কাল সন্ধ্যায় যেন পরিবারের মধ্যেই শোখের ছায়া বইতে লাগলো😭💔||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। কাল সন্ধ্যায় যেন পুরো পরিবারের মধ্যে শোকের ছায়া বইতে লাগলো।আসলে বলার মত ধৈর্য ও পাচ্ছি না🥺🥺
দুনিয়ায় কত কাজ আছে। মানুষ তারপরও কেন অন্যের টাকা মেরে খায়। সত্যিই বড়ই আফসোস দুনিয়া আর দুনিয়া নাই😭

burglary-g89ef9f244_1280.png

Sourch



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আমাদের পাড়ায় অনেক চুরি হচ্ছে। তো আমার আব্বু বলছিলো সতর্ক থেকো। দরজা মারবে এবং ফুফুদের ও সতর্ক করছিল যে বোন সাবধানে থাকিস।বাড়িতে একা পুরুষ নাই।আসলে গতকালকে একটা বাড়িতে একই পাড়ায় ওনার স্বামী বিদেশে থাকে উনি আর ওনার মেয়ে একটু বাজারে গেছে। বাড়িটা তালা মেরে অতঃপর সিঁড়ির দরজা কেটে বাড়ির ভিতরে ঢুকে। ফোন, টাকাপয়সা 20 হাজারের মতো সব নিয়ে গেছে। দিয়ে সকলে সাবধান হয়ে গেল। তারপর হচ্ছে কি একই টাইমে সেদিনও তারাবির সময় চুরি হয়েছে। তার আগের দিনে একই গ্রামের চুরি হয়েছে তারাবির সময়। আসলে ওরা তারাবির সময় অ্যাটাক করেছে কারন প্রতিটা পাড়ায় একটা পুরুষ ও থাকেনা সব নামাজে যায় আর মহিলারা তো নামাজ পড়ে রুমের ভিতর এমনি খোলামেলাভাবে।তারপর ফুফু আর আমার একটা ভাবী ও বড়মা ছিল। ওরা তিনজন একসাথে নামাজ পড়ছে। ডাইনিং এর নামাজ পরছিল ফ্যানের মাঝখান বরাবর এবং এর জিরো বাল্ব লাগানো ছিল।মানে ফুপুরা যখন নামাজের সেজদায় গেছে তখন ওই চোর ঢুকে পড়ছে রুমের ভিতরে।আসলে আমি চোরের সাহস দেখে অবাক হলাম। আসলে বাড়িতে মানুষ আছে তারপরও ঢুকছে।আসলে চোর সাহস পেয়েছে যে বাড়িতে পুরুষ নাই। মহিলা জানলেও মহিলাদের ধাক্কা দিয়ে চলে যাবে কারণ ওরা তো ভয় পায় পুরুষদের দেখে।আমার মনে হয় এটাই একদিনের কাজ না। অনেকদিন ধরে পরিকল্পনা করছে। সব খবর রাখছে। না হলে এত তথ্য কিভাবে জানলে যে ওই রুমে টাকা আছে

বর্তমান সময়ে এমন হয়ে গেছে মানুষ সবকিছু সহজে পেতে চায়। এরা কাজ করে খেতে চায় না। আসলে যারা চোর তাদের যদি হাজার হাজার টাকাও থাকে তাও তারা চুরি করবে। তাদের স্বভাব কোন দিনও পরিবর্তন হবে না।

তারপর ফুফুর একটি ছেলে আছে সে নামাজ পড়তে গেছে তারপর সে বাড়িতে আসছে তারপর সে খাওয়া-দাওয়া করছে। তখনও জানেনা চুড়ি হয়ছে।তারপর ফুফু বলছে উনার ছেলেকে যে আমি না একজনকে দেখলাম বাড়ির ভেতর দিয়ে কাউকে পালাতে।তখনই বুঝতে পারে নাই যে চুরি হয়েছে তারপর ওরা খাওয়া-দাওয়া করলো। খাওয়া-দাওয়ার পর যখন রুমে ঢুকছে। তারপর দেখছে ওয়ার্ডোপ-এর ভিতরে কাপড়চোপড় সব নিচে ফেলা। বিছানা উলটপালট। টাকা পয়সা ও গহনা সব নিয়ে গেছে।চুরি হওয়ার আগেই বলছিল। সাবধান থাকতে হবে হবে। ভাল তালা কিনতে হবে। কে শুনে কার কথা তার আগেই সর্বনাশ হয়ে গেছে😭😭🥺

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

burglar-g9c86b36f9_1920.jpg

Sourch

আসলে ফুফু অনেক কষ্ট করে দর্জির কাজ করে টাকা গুলা জমাইছিল। আমার জামাই পুলিশের চাকরি করে। বাড়িতে সেমন থাকা হয়না। আসলেই মেয়ে মানুষ একা থাকা যা কষ্টকর। আসলে বর্তমান সময়ে মানুষকে বিশ্বাস নাই।আসলে কপালে যেটা ছিল ওটাই হওযার কথা তারপর হাজার কাঁদলেও কি ফিরে আসবে। চোর তো এক ঘণ্টা আগেই পালিয়ে গেছে জানতে পেয়েছে হয়তো 20 30 মিনিট পর



তারপর পুরা পরিবারের মধ্যে শোকের ছায়া পড়ে গেল। আসলে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমার দাদির চোখের সমস্যা এবং তার চোখের অপারেশনের জন্য 60 হাজার টাকা রেখেছিল মেয়ের কাছে। ওই টাকাটা নিয়ে গেছে তারপর একজন মানুষ দিন আনে দিন খায় অনেক গরিব ঘর নাই এবং ফুপুর কাছে 3000 টাকা রেখে গেছে ওই টাকাটা নিয়ে গেছে। আসলে মানুষের মনুষত্ববোধ বলতে কিচ্ছু নয়। একটা মানুষের মনে কষ্ট দিয়ে কি পাই তারা।আসলে আমি লিখছি আর কান্না করছি যার টাকা পয়সা সোনা গহনা গেছে তাই সে কিভাবে আছে 😭😭 সৃষ্টিকর্তা ধৈর্যশীল বানাও। আসলে এই টাকাটা তোলা থাকলো এর উত্তম বিচার একদিন না একদিন পাবে। আসলে কারোর মারা টাকা কেউ হজম করতে পারবেনা।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে এতো বড় কলিজা একটা সাধারন চোরের পক্ষে সম্ভব না। আমার মনে হচ্ছে অনেক বড়।কারণ কোন চোর বাড়িতে মানুষ থাকা অবস্থায় ঢুকতে পারবে না। আমি ভাবছি যদি দরজাটায় দিত আল্লাহ জানে নাকি হতো আসলে অনেক খারাপ কিছু হতে পারত।কারণ ওরা মানুষকে মারতে একচুলও ভাববে না কারণ এত বড় সাহস নিয়ে যখন ঢুকেছে। কাছে তো অনেক জিনিসই থাকবে স্বাভাবিক।দিন দিন দুনিয়ার যত আধুনিক হচ্ছে ততই দারিদ্রতার প্রভাব বাড়ছে।

কি বলব আর আমার সান্তনা দেয়ার মত কোন কিছুই নাই। আসলে তাকে বাঁচিয়ে রাখছে এটা হাজার শুকরিয়া।আসলে কবে পৃথিবী সুস্থ হয়ে উঠবে। আসলে কিছুই ভালো লাগে না। এমন পরিস্থিতিতে হলে তো টিকে থাকাই কষ্টকর। মনের ভিতরে ভয় আতঙ্ক কাজ করে।আসলে বর্তমান সময়ে কারো সাথে খারাপ ব্যবহার করাও যাবে না। কার মনে কখন কি আছে বলাও কঠিন।আসলে আমি একটা জিনিস ভাবি তাদের ওতো মা বোন আছে।তারা কেন অন্নের মা বোন কে কস্ট দিয়ে চলে যায়😭😭


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

Sort:  
 2 years ago 

সারামাস জুড়ে খেটে টাকা জমানো কতো কষ্টকর একমাত্র সেই জানে যে জমায়।অনেক কষ্ট লাগলো ব্লগটি পড়ে আল্লাহ সবাইকে হেদায়েত দিক।

দিন দিন দুনিয়ার যত আধুনিক হচ্ছে ততই দারিদ্রতার প্রভাব বাড়ছে।

এটা একদম বাস্তব কথা,আরো কতো কিছু দেখতে হবে বেচে থাকলে মাত্র শুরু হইছে।

 2 years ago 

আসলে ভাইয়া বেঁচে থাকলে আরো অনেক কিছু দেখতে হবে। আসলে বর্তমান দুনিয়া আর দুনিয়া নাই। মানুষের মনুষত্ববোধ হারিয়ে যাচ্ছে দিনে দিনে

 2 years ago 

চোরের কোন বিবেক নেই। মানুষের টাকা চুরি করে কি শান্তি পায় কে জানে। সে জন্যই তাদের জীবনে শান্তি নেই। সত্যিই আপনার লিখাটি পড়ে খারাপ লাগলো। আশা করছি আপনার পরিবারের সদস্যরা আরো বেশি সচেতন হবে এবং সচেতনতার সাথে চলাফেরা করবে। আপনার এই পোষ্টের মাধ্যমে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

 2 years ago 

সত্যি বলতে আপু মনে হয় চোরের মন মানসিকতা নাই নাহলে অন্যজনকে কষ্ট দিয়ে তারা কিভাবে সেই টাকা আত্মসাৎ করে। আসলে আমাদের আরো সচেতন হতে হবে এবং ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

আসলে চোরের কোন ধর্ম নেই। এরা সব করতে পারে। কার টাকা কিসের টাকা এগুলো দেখার সময় তাদের নেই। সবথেকে বড় ব্যাপার নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হবে।
সতর্ক থেকো।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া চোরের কোন ধর্ম নেই এবং আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন আরো নিরাপত্তা নিজেকে দিতে হবে
।ধন্যবাদ ভাই

 2 years ago 

এই নরপিশাচ দের কে নিয়ে বলার মত তেমন কিছু নেই। আসলে সবাই মানবিকতার অভাব, আবার একদিক থেকে দেখলে দেখা যায় দারিদ্রতা তাদেরকে ঠেলে দিয়েছে এই জঘন্যতম অপরাধের দিকে। যাইহোক মানুষ মানুষ হোক মানুষের বিবেক জাগ্রত হোক, এই ধরায় নেমে আসুক আবার শান্তির দূত। 🤟

 2 years ago 

বেশ দারুন ছিল মন্তব্যটি এবং আমাদের সচেতন থাকতে হবে ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য । দারিদ্রতা চোরকে খারাপ কাজ করতে প্রভাবিত করে।

 2 years ago 

আসলে ভাই চোরে না শুনে ধর্মের কাহিনী। সব থেকে বড় কথা হচ্ছে আপনার পুরো কাহিনীটি পড়ে যেটা বুঝতে পারলাম কাছের কোন মানুষ এই কাজটি করতে পারে। যে বাসায় আসা যাওয়া করে, কোথায় টাকা আছে কত টাকা আছে এসব কিছু সে জানতো আসে ওইভাবেই প্লান প্রোগ্রাম করেই চুরি করেছে। যাই হোক ভাই তার পরেও আমাদের সবাইকেই যার যার অবস্থান থেকে সাবধানে থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিষয়টি খুবই দুঃখজনক খুবই খারাপ লাগলো।

 2 years ago 

আসলে ভাই আপনি ঠিক বলেছেন আমারও তাই মনে হয় নিজের লোক ছাড়া এটা সম্ভব না। আসলে খুবই দুঃখজনক ব্যাপার এটা। আমাদের আরও সচেতন হতে হবে

 2 years ago 

বড় দুঃখের বিষয়। তবে কিছুই বলার নেই। শুধু এটুকুই বলবো আরো সাবধান হতে হবে। সমাজের মানুষের সচেতন হতে হবে। যেন সুন্দর সমাজ গড়তে নিজেরা সচেতন হই।

 2 years ago 

জি ভাই আরো বেশি বেশি সাবধান হতে হবে সচেতন হতে হবে এবং আসলে দারিদ্রতার কারণে তারা এগুলো বেছে নাই

 2 years ago 

ভাই আপনার পুরো কাহিনী টা পড়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আসলে মানুষের কষ্টার্জিত টাকা গুলো কিভাবে যে জমা করে সেই জানে। আর যখন ওই টাকাগুলো লুটপাট হয়ে যায় চুরি-ডাকাতি হয়ে যায় তখন সোখের ছায়ায় পড়ে। না পারে কাউকে বলতে না পারে সইতে। তবে সবচেয়ে বেশি খারাপ গেছিল আপনার দাদুর চোখের অপারেশনের টাকাগুলো নিয়ে গেছে খুবই দুঃখজনক ব্যাপার। ধৈর্য ধরো সবুরে মেওয়া ফলে আল্লাহ আপনাদেরকে আপনার ফুফুকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

জ্বী ভাইয়া দোয়া করেন তাকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন সৃষ্টিকর্তাই এবং আমাদের আরো সতর্ক হতে হবে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

 2 years ago 

আমি এখানে কী বলব বুঝতে পারছি না। এদের মানবিকতা বলতে কিছুই নাই। এরা অন‍্যেরটা চুরি করে খাই এদের মধ্যে সামান্য মানবিকতা থাকলে এরা এটা করতে পারত না। আপনার ফুবুর বিষয়ে শুনে খারাপ লাগল ভাই। যাইহোক টাকা পয়সা গেলে আবার আসবে। উনাকে ধৈর্য ধরতে বলেন ভাই।।

 2 years ago 

আসলে তাদের মানবিকতা বলতে কিছুই নাই নাহলে এমন কাজ করে বেশ খারাপ লাগলো। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সত্যি ভয়ঙ্কর ঘটনা । তবে চোর তো চুরি করিবেই কিন্তু গৃহস্থ কে সজাগ থাকিতে হবে। কষ্ট পেয়ে কোনই লাভ নেই কারন চোর মহা সুখে আছে এখন। তবু সবাই অক্ষত আছে সেটাই মঙ্গল।

 2 years ago 

হুম ভাইয়া।ধন্যবাদ

 2 years ago 

কোন কিছু চুরি গেলে অনেক খারাপ লাগে। মন চায় চোর কে হাতের কাছে পেলে উলটা করে ঝুলিয়ে পিটাইটাম। কি আর করবেন ভাই এর পরে সাবধান এ থাকবেন।

 2 years ago 

জি ভাইয়া সাবধানে থাকবো আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65845.60
ETH 3304.70
USDT 1.00
SBD 2.69