স্পোর্টস পোস্ট ||ওয়ার্ল্ড কাপে শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের 🎇♨️

in আমার বাংলা ব্লগlast month

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

বাংলাদেশ / শ্রীলংকা ম্যাচের তথ্য

ম্যাচবাংলাদেশ /শ্রীলংকা (১৫তম ম্যাচ) (আইসিসি মিন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ )
তারিখ৮ মে, ২০২৪, শনিবার ।
টসবাংলাদেশ টস জিতে বল ফাস্ট নিয়েছে ।
টাইম৬.০০ এ.এম।
মেস ভেনুগ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস ।
আম্পায়ারমিহ্যাক্ল গফ, পল রেইফেল।
বাংলাদেশ স্কোয়াডতানজীদ হাসান তামিম, লিটন দাস(wk) ,সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (c), তাওহীদ হৃদয়,মাহমুদুল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান ,তানজীম হাসান সাকিব,রিশাদ হোসাইন,মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ।
শ্রীলংকা স্কোয়াডপথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (wk), কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া দে সিলভা, চরিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা(c), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন জেনে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কাপ শুরু হয়ে গিয়েছে।বাংলাদেশকে নিয়ে আশা করতে আর ইচ্ছা করে না, এরা জেতা ম্যাচ কিভাবে হারতে হয় আমাদের শিখিয়েছে। আজকে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচটি ছিল। বাংলাদেশ প্রথমে দুর্দান্ত বোলিং করছিল শ্রীলংকা খুব একটা রান করতে পারে নাই, তাও মনের ভেতর খুব একটা আশ্বাস ছিল না যে বাংলাদেশে জয় লাভ করবে কারণ তারা সামান্য রানও হলেও তার চাপে খেলতে পারেনা। ছোট ছোট দলগুলি বেশ দুর্দান্ত চমক দেখাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানকে আমেরিকা হারালো।এই আমেরিকা বাংলাদেশকে হারিয়েছিল তাহলে তাদের শক্তি নিয়ে চিন্তার কোন কারণ নেই, তাহলে সেটা দুর্ঘটনার ম্যাচ বলা যাবে না। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে বলেই তারা জয়লাভ করেছে। ক্রিকেট খেলায় যারাই ভালো করবে তারাই দিনশেষে জয় লাভ করবে। এখন আস্তে আস্তে বেশ দারুন প্রতিযোগিতা বাড়তেছে। চোখে চোখ রেখে প্রতিটা ছোট ছোট দল বড় টিমের সাথে লড়াই করতেছে এটা বেশ ভালো লাগতেছে। সামনে বেশ জমজমাট হবে অনেক দলগুলো নিয়ে ছোট দলগুলো যদি ভালো করে তাহলে খেলার প্রতি আকর্ষণ বেড়ে যায় প্রতিটা দলের।আজকে বাংলাদেশ সহজ ম্যাচ কঠিন করে জিতেছে তাও বেশ ভালো লাগলো তারা অবশেষে জয়লাভ করতে পেরেছে। অতিরিক্ত তো কথা না বাড়িয়ে চলুন আজকে ম্যাচের বিশ্লেষণ শুরু করা যাক।

Screenshot_2024-06-08-14-58-13-24_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

বাংলাদেশ টস জিতে বল ফাস্ট নেয়।বাংলাদেশের ওপেনিং বোলার তানজীম সাকিব।সে দুর্দান্ত বল করতে থাকে তার প্রতিটা বল বেশ ভাল।প্রথমে নিয়ন্ত্রিত বোলিং। প্রথম ওভারে ৫-০।দলীয় রান(১.২) ওভার এ ৯-০।প্রথমত তারা দেখে শুনে খেলতে থাকে। প্রথমত ও বাংলাদেশের বোলিং লাইনআপ বেশ দুর্বল। তারা উইকেটের দেখা পেতে পেতে অনেকটাই সময় নিয়ে ফেলেছে।প্রথমত শ্রীলঙ্কার দুই ওপেনার বেশ মারকুটে স্টাইলে খেলতে থাকে প্রথমে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা যাচ্ছিল না কিন্তু বাংলাদেশ তার পরই কাম ব্যাক করে। বোলার রা বেশ দুর্দান্ত বল করতে থাকে । প্রথম উইকেটের পতন ঘটে (২.৩) ওভারে কুশাল মেন্ডিস ব্যক্তিগত ১০(৮) রানে আউট হয়ে যান।দলীয় রান (২.৩) ওভারে ২১-১।প্রথম উইকেটের দেখা পান তাসকিন আহমেদ।তারা পাওয়ার প্লেতে তারা রান তোলেন ৫৬।একইভাবে পাওয়ারপ্লের মধ্যে আরেকটি উইকেট এর পতন ঘটিয়ে ফেলে কামিন্দু মেন্ডিসকে আউট করে। তিনি ব্যক্তিগত ৪(৫) রানে আউট হয়ে যায়।এরপর ক্রিজে নামেন ধনঞ্জয় দি সিলভা ও আসালঙ্কা। তারা বেশ দুর্দান্তভাবে দেখে শুনে খেলতে থাকেন ও শ্রীলংকার ওপেনার শুরু থেকে বেশ দারুণ খেলেন।

Screenshot_2024-06-08-15-05-07-40_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Source

এরপরও বাংলাদেশের বোলার রা বেশ দুর্দান্ত বল করতে থাকেন। ভালো লেংথে ও মুস্তাফিজুর রহমান শুরুটা করে দেন তারপর প্রতিটা বোলার বেশ সুন্দরভাবে জেগে ওঠে। সাকিব আল হাসান বেশ কয়েকদিন ধরে বলে প্রচুর মার খাচ্ছে। সে ভালো ব্যাটিংটাও করতে পারতেছেনা। দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমিও। নাজমুল হোসেন শান্ত কোন ব্যাটিং ক্যাটাগরির মধ্যে পড়েই না, তাদের খেলা যেন ভালই লাগতেছে না তারা শুধু আসে আর চলে যায়। এরপর শ্রীলংকার ওপেনার আউট হয়ে যান মুস্তাফিজুর রহমানেরে বলে তিনি ব্যক্তিগত ৪৭(২৮) রান করেন।তিনি সর্বোচ্চ রান করেন শ্রীলংকার প্লেয়ারদের মধ্যে। এরপর বাংলাদেশের দুর্দান্ত কাম ব্যাক করা সে আমাদের আশার আলো যোগাচ্ছে রিশাদ। লেগ স্পিনারের অভাব পূরণ করতেছে। আজকের ম্যাচে সে দারুন বল করেছে সম্ভবত আজকে সে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে। প্রথমে একটা চার খাওয়ার পর তারপর দুই বলে দুইটা উইকেট তুলে নিলে রিশাদ হোসাইন। দলীয় রান (৮.৪) ওভারে ৭০-২ রান।

Screenshot_2024-06-08-15-09-38-49_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Source

এরপর শ্রীলংকার ক্যাপ্টেন হাসরাঙ্গা নামেন। একটা উইকেট এর আগে রিশাদ পান আসালাংকা কে আউট করে তিনি ১৯(২১) রান করেন।হাসারাঙ্গা প্রথম বলেই ডাক মারেন।রিশাদ হোসাইন হাইট্রিক এর দিকে চলে যান কিন্তু হ্যাটট্রিক তা হয় নাই অন হ্যাটট্রিক হয়েছিল।তারপর রিশাদ হোসাইন বেশ দুর্দান্ত একটা স্পেল করেন । তার খেলা দেখা মানে চোখের শান্তি ভীষণ ভালো লাগছিল শ্রীলঙ্কার কোন প্লেয়ার টিকতে পারেন নাই। শ্রীলংকার প্রতিটা ব্যাটসম্যানরা লাস্টের দিকে শুধু এসেছে আর গেছে।

Screenshot_2024-06-08-15-12-36-84_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Source

শ্রীলংকার ১০০ রান তুলতে ছয়টি উইকেট হারিয়ে ফেলে। তারা (১৬.১) ওভারে ১০৯-৬ রান তুলতে সক্ষম হোন।লাস্টের দেখে কেউ আর তেমন টিকতে পারেন নাই। বাংলাদেশের বোলিং বেশ ভালোই করেছে রানটা চেপে ধরেছে। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্তভাবে শেষ করেন। তারা ২০ ওভারে মোট ১২৪ রান করতে সম্ভব হয়.

Screenshot_2024-06-08-15-15-05-48_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Source

১২৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন এসেছে । ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও তানজীদ হাসান তামিম।লিটন দাস ধারাবাহিকভাবে খারাপ খেলতেছে তাকে বেঞ্চে বসিয়ে দিয়েছিলো।আজকের ম্যাচে লিটন দাস স্কোয়াডে নেওয়া হয়েছে।তাও তার ব্যাটিংস এর কোন পরিবর্তন নেই বেশ টেনেটুনে খেলতেছে। বাংলাদেশের ব্যাটিংস এর উপর অনেকে প্রত্যাশা থাকে বিশেষ করে সৌম্য সরকার সে একদমই দায়িত্বহীনভাবে ব্যাটিং করেই চলতেছে প্রতিটা ম্যাচ। আজকেও সে ০ রানে আউট হয়ে গিয়েছে।শ্রীলংকার বোলাররা বেশ দুর্দান্ত বোলিং করেন তাদের কিন্তু নামকরা বেশ কয়েকটা বলার আছে ও হাসারাংগা ও পাথিরানা কিন্তু অলরাউন্ডার বোলিংয়ে ভাল। ১ ওভার ১-২।দুজনা দেখে শুনে খেলতে থাকেন। অপরদিকে তানজীদ হাসান তামিম ও বেশিক্ষণ টিকতে পারেন নাই নোয়ানের বলে তিনি বোল্ড আউট হয়ে যান ব্যক্তিগত ৩(৬) রানে। দলীয় রান( (১.৪)ওভার ৬-২।

Screenshot_2024-06-08-15-19-10-16_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Source

এরপর তাওহীদ হৃদয় নামেন। তার একটা খেলা প্রথম থেকে বেশ আগ্রাসি খেলতে থাকে। সে যখন প্রতিটা ম্যাচে রান করে টিম জয় লাভ করে কিন্তু রান না করলে টিম হেরে যায়। লিটন দাস ও দেখে শুনে খেলতে থাকেন। বাংলাদেশ পাওয়ার প্লে তে রান তোলেন -৩৪।এরপর লিটন দাশ স্লো ইনিংস খেলেন ও তাওহীদের হৃদয়ে যার কথা না বললেই নয় সে হাসারাংগা কে পর পর তিন বলে তিনটা ছয় মারেন। ম্যাচের মোড় তখনই ঘুরে যায়। তাওহীদ হৃদয় ব্যক্তিগত ৪০(২০) রান করেন।কিন্তু লিটন দাস ও তাওহীদ হৃদয় আউট হওয়ার পর সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে নামেন। মাহমুদুল্লাহ রিয়াদের কারণে কিন্তু বাংলাদেশ আজকে জয়টা লাভ করতে পারেন। এই মাহমুদুল্লাহ কি টিম থেকে বাদ দেয়া হয়েছিল বয়সের কারণে আজকে তার জন্যই বাংলাদেশ টিম জিতেছে। সাকিব আল হাসান নড়বড়ে চৌদ্দটি বল খেলে একটাও বাউন্ডারি মারতে পারেন নাই।তার খেলার প্রতি মনোযোগ নিয়েই সে আশপাশে বেশি মনোযোগ দিচ্ছে। বাংলাদেশ দল দলীয় (১৬.২) ওভারে ১০৯-৬ রান করেন।লাস্ট ৩৫ রান করতে বাংলাদেশে ছয়টা উইকেট হারিয়েছে। এইভাবে খেললে তো বড় বড় টিমগুলোর সাথে যেতে পারবেনা। যেখানে তো কিছুই না কিন্তু এই বাংলাদেশ ২০ টা রান করতে একদম লাস্ট ওভার পর্যন্ত চলে গিয়েছিলো।একটুর জন্য বাংলাদেশের হেরে যেত।যদি বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ একটু দায়িত্ব নিয়ে না খেলতো।

Screenshot_2024-06-08-15-24-42-93_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

Source

যখন ১২ বলে ১১ রান লাগে তাও বাংলাদেশের হাতে তিনটা উইকেট ছিল। কিন্তু প্রতিটা ব্যাটসম্যান শুধু আসছে আর যাচ্ছে। বাংলাদেশ হারের মুখের দিকে চলে যাচ্ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ একটা ছয় মারার ফলে ম্যাচটি ঘুরে যায়।অতঃপর এই রানটি করতে বেশ কষ্ট করতে হয়েছে, বলে বলে সিঙ্গেল নিয়ে অবশেষে বাংলাদেশ দেখা পেয়ে যায় বেশ কষ্ট করে। অবশেষে বাংলাদেশে দুই উইকেটে জয়লাভ করেন।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আজকের ম্যাচ পুরোটাই দেখেছি। এখন আপনার রিভিউ দেখে খুবই ভালো লাগলো। পুরো ম্যাচ টা খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন আমাদের মাঝে। বাংলাদেশের জয় দেখে বেশ ভালো লাগলো। রিভিউ টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

বাংলাদেশের খেলা দেখার মানেই হার্টের প্রবলেম হবে স্বাভাবিক। তারা সহজ ম্যাচ কঠিন করে দেখতে ভালবাসে।অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

বাংলাদেশের আজকের ম্যাচ দেখে বেশ কিছু ইতিবাচক আর নেতিবাচক দিক দুটোই দেখতে পাওয়া গিয়েছে।

বিশেষ করে মোস্তাফিজের স্বভাবসুলভ ফর্ম, তৌহিদ হৃদয়ের ক্যামিও ইনিংস যা ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে আর লিটন দাসের ধৈর্য্যশীল পার্ফরম্যান্স যা জয়ের বন্দরে পৌঁছে দিতে আজ সহায়তা করেছে।

আর সর্বোপরি টিম পারফরম্যান্স ভালোই ছিল, বিশেষ করে জয় দিয়ে মূল পর্ব শুরু করার পর আর কোন আফসোস বা ক্ষোভ থাকার কথা নয়। তবে যেটা খেয়াল করে দেখতে হয়,উন্নতির অনেকগুলো জায়গা আছে যেমন সাকিবের নিজের নামের প্রতি সুবিচার করা আর শান্ত, তানজিদ তামিম, সৌম্যদের দলের প্রয়োজনে কন্ট্রিবিউট করতে শিখতে হবে।

এই ব্যাটারদের অবশ্যই নেট সেশনে নিজেদের প্রস্তুত করতে হবে ফর্ম ফিরিয়ে আনার জন্য৷ তাহলেই আশা করি ইন শা আল্লাহ ভালো কিছু ঘটবে।

বাংলাদেশ টীমের জন্য অনেক শুভকামনা , 💖

 last month 

আপনার মন্তব্যটি বেশ গঠন মূলক ছিল। নিজের চিন্তাধারা থেকে মূল্যবান কিছু মন্তব্য শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো অনেক অনেক খুশি হলাম।

 last month 

আসলে বাংলাদেশের খেলা মানেই হার্ট বিট বেড়ে যাওয়া। স্ট্রোক করার মতো অবস্থা যাইহোক এই খেলাটা দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে বিশেষ করে পুরান চাল যে ভাতে বাড়ে সেটা রিয়াদ ভাই দেখিয়ে দিল।

 last month 

আমরা কিছুদিন আগেই এই মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিতে চাচ্ছিলাম কিন্তু সেই আমাদের ম্যাচটা জিতিয়ে দিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

বাংলাদেশ বনাম শ্রীলংকা আজকের খেলাটা কিন্তু বেশ ভালো উপভোগ করেছি টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ম্যাচটি শেষ হয়েছে।
বিশেষ করে যখন ব্যাটিং লাইন আফ বাংলাদেশের আসা-দাওয়ার মিছিলে ব্যস্ত তখন কিন্তু ধরে নিয়েছিলাম আজ আর ম্যাচটা জিতবে না।
তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর অসাধারণ পারফরমেন্সের কারণে জিতেছে। সেই সাথে বোলিং দের কথা না বললে নয় তারা কিন্তু খুব ভালো খেলেছে বিশেষ করে মুস্তাফিজ এবং রিশাদ হোসেন।

 last month 

মুস্তাফিজুর ও রিশাদ হোসাইন বেশ দুর্দান্ত বোলিং করেছে ও তাসকিন আহমেদে।বেটাররা যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো ম্যাচটা সহজে জেতা যেত তাদের জন্য। ধন্যবাদ।

 last month 

বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলাটি আমি সুন্দর ভাবে উপভোগ করছি। আসলে যে রানটা ছিল সেই রানে বাংলাদেশ অতি তাড়াতাড়ি জয়ের মুখ দেখতে পেতো।আসলে খেলাটির লাস্টে খুব ভয় হচ্ছিল, যে ভাবে উইকেট পরা শুরু হয়েছিল। যাইহোক অবশেষে বাংলাদেশ প্রথম খেলায় জয়ের মুখ দেখতে পেল। বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনার মন্তব্যটি বেশি সুন্দর ছিল।

 last month 

১২৪ রান করতে গিয়ে বাংলাদেশের অবস্থা খারাপ। আর কী বলব ভাই। বাংলাদেশের বোলার রা যথেষ্ট ভালো করলেও ব‍্যাটার রা একেবারে যাচ্ছেনতাই। মোটামুটি বলা যায় তৌহিদ রিদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংস এর জন‍্যই বাংলাদেশ জিতেছে। যাইহোক পরবর্তী দুইটা প্রতিপক্ষ তুলনামূলক সহজ আছে। দেখা যাক কী করে তাদের সাথে। ভালো করেছেন‍ ম‍্যাচের রিভিউ টা।

 last month 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। বাংলাদেশের খেলা দেখলে হার্টের অনেক প্রবলেম হয়।

 last month 

জী ভাইয়া অনেক কষ্টের পড়ে অবশেষে জয়ে পেলো বাংলাদেশ। ১২৪ রান করতেই হার্ট এ্যাটার্ক হয়ে যাচ্ছিলো। কারো ভিতরে ধৈর্য নাই। যায়হোক জিতেছে সেটাই অনেক বেশি। ধন্যবাদ।

 last month 

বাংলাদেশের ধৈর্য নাই,এটা আমরা প্রমাণ পেয়েছি বহু ম্যাচে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52