স্পোর্টস পোস্ট||১ম-সেমি-ফাইনাল||নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার বিশাল জয়||১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

Picsart_23-11-16_11-55-24-491.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

ইন্ডিয়া / নিউজিল্যান্ড ম্যাচের তথ্য

ম্যাচইন্ডিয়া /নিউজিল্যান্ড (১ম-সেমি-ফাইনাল)
তারিখ১৫ নভেম্বর ২০২৩, বুধবার
টসইন্ডিয়া টস দিতে ব্যাট ফাস্ট নিয়েছে
টাইম২.৩০ পি এম
মেস ভেনুওয়াংখেড়ে স্টেয়াডিয়াম,মুম্বাই
আম্পায়াররড ট্রাকার, রিচার্ড ক্যাটেল ব্রোফ
ইন্ডিয়া স্কোয়াডরোহিত শার্মা(c),শুবমান গিল,ভিরাট কোহলি,শেয়াস আইয়ার,কে এল রাহুল(wk),সুরিয়াকুমার যাদাব,রাবীন্দ্র জাদেজা,মো: সামি,জাসপ্রিত বুমরাহ,কুলদীপ যাদাব,মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের স্কোয়াডডিভন কনওয়ে,রাচীন রবীন্দ্র , কেন উইলিয়ামসন (c),ড্যারেল মিসেল,টম লাতাম (wk),গ্লেন ফ্লিপস,মার্ক চাপম্যান,মিসেল সানটার,ফার্গুশন ,টিম সাউদি , ট্রেন্ট বল্ট

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। নিউজিল্যান্ড আর ইন্ডিয়া একটি ম্যাচ। খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল। অবশেষে ইন্ডিয়া ও নিউজিল্যান্ড সেমিফাইনালের পথ অতিক্রম করছে।আজকে তাদের প্রথম সেমিফাইনাল লাইন আপ ছিল।ইন্ডিয়া প্রথম থেকে অপরাজিত আছে জয়ের দেখায়।তারা এবার দুর্দান্ত খেলছে তো চলুন খেলাটি বিশ্লেষণ করা যাক।

Screenshot_2023-11-16-11-00-34-50_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

ইন্ডিয়ার ওপেনিং জুটি বরাবরের মতোই রোহিত শর্মা ও শুভমান গিল শুরু করেন।ওপেনিং বোলার বল্ট।রোহিত শর্মা খুব ভয়ানক ভাবে শুরু করে ও শুবমান গিল প্রথমে দেখে শুনে খেলতে থাকে। প্রথম ওভার ১০-০

IMG_20231116_110400.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর ওপর দিকে টিম সাউদির বলে রোহিত শার্মা উইলিয়ামসন কে ক্যাচ তুলে দেন। (৮.২) বলে রোহিত শর্মা ব্যক্তিগত ৪৭(২৯) রানে আউট হয়ে যান।দলীয় রান ৭১-১।নিউজিল্যান্ডের ফিল্ডিংটা আজকে অনেক খারাপ ছিল তারা অনেক কে মিস করছে দেখলাম। হাতের পাশ দিয়ে বল বেরিয়ে গেছে। ইন্ডিয়া প্রথম থেকে আক্রমণিত ছিল।উপরদিকে শুবমান গিল তখন ২১(২১) রানে অপরাজিত ছিল। পাওয়ার প্লে তে রান তোলেন ১০ ওভার-৮৪

IMG_20231116_110814.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অতঃপর বিরাট কোহলি ক্রিজে নামেন। বিরাট কোহলি প্রথমে দেখে শুনে খেলতে থাকেন।শুবমান গিল মাইরের উপরে থাকে। খুবই দুর্দান্ত খেলছিল শুবমান গিল।বিরাট কোহলির কথা না বললেই নয় তিনি দুর্দান্ত খেলে যাচ্ছে। প্রতিটা ম্যাচে তার হান্ড্রেড চলতেই আছে। ওভার (১৯.৪) এ বিরাট কোহলি ব্যক্তিগত ২৬(৩২) ও শুবমান গিল ৭৪(৫৭) রানে অপরাজিত থাকেন।দলীয় রান (১৯.৪) ওভার এ ১৫০-১।

IMG_20231116_111332.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অপরদিকে শুবমান গিল দুর্দান্ত খেলছিল কিন্তু ইঞ্জুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট নিয়ে। তিনি ড্রাগআউটে চলে যান। তারপর ক্রিজে নামেন শ্রেয়াস আইয়ার।দুর্দান্ত খেলতে থাকেন। তারপর আর ইন্ডিয়ার কোন উইকেট পড়ে নাই (৪৪) ওভার পর্যন্ত। বিরাট কোহলি তার সেঞ্চুরিটি পূরণ করে নেন।বিরাট কোহলি এটি তার ৫০ তম সেঞ্চুরিটি পূরণ করল এবং শচীন টেন্ডুলকার কে টপকে করে তিনি এক নম্বরে অবস্থান করল।

Screenshot_2023-11-16-11-17-11-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অবশেষে বিরাট কোহলি তার পঞ্চাশ তম সেঞ্চুরি পূরণ করল এবং আনুশকা শর্মা গ্যালারি থেকে থাকলে সংবর্ধনা জানালো।বিরাট কোহলির ব্যক্তিগত ১১৭(১১৩) বলে আউট হয়ে যান টিম সাউদীর বলে। দলীয় রান ছিল (৪৪) ওভার ৩২৭-২।অপরদিকে শ্রেয়ার আইয়ার ১০৫(৭০) বলে তিনি শতক পূরণ করে ফেলেন।ইন্ডিয়া প্রতিটি ব্যাটসম্যান দুর্দান্ত খেলছিল। এস আর তারপর ক্রিজে নামলেন কে এল রাহুল। অপর প্রান্তে আইয়ার ১০৫(৭০) রানে বল্ট এর বলে আউট হয় যান। দলীয় রান তখন ৩৮১-৩ ওভার (৪৮.৫)।তারপর কে এল রাহুল দুর্দান্ত খেলতে থাকে । ক্রিজে নামেন সুরিয়া কুমার যাদাব। তিনি ১(২) রানে আউট হয় যান টিম সাউদির বলে ।দলীয় রান ৩৮২-৪ ওভার(৪৯.১)। অপরপক্ষে কে এল রাহুল ইনিংস শেষ করেন ৩৯(২০) রানে অপরাজিত থাকেন।রান ৩৯৭-৪

IMG_20231116_112614.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

নিউজিল্যান্ডের বোলিং সমীকরণ
বল্ট-১০-৮৬-১
সাউদি-১০-১০০-৩
সানটার-১০-৫১-০
ফাল্গুসন-৮-৬৫-০
রাবীন্দ্র -৭-৬০-০
গ্লেন ফ্লিপ্স-৫-৩৩-০

IMG_20231116_112750.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান কনওয়ে এবং রাচীন রাবিন্দ্র নেমে পড়েন এবং উপর দিকে ইন্ডিয়ার ওপেনিং বোলার বুমরাহ ।তার ফাস্ট বলেই চার মারেন রাচীন রাবিন্দ্র।১ ওভার ৮-০।দুজনা দেখে শুনে খেলতে থাকে (৫.১) বল পর্যন্ত

IMG_20231116_113103.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

প্রথম উইকেটের পতন ঘটে মোহাম্মদ শামীর বলে ডিভন কনওয়ে।তিনি ব্যক্তিগত ১৩(১৫) রানে আউট হয়ে যান।দলীয় রান (৫.১) ৩০-১।তারপর ক্রিজে নামেন কেন উইলিয়ামসন। তারপর রাবীন্দ্র মোহাম্মদ শামীয় বলে আউট হয়ে যান ব্যক্তিগত ১৩(২২) রানে।দলীয় রান ৩৯-২।ওভার(৭.৪) পাওয়ার প্লে তে তারা ৪৬-২ রান তোলেন।তারপর আর কোন উইকেটের পতন ঘটে নাই কেন উইলিয়ামসন ও মিসেল মিলে দুজন ১৮১ রানের পার্টনারশিপ করেন।(৩২.২)বল পর্যন্ত তারা দেখে শুনে খেলে।

IMG_20231116_113851.jpg

তারপর কেন উইলিয়ামসন ও মিসেল খেলতে থাকেন ৩০ ওভার পর্যন্ত। কেন উইলিয়ামসনের ব্যক্তিগত রান ৫৮(৬৭) ও মিসেল ৯০(৭৭)।তারা দুর্দান্ত খেলতে থাকে কিন্তু অপর পক্ষে কেন উইলিয়ামসন ব্যক্তিগত ৬৯(৭৩) রানে মোঃ শামীর বলে আউট হয়ে যান। দলীয় রান ২২০-৩- ওভার (৩২.২)।তারপর ক্রিজে নামেন টম লাথাম।তিনি বেশিক্ষণ টিকতে পারেন নাই। তিনি ০(২) রানে আউট হয়ে যান মোহাম্মদ শামীর বলে।একই ওভারে

Screenshot_2023-11-16-11-43-59-11_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর ক্রিজে আসেন গ্লেন ফ্লিপ্স তিনি দুর্দান্ত খেলতে থাকে রানের চাকাটা বাড়িয়ে নিচ্ছিল।উপর প্রান্তে মিসেল দুর্দান্ত খেলতে থাকে তিনি ব্যক্তিগত ১৩৪(১১৯) রানে আউট হয়ে যান।মোহাম্মদ শামীর বলে।মোহাম্মদ শামী দুর্দান্ত বোলিং করতে থাকেন প্রথম থেকেই। তারপর গ্লেন ফ্লিপ্স ৪১(৩৩) রানে বুমরাহ এর বলে আউট হয়ে যান (৪২.৫) ওভার এ ২৯৫-৫।তারপর নিউজিল্যান্ডের প্রতিটা ব্যাটসম্যান আসে আর যায়। কেউ বেশিক্ষণ টিকতে পারেন নাই। অবশেষে মোহাম্মদ শামী ৭ উইকেট পূরণ করে ফেলল।

IMG_20231116_114747.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অপরদিকে টিম সাউদি ও বল্ট ব্যাট করতে থাজেন।টিম সাউদী ব্যক্তিগত ৯(১০) রানে আউট হয়ে যান মোহাম্মদ শামীর বলে। দলীয় রান ৩২১-৯ ওভার (৪৮.২)।তারপর লুকি ফার্গুসন ব্যাটে নামেন এবং তিনি (৪৮.৫)ওভার এ একটা ৬ মেরে আউট হয়ে যান ব্যক্তিগত ৬(৩) রানে।অবশেষে ইনিংসে সমাপ্তি ঘটে ৩২৭-১০।

ইন্ডিয়ার বোলিং লাইন আপ
জাসপ্রিত বুমরাহ-১০-৬৪-১
মোহাম্মদ সিরাজ -৯-৭৮-১
মোহাম্মদ শামী-৯.৫-৫৭-৭( সবথেকে সফল বোলার)
রবীন্দ্র যাদেজা -১০-৬৩-০
কুলদীপ যাদব -১০-৫৬-১

Screenshot_2023-11-16-11-52-01-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইন্ডিয়া ৭০ রানে জয়লাভ করেন

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago (edited)
 10 months ago (edited)

ভারত যেভাবে এবারের বিশ্বকাপ খেলছে তাদেরকে কেউ আটকাতে পারবে বলে মনে হয়না। কিং কোহিলর অসাধারণ ব্যাটিং, মোহাম্মদ সামির অসাধারণ বোলিং সবমিলিয়ে অসাধারণ। তবে ব্যাডলাক টিম নিউজিল্যান্ড এর জন্য। প্রতিবারই হেরে বিদায় নেয় বিশ্বকাপ থেকে

 10 months ago 

জ্বি ভাইয়া তাদের কেউ আটকাতে পারবেনা। দেখা যাক ফাইনালে কি হয়। কিং কোহলি অসাধারণ ব্যাটিং করতেছে এবং সব মিলিয়ে প্রতিবারের মতোই অনেক ভালো খেলতেছে কিন্তু নিউজিল্যান্ডের জন্য খারাপ লাগতেছে তারা অনেক ভালো খেলে কিন্তু লাস্টে এসে হেরে যায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35