200 বছর প্রচলিত মেলাটির ভ্রমণ ও ফটোগ্রাফি||১০% @shy-fox এর জন্য বরাদ্দ

in আমার বাংলা ব্লগ2 years ago
আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আবারো আমি মেলায় ঘুরতে গেছিলাম।প্রতিবছর মার্চের 27 তারিখে মাহফিলের উদ্দেশ্যে মেলাটি বসে এবং মেলাটা সাতদিন থাকে বিশেষ করে মেলাটি বেশ জাঁকজমকপূর্ণ
আমি মানুষের মুখে শুনেছি 200 বছর আগেও চলত এই মেলাটি।আসলে খুবই জনপ্রিয় ছিল। অনেক এলাকা থেকে মানুষ আসতো এই মেলায় আসতে এবং আসলে মেলায় এতটাই জাঁকজমকপূর্ণ। মানুষে ভর্তি পা ফেলার জায়গা নাই কিন্তু আমি যখন দিনের বেলায় এখানে প্রবেশ করি আমি চিনতে পারি না কারণ বাড়ির মধ্যে রাত্রে কিছু দেখা যায় না।

IMG20220327203601.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
আসলে ওখানে ঢুকতেই দারুন হাতের কাজ দেখলাম। ছোট কাঠের তৈরি সোফা সেট। সত্যি মনে হচ্ছে বাস্তবের মতো কত সুন্দর। নিতে মন বললো। বেশ ভালই লাগলো।আসলে আমাদের কমিউনিটিতেও কাগজ দিয়ে এত সুন্দর সোফা সেট তৈরি করা হয়।সোফা সেট এর পাশাপাশি খাট ও দেখলাম

IMG20220327203610.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
আসলে এগুলো খুবই পারফেক্ট বাচ্চাদের জন্য খেলাধুলা করে এবং খুবই ভালো ছিল গুলো।দেখতেও বেশ অনেক সুন্দর লাগছে আসলে জাঁকজমকপূর্ণ অনেক জিনিস এসেছে।

IMG20220327201028.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
আসলে জীবন কি এতটাই সহজ যেমন আমরা ভাবি।ছবি টি ভিন্ন কথা বলছে। আসলে ওর তো এখনো স্কুলে পড়ার কথা। আসলেই বাস্তবতা যে কতটা কঠিন আসলে আমাদের মাথার ওপর বাবার ছায়া আছে এবং মধ্যবিত্ত তাই কিছুই মনে হয় না। আসলে একটা মানুষ কিভাবে সংগ্রাম করে দিনের পর দিন চলছে এটা সত্যি খুবই কষ্টকর।আমরা তাও সন্তুষ্ট না নিজের অবস্থান নিয়ে

IMG20220327202823.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped

ফুলকলি আমার কাছে বেশ ভালই লাগল এবং এই ফুলগুলি আমার বাংলা ব্লগের অনেক মানুষই তৈরি করে থাকে। দারুন দারুন কাগজ দিয়ে।এইবারের মেলায় ঘুরে বেশ আমিও মজা পেলাম। ভীষণ আনন্দ হল

IMG20220327201205.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
সবথেকে জাঁকজমকপূর্ণ দোলনা। মানুষ অনেক চড়ছে এবং চিল্লাচিল্লি করছে সত্যি মুহূর্ত অনেক সুন্দর ছিল। রাত্রে লাইটিং করা মনে হচ্ছে না যে রাত।

IMG20220327203001.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
এখানে মজার বিষয় হলো একদর সব যা নিবেন 120 টাকা। সবগুলো আসলে জিনিস গুলো বেশ চকচক করছিল এবং বেশ ভালো অনেকরকম জিনিস দেখতে পাচ্ছি।কিন্তু চকচক করলেই সোনা হয়না। ঝামেলা তো আছেই🤭

IMG20220327203449.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
আসলে এখানে অনেক রকমের সিনারি দেখলাম বেশ ভালো লাগল এবং বিভিন্ন বই ছিল এবং এগুলো বেশ চমৎকার লাগছিলো

IMG20220327205742.jpg

আসলে এগুলো পান এবং পান গুলো দেখতে অপরুপ সৌন্দর্য লাগছে। আসলে ডেকোরেশন টাই প্রধান। লোকটি অনেক সুন্দর করে আমাদের মাঝে পরিবেশন করেছেন এবং আমি ছবি তুলে নিলাম।

IMG20220327201042.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
যে ছবিটি আমাকে কাঁদালো।পৃথিবীর মানুষগুলোর কতটা অসহায়। এদের না দেখলে বোঝা যায় না। আসলে প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থানে সংগ্রাম করে যাচ্ছে। কারো কাছে 100 টাকায় বিলাসিতা কারো কাছে দিনে 100 টাকা অনেক স্বপ্ন।
আজকের মত এখানেই শেষ করলাম তারপর একটু খাওয়া-দাওয়া করে বাড়িতে চলে আসলাম।আজকের মত শেষ করলাম ফটোগ্রাফি আবারও আপনাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি ও অনূভুতি নিয়ে হাজির হব🥰

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট এর মাধ্যমে চমৎকার কিছু জিনিস দেখলাম, এত বছর ধরে প্রচলিত মেলাটি সম্পর্কে ধারণা পেলাম। বেশ ভালো লাগলো আপনার অনুভূতি গুলো। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনি মেলাটি সম্পর্কে ধারণা পেয়েছেন। জেনে আমার বেশ ভাল লাগল। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

200 বছর প্রচলিত মেলাটির ভ্রমণ ও ফটোগ্রাফি অনেক ভালো লাগলো ভাইয়া। ম্যালাকাইট দৃশ্যগুলো ছিল অসাধারন ভাইয়া দেখে খুব আনন্দ পেলাম। আমাদের এদিকে ও হতো‌ কিন্তু এখন বিলুপ্ত। কোথায় জানি হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে করণা ভাইরাসের কারণে অনেক মেলায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো এবং তার বর্ণনা অনেক সুন্দর হয়েছে। কালের পরিক্রমায় এখন সব বিলুপ্তির পথে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে মেলার ভেতরের ফটোগ্রাফি গুলো করেছেন। ছোট ছোট খেলনা সোফা সেট আমার কাছে ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কি সুন্দর করে সাজানো পান গুলো। অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেকদিন হয়ে গেল মেলা দেখি না। আমাদের পাশেই একটি অনেক বড় মেলা হতো কিন্তু আজ কয়েকবছর মেলাটি হয় না। আপনার মেলার মধ্যে ফটোগ্রাফী গুলো আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে পানের ছবিটা খুবই ভালো লেগেছে। মিষ্টি পান আমি খুবই পছন্দ করি। বিশেষ কোন জায়গায় গেলে মিষ্টি পান খেয়ে থাকি।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আসলেই মিষ্টি পান আমারও বেশ ভালো লাগে

 2 years ago 

২০০ বছর ধরে মেলাটি চলছে এটা সত্যি অবাক করা বিষয়। এবং বোঝাই যাচ্ছে মেলাটা ঐতিহ্যবাহী এবং জনপ্রিয়। মেলার ফটোগ্রাফি গুলো অনেক ভালো ছিল। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। বেশ সুন্দর ছিল আপনার উপস্থাপনা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনি চমৎকার মন্তব্য করতে পারেন ভাইয়া । ভালোবাসা রইলো আপনার জন্য

 2 years ago 

200 বছর পুরাতন মেলায় ঘোরাঘুরি কাহিনী পড়ে খুবই ভালো লাগলো। মেলার কিছু সুন্দর সুন্দর জিনিসের ফটোগ্রাফি করেছেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে।। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার ভালোলাগাই আমার ভালোলাগা ভাইয়া ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

200 বছর যে মেলা প্রচলিত আছে সেই মেলায় গেলে আসলে খুব ভালোই লাগবে। কেননা এরকম মেলায় গেলে অনেক বেশি ভালো লাগে। আপনার এই মেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার কাছে সোফাসেট ও খাট এই দুটো জিনিস অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দারুন মন্তব্যের জন্য। ভালো লাগলো মন্তব্যটি পড়ে

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কারো কাছে ১০০ টাকা কোন টাকাই না, আবার কারো কাছে ১০০ টাকাই সারাদিনের সম্বল। আপনার মেলার ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম মেলায় খুব যেতাম। খুব সুন্দর করে মেলার কিছু ফটোগ্রাফি আপনি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আপু বাস্তবতা এটাই আমরা বুঝতে পারি না জীবনের মানেটা আজ ও যখন মাথার উপর থেকে বাবা নামক ছায়া টা হেটে যাবে তখনই বোঝা যাবে 100 টাকার কত মূল্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার ভ্রমণ কাহিনী ও ফটোগ্রাফি গুলো দেখে অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনাগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল ভাই

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল ভাইয়া ভালোবাসা রইলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57668.08
ETH 2381.55
USDT 1.00
SBD 2.42