রোমান্টিক রাত এর দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #75

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



অনেক দিন পর ল্যান্ডস্কেপ আর্ট এ ব্যাক করলাম। ভুলতে বসে ছিলাম প্রায়। তাই আবার করলাম। প্র্যাক্টিস ও হলো একটি পোস্ট ও হলো। আজকের আর্ট এর কনসেপ্ট ইন্টার্নেট এর একটি ছবি থেকে নিয়েছি। যারা আমার পোস্ট পড়েন তাদের কাছে অনুরোধ ছবির বিষয় নিয়ে দরকার হলে ১ লাইন লিখুন। দক্ষতা আছে, ধাপে ধাপে এঁকেছি বা উপস্থাপনা সুন্দর এগুলা একটু আজকে কম কইরেন। জাস্ট ছবিটা সম্পর্কে ১ লাইন বলবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।


moon grafphy.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলি। তারপর পেন টুল দিয়ে মাঝের দিকে একটি গ্রাউন্ড এর অংশ আঁকি। বোঝা যাবে এটি শূন্যে ভাসছে।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার লিগাসি ব্রাশ টুল থেকে ঘাস এর ব্রাশ সিলেক্ট করে ঘাস এঁকে দেই উক্ত যায়গায়।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার নতুন একটি লেয়ার খুলে সেটিতে গাছ এঁকে দেই। আর নিছে কিছু ছোট ছোট ঝোপ এর মতন এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার ইলিপ্টিকাল মারকিউ টুল দিয়ে একটি বড় চাঁদ এঁকে দেই। যেটি গাছের পেছনে অবস্থান করছে।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার চাঁদের লেয়ার টি কপি করে সেই লেয়ার এ গোজিয়ান ব্লার ইফেক্ট যুক্ত করি। এতে চাঁদ এর গ্লো তৈরি হবে।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে একটি কাপল হেঁটে যাচ্ছে এমন একটি ছবি আর্ট করে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার এবার লিগাসি হার্ড রাউন্ড ব্রাশ টুল দিয়ে আকাশে তারা এঁকে দেই ছোট ছোট।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার নিচের দিকে ডান কোণায় আমার নাম যুক্ত করি। বেস আমার ড্রইন সম্পন্ন হয়েছে।

images (17).jpeg

final art.png

moon grafphy.png

রোমান্টিক রাতের দৃশ্য।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago (edited)

ভাইয়া আপনি তো এক ঢিলে দুই পাখি মেরে দিলেন। পোস্ট করে ফেললেন আবার প্রাক্টিসও হয়ে গেল। আপনার রোমান্টিক রাতেরদৃশ্যটি খুব সুন্দর হয়েছে। দৃশ্যটিতে যে দুজনকে দেখা যাচ্ছে সেই দুজনের একজন কি আপনি নাকি? চাঁদের মাঝে গাছটিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া তাঁরাগুলোর কারণে আর্টটি আরও বেশি আকর্ষণীয় হয়েছে।
আর আপনার কথা রেখেছি। আপনি যেগুলো করতে না করেছিলেন সেই রকম কমেন্ট করিনি। আশা করি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সসম্পূর্ণ পোস্ট পড়ার জন্য। এর জন্যই এমন বলেছি। আবারো ধন্যবাদ।

 2 years ago 

আপনার করা রোমান্টিক রাতের দৃশ্য অংকন এটি দেখে আমার ভীষণ ভালো লাগলো। দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। সত্যি দারুন ছিল

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই তো আমার সার্থকতা ভাই। ভালো লাগে খুব।

 2 years ago 

আমি তো সব ভুলেই গেছি। কেমনে যে কি করব। যাই হোক আপনি খুব চমৎকার করে রোমান্টিক রাতের দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন। প্রতিটা ধাপ খুব সুন্দর করে রেখেছেন ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আবার শুরু করেন। শিখতে পারেন। কয়দিন প্র্যাকটিস করলেই পারবেন।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। একটি রোমান্টিক দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সম্পূর্ণ চিত্র টি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। চিত্রটির নিখুঁতভাবে এঁকেছেন অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

চেস্টা করেছি আপু সম্পূর্ণ চিত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ননা করতে।

 2 years ago (edited)

কোন ছবি কনসেপ্ট তারা জানতে ইচ্ছে করছে ভাইয়া।

যাইহোক আপনার ডিজিটাল আর্ট এর প্রশংসা করতে হয়। আমার কাছে বেশ ভালই লেগেছে আপনার এই ডিজিটাল আর্টটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর আর্টটি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কোনটা যে নিয়েছি খেয়াল নাই। তবে এমন টাইপের একটি ছবি ছিলো।

 2 years ago 

রোমান্টিক রাত এর দৃশ্য চিত্র অঙ্কন চমৎকার হয়েছে। ডিজিটাল অঙ্কন অংকন কাছে আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু। খুব সুন্দর করেই কমেন্ট করেছেন।

 2 years ago 

আপনার অসাধারণ ডিজিটাল আর্ট দেখে ভীষণ ভালো লেগেছে। শুরু থেকে আপনাকে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। আপনার ডিজিটাল আর্ট গুলো আমার খুবই ভালো লাগে । শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আপনাদের এমন মন্তব্য না পেলে এসব কিছুই সম্ভব ছিলো না।

 2 years ago 

আপনি খুব চমৎকার করে রোমান্টিক রাতের দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। ডিজিটাল আর্ট এর প্রত্যেকটা অংশ অত্যন্ত নিখুত ভাবে সম্পন্ন করা হয়। যে কারণ আর্ট গুলোর সৌন্দর্য দারুন ভাবে ফুটে ওঠে। রোমান্টিক রাতের দৃশ্যটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর এক মন্তব্য করার জন্য। ভালো লাগলো অনেক আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

অসাধারন একটি রোমান্টিক রাতের দৃশ্য অংকন করেছেন আপনি খুবই সুন্দর হয়েছে এবং গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

হুম ভাই গুছিয়ে না উপস্থাপনা না করলে পোস্ট খুব একটা সুন্দর হয়না।

 2 years ago 

ব্যাকগ্রাউন্ড এড করাতেই আর্টের চিত্রটাই বদলে গেল। খুব সুন্দর হয়েছে ভাইয়া আর্টটি। রোমান্টিক মুহূর্ত ছিল রাতের বেলার। প্র্যাকটিস না করলে আসলেই ভুলে যায় যেকোন কিছু। এজন্য প্র্যাকটিস করতে হয়।

 2 years ago 

হ্যা ভাইয়া এসব চিত্রের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এর উপর অনেক কিছু নির্ভর করে । ভালো লাগে অনেক।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61399.54
ETH 3383.74
USDT 1.00
SBD 2.50