ফটোগ্রাফি পোস্ট ||আজকে সাধারণ মানুষের কিছু কর্মজীবনের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি||🫰🌺
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
এই দুটি লোক এই গাড়িটি পরিষ্কার করতেছে। এখন এই গাড়ি খুব কম চলে। এখানে এই গাড়িতে কেউ আর চড়ে না। এক সময় অনেক মানুষ চড়তো।মালামাল লোড ওভার করার পর গাড়িটি তারা পরিষ্কার করতেছে আসলে পরিষ্কার না করলে জিনিসের নোংরা মেখে যায় এখানে হয়তো বা কোন আটা ময়দা লোড নিচ্ছিল গাড়ি নোংরা হয়ে গেছিল। তাদের একটা মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। |
---|
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon 1100d 75-300mm |
Photo Edit:Snapped |
আজ আপনি সাধারণ মানুষের কর্মজীবন ফটোগ্রাফির মাধ্যমে বেশ সুন্দর করে তুলে ধরেছেন। প্রতিটি মানুষই তার নিজ নিজ কর্মে ব্যস্ত। কোন কর্মই ছোট না। সব ধরনের কর্মকে আমাদের সম্মান করা উচিত। আজ আপনি আমাদের মাঝে সাধারণ মানুষের কর্ম জীবনের ফটোগ্রাফি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Twitter
অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তবে আজকের ফটোগ্রাফি গুলো সম্পন্ন ভিন্ন আমার কাছে বেশ ভালো লেগেছে।
প্রত্যেকটা ফটোগ্রাফির পিছনে লুকায়িত রয়েছে হাজারো কথা গল্প এবং কথা।
শ্রমজীবী মানুষ কে নিয়ে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য লিখেছেন।
বিশেষ করে হাওয়াই লাড্ডু ফটোগ্রাফিটি দেখে ইচ্ছে করছে সেই ছোটবেলার মতো আবার এগুলো কিনে খেতে থাকি এবং মজা করতে থাকি।
সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ আপনাকে।
আপনি বরাবরের মতোই বেশে দারুণ মন্তব্য করে থাকেন। আপনার মন্তব্যের জন্য অপেক্ষায় করে থাকি। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
জন জিবনের পরিস্থিতি নিয়ে কিছু দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন খুব ভাল লাগলো প্রতিটি ফটোগ্রাফির সুন্দর বর্ননা দিয়েছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি দারুন সাধারণ মানুষের পরিচিতি নিয়ে ফটোগ্রাফি করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ্ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। দেখে মন জুড়াই গেল মনো মুগ্ধকর ফটোগ্রাফি। আমাদের সকলেরই উচিত সব পেশাকে সম্মান করা। এই পৃথিবীতে বাঁচতে গেলে মানুষ তার নিজের জীবিকা পালনের জন্য সব কাজই করে থাকে। কোন কাজকে ছোট করে দেখা আমাদের কারোরই উচিত নয়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা ও দোয়া রইল আপনার জন্য।
আপনার মন্তব্যটি আমার ভীষণ ভালো লাগলো। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আজকে আপনি বেশ কয়েকজন সাধারণ মানুষের কর্মজীবনের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আজকে বেশ কয়েকজন কর্মমুখী মানুষ কে দেখতে পারলাম, কর্মমুখী মানুষের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া ও ফুলের ফটোগ্রাফী টি ও অসাধারণ লেগেছে।
ধন্যবাদ ভীষণ ভালো লাগলো আপনি দারুন মন্তব্য করেছেন।
আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। সাধারণ মানুষের কর্মজীবনের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখেও বেশ ভালো লাগলো। শারীরিক অক্ষমতা নিয়েও কাজ করে যাওয়া লোক টা কে দেখেও বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করার চেষ্টা করছেন জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া। আজকে এলোমেলোভাবে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি খুবই ভালো লাগলো। তবে সর্বশেষ যে ফুলটির কলি আপনি ফটোগ্রাফি করেছেন এই ফুলটির নাম আমিও জানিনা। ধন্যবাদ ভাইয়া।
সকল মানুষই কোন না কোন কাজে ব্যস্ত থাকে। যে যার মত করে কর্মজীবনে ব্যস্ত থাকে।সকলেই অনেক কষ্ট করে কাজ করে।কোনো কাজই ছোট না।আজকে আপনি মানুষের কর্মজীবনের সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ফটোগ্রাফি দেখলে মনের মধ্যে অজানা ভালো লাগা কাজ করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি প্রতিনিয়তই নিজের দক্ষতা বাড়িয়ে তুলছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সাধারণ কোন কিছুও যে ফটোগ্রাফির মাধ্যমে এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তা আপনার ফটোগ্রাফি না দেখলে বুঝতেই পারতাম না। অসাধারণ হয়েছে ভাইয়া।