনটা ভেঙে গেছে ভাইয়া। বাংলাদেশের ক্রিকেটের যে কি অবস্থা হয়। যেভাবে আফগানিস্তান খেলছিল মনে হচ্ছিল তারাই জিতে যাবে। গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডবে তারাই জিতে গেল শেষ পর্যন্ত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54787.37
ETH 2302.94
USDT 1.00
SBD 2.35