🧩♣️যেখানে ব্যর্থতা সেখানেই সফলতা🎲🧩||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12

in আমার বাংলা ব্লগ3 years ago
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন । আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে ব্যর্থতা সেখানেই সফলতাতো চলুন শুরু করা যাক

💔 যেখানে ব্যর্থতা সেখানেই সফলতা🤟

path-gcfbdeb77c_1920.jpg

Sourch



আমার কাছে মনে হয় ধৈর্য ধরে একটা বিষয়ের উপর লক্ষ্য রেখে কাজ করাই উত্তম।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে আমরা সবকিছু খুব সহজেই পেতে চাই কিন্তু কোন কাজ করতে হলে সেখানে সফলতা আছে ও ব্যর্থতা আছে। ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আমাদের কাছে ধরা দেয় কিন্তু আমরা অতি সহজে সফলতা পেতে চায়। আমরা যখন কোনো একটি কাজে প্রথম পর্যায়ে আসি। আমরা প্রথমেই সফলতা চাই। আমরা একবারই গাছের ডালে না ওঠে গাছের মাথায় উঠতে চাই এবং তখন মনে হয় যে সবাই ভালো কাজ করছে। আমি কেন পারছি না।

একটা জিনিস যদি মানুষ একটু ভাবে যে আমি যে অবস্থানে আছি। আমার থেকে অনেক মানুষ তার থেকেও অনেক খারাপ অবস্থানে আছে। যে যে অবস্থানে আছে সে অবস্থা তেই শুকরিয়া আদায় করা ভালো।

💔

বারবার পড়ে যাওয়াটা মানে কোন কিছুতে হেরে যাওয়া না। আসলে একটা কাজের প্রতি যদি আমরা ভালোবাসা নিয়ে বারবার করতে থাকে যদি ১০০ বার ও ব্যর্থ হয়ে যদি আমরা আমাদের মনোবল শক্ত রেখে সেটি করতে পারি ইনশাল্লাহ একদিন সফল হবে মানুষ।একটা কথা হচ্ছে কি আমরা যেটুকু পাচ্ছি কাজ করে অল্প হোক। আমরা যদি সেটি ধৈর্য ধরে করে যেতে পারি একদিন না একদিন তো আমরা অনেক পাবো। এই ধৈর্য ধরে রাখায় অনেক কষ্টকর কিন্তু অতিরিক্ত পাওয়ার চেয়ে অল্প অল্প করে আগানো উত্তম। একবার যদি মেলা পেয়ে যায় তাহলে আর কাজের প্রতি কোন ভালোবাসায় থাকবে না।সেই কাজের প্রতি গুরুত্ব কমে যাবে তখন আমাদের মনে হবে আমরা তো পেয়ে যাচ্ছি অতি সহজেই তাহলে আর কাজ করে কি করবো কিন্তু যে মানুষটা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে হাজার ব্যর্থতার পরও সংগ্রাম করে যাচ্ছে। সেই ব্যক্তিটি একদিন না একদিন সফল হবেই।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

fist-g6040dfc9b_1920.jpg

Sourch
ব্যর্থতার না থাকলে কোন মানুষও উপরে উঠতে পারে না।তার জীবনে যদি ব্যর্থতায় না থাকে সে ভাল কাজ করবে কিভাবে ভালো করে।যদি কোন জায়গায় আটকে যায় আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পায় যে আমার কোথায় দুর্বলতা আছে। আমি কোথায় ঠিক করব। আমি আবার আমার আগের অবস্থান ধরে রাখবো। একটা হৈ চৈ পড়ে যায় মানুষের মনে। তাই জীবনে ব্যর্থতার ও প্রয়োজন আছে। ব্যর্থতা থেকেই মানুষ সফলতার উচ্চতর পৌঁছায়।।

আমরা কিন্তু মানুষের সফলতার গল্প শুনতে চাই কিন্তু সফলতার পিছনে যে ব্যর্থতার গল্প আছে এগুলো শুনতে চায় না।একদম পিছে পড়ে যায় কারণ ব্যক্তিটি সফল।তাই হাজারো ব্যর্থতার পরে সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে।

pc-g8e46278cb_1920.jpg

Sourch



একটা মানুষ যদি কোনো কাজে ব্যর্থ না হয় তাহলে সে কোনভাবেই সে কাজের বস হতে পারে না। সবার জীবনেই গল্প আছে ব্যর্থতার এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগানো উত্তম বলে মনে করি। তাই কোন কিছুতে ধৈর্য হারা হলে হবে না। নিজের মনোবল শক্ত রেখে সামনের দিকে এগোতে হবে এবং ধৈর্য্য এমন একটি বিষয়। যা সত্যিই অর্জন করা খুবই কঠিন আবার এটি যদি ধরে রাখা যায় তাহলে সামনে ভালো কিছু অপেক্ষা করছে।

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

তাই শেষ কথা অল্পতেই ধৈর্য হারালে আমাদের কখনো চলবে না। আমরা যে কাজটা প্রতিদিন তো করছি। আমরা যদি সেটা ধরে রাখতে পারি। ইনশাল্লাহ আমরা আমাদের আগের অবস্থানে ফিরে যেতে পারবো। নিজের মনোবল শক্ত রেখে আসলে পরিশ্রম যদি একটা মানুষ করে সঠিকভাবে করে তার মূল্য একদিন না একদিন ঠিক পাবে। তাই আমাদের উচিত হাজারো ব্যর্থতা ভুলে গিয়ে আমাদের সফলতাকে বুকে টেনে নিতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। একদিন না একদিন আমরা ঠিকই পাবই পাব।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আজকের মতো এখানেই শেষ করছি। যেখানে ব্যর্থতা সেখানে সফলতা। কথাটি একদম সঠিক কারণ সফলতার পিছনে লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতার গল্প। আমাদের সঠিক ভাবে কাজ করে যেতে হবে এটাই প্রধান লক্ষ্য


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
ব্যর্থতা আমাদের প্রায় সবার জীবনেই আছে। ব্যর্থতা ছাড়া মানুষ সফলতার মজা বুঝে না। যেমনঃ কষ্ট ছাড়া সুখের মজা বুঝা যায় না তেমনি ব্যর্থতাই মূলত সফলতার দার উন্মোচন করে৷ আপনি অনেক ভালো লিখছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ভাল বলেছেন ভাইয়া।ধন্যবাদ

 3 years ago 

আসলে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সামনের দিকে আগানো উচিত।আর সেই গল্প গুলো সবার শুনাও উচিত।সুন্দর লিখেছেন আপনি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাচ্চারা পড়ে গিয়েই হাঁটতে শেখে সেইরকম মানুষের হেরে যাওয়ার মাঝে জিতার অনুপ্রেরণা ও শক্তি রয়েছে।তাই হেরে যাওয়াকে অস্ত্র করে সামনে এগিয়ে যাওয়া উচিত।সুন্দর ব্যাখ্যা করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাল ছিল আপু। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22