নিজে যেটা পারো সেটার উপর গুরুত্ব দাও বাবার পেশার উপর সন্তানের ভবিষ্যত নির্ধারণ করে মানুষ||১০%@shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি।আজ আমি আপনাদের মাঝে একটি বাস্তব কাহিনী তুলে ধরব।বাবার ইনকামের উপর সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে মানুষ।আসলে নিন্দুকদের কাজ ই সমালোচনা করা। তাদের আর কোন কাজ নাই
🎎🤲বাবার ইনকাম এর উপরই সন্তানের ভবিষ্যত নির্ধারণ করে মানুষ 🤲🎎

globe-g10110c35e_1920.jpg

Sourch



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে বাস্তব কথা হচ্ছে এখনকার সময় যদি বাবা পুলিশের চাকরি করে তাহলে তার ছেলেকে পুলিশ এ বানাতে হবে। যদি ডাক্তারি করে তার ছেলেকে ডাক্তার এ বানায় কিন্তু আমার কথা হচ্ছে একটা মানুষ যে সকল দক্ষতা নিয়েই পৃথিবীতে এসেছে তার কোন মানে নাই।সত্যি বলতে আমাদের ভিতরে সকল দক্ষতায় সৃষ্টিকর্তার দিয়েছেন কিন্তু আমরা তা প্রকাশ করার মাধ্যম খুঁজে পায়না। প্রতিভাগুলো আমাদের ভিতরেই থেকে যায়।আসলে একটা মানুষ যদি পড়াশোনায় ভালো না হয় সে কিন্তু যেকোনো একটা দিকে খুব শক্তিশালী থাকে। নাহয় খেলাধুলা, নাহয় গানের গলা ভালো। কণ্ঠস্বর ভালো। যে কোন একটা দিক ভালো থাকে কিন্তু আমাদের সমাজের মানুষরা জোর করে তাকে তার মেধাকে নষ্ট করার জন্য সে যেটা চায় না তাকে সেটাই নিতে বলে।আসলে জোর করে কোন কিছুই ভালো না। আমি নিজে যেটা পারবো আমার সেটার উপর নজর দেওয়া উচিত

আসলে বাবার পেশা উপর নির্ভর করে ছেলের পেশা নির্ধারণ করা কখনই ঠিক না। তোমার বাবা কি করে? ভ্যান চালাই। পড়াশোনা তো কিছুই হবে না তোমার দাঁড়া।তুমিও বাবার সাথে লেগে পড়।আসলে মানুষের মনুষ্যত্বের প্রচুর অভাব আছে।বাবা ভ্যান চালায় বলে ছেলেও কি ভ্যান চালাবে। এমন কোন কথা লেখা নাই। আসলে ছেলের যদি অনেক দক্ষতা থাকে আসলে পড়াশুনার বাইরে ও কিন্তু অনেক দক্ষতা মানুষের থাকে। কেউকেটা কাজে লাগাতে পারে কেউ পারে না

💔

আমি পড়াশোনা কে ছোট করে দেখছি না। আমি বলতে চাচ্ছি যে আপনার দাঁড়ায় যদি পড়াশোনা না হয়। আপনি যদি অন্য কাজে ভাল পাবেন সেখানে ফোকাস করুন। আসলে এখানে এমন একটা দুনিয়া হয়ে গেছে যে ভালো অবস্থান হলে পাশে থাকার মানুষের অভাব হয় না। যদি অবস্থান একটু খারাপ হয় একটা মানুষও পাবেন না বিনা স্বার্থে আপনাকে সাহায্য করার।আসলে মানুষ মানুষকে ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থান কে ভালোবাসে

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

sunset-gb7a00081f_1920.jpg

Sourch

সত্যি কথা বলতে আমাদের প্রতিটি পরিবারের উচিত ছেলে যেইটা পারে তাকে সেটার উপরে সাপোর্ট দেওয়া। তাকে গুরুত্ব দেওয়া। যেটা পারে না তাকে নিয়েও কোন কিছুই করা ঠিক না আর আসলেই মানুষের মন্তব্যগুলো এমন কুৎসিত। একটা ছেলের জীবনকে ধ্বংস করে যেতে পারে আসলে এসব কথাগুলো মানে একটা মাইর এরচেয়েও বিষাক্ত

woman-gc15975339_1920.jpg

Sourch



আসলে এখানে পৃথিবী এমন একটা জায়গা নিজের অবস্থান নিজেকে শক্ত করতে হয়। আপনাকে কোন কাজে প্রথমে কেউ সমর্থন দেবে না কিন্তু আপনি যদি সেই কাজটাই পারেন তাহলে আপনার পিছে সবাই আছে। আপনাকে সবাই ভালবাসবে আসলে একটা জিনিস কি মানুষ 30 40 বছর পড়াশোনা করার পর যখন চাকরি পায়। চাকরি পাওয়ার পর যখন দশ বারো হাজার টাকা বেতন পায়। তারপর বিয়ের বয়স পার হয়ে যায়। তখন তার জীবনটা কেমন আর যদি সে একটা ছেলে যদি ফ্রিলান্সচার করে তার দক্ষতা খাটিয়ে অনেক সুখে জীবন যাপন করতে পারে তাহলে মানুষ কেন এটা অন্য চোখে দেখে। আসলে আমাদের মন-মানসিকতা সমস্যা আছে। আসলে একটা মানুষ কোন কিছু সহজে পেতে চায় না।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

একটা কথা কাউকে ছোট করা ঠিক না। বাবার পেশার উপর সন্তানের পেশা ঠিক না এটা সত্যিই। কারণ পৃথিবীর সকল মানুষ বিভিন্ন দক্ষতা মেধা নিয়ে জন্মায়। এটা সঠিক জায়গায় যদি সঠিক মেধা বিকাশে করতে পারে তাহলে সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে আর পৃথিবীতে গরিব হয়ে সবাই জন্মায় কিন্তু গরিব হয়ে যদি মারা যায় সেটা তার ব্যর্থতা।|
|--

আসলে একটা ছেলে তখনই ভালো জায়গায় তখন এ পৌঁছাতে পারে যখন সে তার পরিবার থেকে একটা মানসিক সাপোর্ট পাই। তখন সকল বাঁধা অতিক্রম করতে পারে। আসলে পরিবার এ সফলতার মূল।আসলে একটা কথা কি মানুষের কাজ সমালোচনা করা। তারা ভালো অবস্থানে যারা পৌঁছে যায় তাদের উপর থেকে নীচে নামানোর চেষ্টা করে। তারা নিজে কোনো কাজই করবে না অথচ মানুষের সমালোচনা করেই যাবে। আসলে এটাই খারাপ লাগে আমারও খারাপ লেগেছিলো এই কারণে আজকে আলোচনা করছি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আসলে এ দুনিয়ায় কেউ পরিপূর্ণ না। আসলে সকলে বিভিন্ন দক্ষতা নিয়ে জন্মেছে। যে একটি কাজ পারেনা সে অন্য কাজও পারে তাই যে যেটা পারে তার মেধাকে সম্মান করুন। ভালোবাসুন অযথা মানুষকে সমালোচনা করে কটু কথা বলে মানুষকে কষ্ট না দিয়ে আমাদের উচিত হবে মানুষকে আশ্বাস দেওয়া। তাকে ভালভাবে তার মেধাকে কাজে লাগানোর জন্য কিছু উপদেশ মূলক কথা বলা যাতে করে সে বড় হয়ে তার জন্য দোয়া করতে পারে। আসলে একটা মানুষ তখনই খারাপ হয় যখন একটা মানুষকে ছোট বলে কথা বলে তখন কিন্তু আগে যে সফল হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে না তাদের জন্য।ধন্যবাদ সবাইকে


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

Sort:  
 3 years ago 

এটা আসলে ভাই আমাদের সমাজের মেন্টালিটির একটা বড় সমস্যা। আমাদের মাথায় কখনো ঢোকে না যে দক্ষতার একটা দাম রয়েছে।

যে ব্যক্তি যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ের উপর কাজে লাগিয়ে দিলে সেখান থেকে ভালো বেনিফিট পাওয়া সম্ভব। আসলে কোন কিছু চাপিয়ে দিয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

অনেক চমৎকার বিষয় সম্পর্কে লিখেছেন ভাই। একদম মনের মত কনটেন্ট তৈরি করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কনটেন্ট উপহার দেওয়ার জন্য

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

আপনার প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনের জন্য রইল শুভকামনা

 3 years ago 

আপনার কথা গুলো অনেক ভালো লাগলো। হাতের পাঁচ আঙুল যেমন এক নয়, তেমনি প্রত্যেকটি মানুষের কর্ম ও এক নয়।কেউ নিজের প্রতিভা কে প্রকাশ করার পায় আবার কেউ সেই সুযোগের আশায় থাকতে থাকতে অন্য পথ বেছে নেয় ।এটাই মানুষের জীবন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই।আমাদের সমাজের লোকজনের মধ্যে এই ভুল ধারণাটি এখনো রয়ে গেছে।মেয়ে হলে ডাক্তার আর ছেলে সন্তান হলে ইঞ্জিনিয়ার লাইন এ পড়াতে হবে।এতে করে তাদের দক্ষতা সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে না।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58