হাতির অরিগ্যামি ||আমার বাংলা ব্লগ ||১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগlast year

PhotoRoom-20231027_142208.jpg

ফটোরুম স্ন্যাপড থেকে এডিট

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি এবং অরিগ্যামি তৈরি করতে মনে হচ্ছে যে সময় লাগে না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ভাঁজগুলো। এটা ঠিকভাবে না হলে অরিগ্যামি পোস্ট তৈরি করা হয় না। আমার কাছে খুবই ভালো লাগে এই সপ্তাহে একটা দিন অরিগ্যামি পোস্ট করার জন্য এবং দাদাকে অনেক ধন্যবাদ। তিনি পোষ্টের ভেরিয়েশন এর মতো একটা সিস্টেম এনেছেন। নিত্যনতুন কাজ আমরা দেখতে পারি এবং করতেও পারি
প্রয়োজনীয় উপকরণ

  • রঙিনকাগজ(গোলাপি ,)
  • স্কেল
  • কাটার
  • গ্লু গান

১ম ধাপ

IMG20231026185334.jpg

প্রথমে আমি একটি গোলাপি কালারের কাগজ নিলাম। তারপর মাঝখান দিয়ে অর্ধেক কেটে নিলাম।পরে উলট পালট করে আমি ভাঁজ করে নিলাম।তারপর দুইটা অংশ তৈরি করে নিলাম আমি
২য় ধাপ

IMG20231026183912.jpg

তারপর আমি ভাঁজকৃত অংশটি গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম।তারপর আমি গোল করে নিলাম।গোল করে নেয়ার পর একটা ছবি তুললাম।চারিদিকে গোল করে কেটে দিলাম
৩য় ধাপ

IMG20231026184344.jpg

তারপর আমি গোলাপি কালারের কাগজ নিলাম তারপর আমি মার্কার পেন দিয়ে কানের অংশটি আমি অংকন করে নিলাম। অঙ্কন করার পর আমি কাটার দিয়ে আমি কেটে নিলাম কানের দুইটা অংশ

❇️৪র্থ ধাপ ❇️

IMG20231026191438.jpg

তারপর আমি হাতির শুড় ও কানের অংশটুকু আমি সম্পূর্ণ করে ফেললাম তারপর আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম

❇️৫ম ধাপ❇️

IMG20231026190648.jpg

তারপর আমি মার্কার পেন দিয়ে চোখের অংশটি আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম ও তারপর আমি কানের অংশটি দুই পাশে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম

ষষ্ট ধাপ

IMG20231027112801.jpg

তারপর আমি গ্লু গান দিয়ে কানটি লাগিয়ে দিলাম তারপর সম্পূর্ণ হয়ে গেল আমার হাতির অরিগ্যামিটা।

|--

রঙিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি

PhotoRoom-20231027_142208.jpg

ফটো রুমের মাধ্যমে এডিট করা

আজকের মত এখানেই শেষ করলাম। আমি রঙ্গিন কাগজ দিয়ে হাতির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে আবারো নতুন কিছু করার চেষ্টা করলাম সামনে সপ্তাহে আরো অন্য কিছু করার চেষ্টা করবো এবং পোস্টের ভিতর ভেরিয়েশন আনার চেষ্টা করতেছি।আপনার অবশ্যই পাশে থাকবেন। দোয়া করবেন

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Device : Realme 8 5g

💗💗💗

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

!upvote 40


🍀🎉🎯🎨 Participate in the "Seven Network" Community🍀🎉🎯🎨 .
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven). Also your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 40%

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা হাতির অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা হাতির এই অরিগামী আমার কাছে খুবই। সব থেকে বেশি ভালো লেগেছে হাতির সুড়।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। আপনার মন্তব্যটা পেয়ে আমি ভীষণ খুশি

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর যে কোন কিছু তৈরি করলে তা অনেক বেশি সুন্দর হয়। আপনি অনেক সুন্দর হাতির অরিগ্যামি তৈরি করেছেন, যেটা অনেক কিউট লাগছে দেখতে। আপনি হাতিটা তৈরি করেছেন অনেক সুন্দর ভাবে। আর এটি তৈরি করার ধাপ শেয়ার করেছেন দেখে একটু বেশি ভালো লেগেছে। আপনার উপস্থাপনা দেখে এটা যে কেউ তৈরি করে নিতে পারবে।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্যটি দেখে আমি ভীষণ খুশি হলাম। আশা করি সব সময় এভাবেই পাশে থাকবেন। শুভেচ্ছা রইল আপু

 last year 

হাতির অরিগ্যামি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার মাধ্যমে শিখে নিলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি বরাবরের মতই ভাইয়া অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন খুব কম সময়ের মধ্যে। বেশ ভালো লাগলো ভাইয়া এবং সামনে আরো সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করব পাশেই থাকবেন

 last year 

অসাধারণ একটি অরিগ্যামি করলেন ভাইয়া। দেখে তো বেশ ভালো লাগলো। যেহেতু আপনি হাতির অরিগ্যামি তৈরি করলেন। অবশ্যই এই অরিগ্যামি টি তৈরি করতে আপনার যথেষ্ট সময়ের প্রয়োজন হয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু যথেষ্ট সময়ের প্রয়োজন হয় এবং আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। আমি চেষ্টা করি সব সময় ইউনিক কিছু তৈরি করার জন্য এবং এটি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। ধন্যবাদ

 last year 

রঙিন কাগজের ভাঁজে ভাঁজে হাতির অরিগামি তৈরি করেছেন যেখানে হাতির লম্বা কান আর লম্বা সুর বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য এবং হাতের লম্বা কান এবং লম্বা সুর ভালো লেগেছে জেনে খুশি হলাম এবং সব সময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য

 last year 

রঙিন কাগজের হাতির অরিগামিটি চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে।সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আমি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করেছি এবং আপনার এটা ভালো লেগেছে জেনে খুশি হলাম এবং আপনি চাইলে অবশ্যই এটা বাসায় বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে

 last year 

অনেক রকম অরিগ‍্যামি দেখেছি। কিন্তু হাতির অরিগ‍্যামি দেখলাম এই প্রথমবার হা হা। বেশ চমৎকার ছিল আপনার অরিগ‍্যামি টা ভাই। বিশেষ করে হাতির কানটা বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর তৈরি করেছেন এটা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি প্রথমবার দেখেছেন জেনে বেশ খুশি হলাম। অবশ্যই আপনি সামনে আরও সুন্দর সুন্দর কাজ দেখতে পারবে। আশা করি এভাবে সব সময় পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য। ধন্যবাদ আপনাকে

 last year 

হাতিটা বেশ কিউট ভাই। বেশ সুন্দর লাগছে দেখতে। বানানোর জটিল প্রক্রিয়াটা খুবই সাবলীল ভাবে বর্ণনা করেছেন ফলে বুঝতে সুবিধা হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর অরিগ্যামি টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার কাছেও বেশ সুন্দর লাগছিল ভাইয়া এবং বানানোর জটিল প্রক্রিয়া টি আমি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি।যাতে করে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন এবং এটা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90853.98
ETH 3221.27
USDT 1.00
SBD 2.82