একটি উজ্জ্বল নকশা অঙ্কন || ডিজিটাল আর্ট #74
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ ভার্সিটিতে গিয়েছিলাম। জ্যাম আর ক্লাস মিলে দিন শেষ। তাই এতো রাতে পোস্ট করা আজকে। তো যাই হোক। কাজ করতে হবে। পোস্ট করতে হবে। ভাবলাম একটা ম্যান্ডেলা বানিয়ে ফেলি। তো চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০ পিক্সেল।
প্রথমে আমি আমার নেওয়া পেজটিকে সমান ৬ ভাগে ভাগ করে দাগ কেটে নেই। এর ভিতর ব্রাশ টুল দিয়ে ম্যান্ডেলা আর্ট করবো।
এবার আমি লিগাসি ব্রাশ টুল থেকে হার্ড রাউন্ড ব্রাশ টুল ব্যবহার করে ৫ পিক্সেল সাইজ সিলেক্ট করি। তারপর পেজ এর মাঝ বরাবর থেকে আমার ডিজাইন অঙ্কন শুরু করি।
একই ভাবে আরো বিভিন্ন রকম এর কিছু আলপনা যুক্ত করি আমার ম্যান্ডেলাতে। মাঝেও কিছু ডিজাইন যুক্ত করি।
ব্রাশ টুল দিয়ে আরো কিছু অঙ্কন যুক্ত করি।
ধীরে ধীরে বাইরের দিকে ডিজাইন আরো বড় করতে থাকি। এভাবে এটি ম্যান্ডেলার মতন হতে থাকে।
এবার আমি আরো কিছু ডিজাইন যুক্ত করে আমার ড্রইং সম্পন্ন করি।
এবার আমি পেইন্ট বাকেট টুল দিয়ে রঙ করা শুরু করি। প্রথমে মাঝের অংশ গুলো রঙ করি।
ম্যান্ডেলার কিছু অংশ বাকি রেখে বাকি সব অংশের রং করা শেষ করি। ফাকা যায়গা গুলো ব্যাকগ্রাউন্ড এর কালার থেকে ভরাট হবে ।
এবার ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। তারপর আমার নকশার গ্লো তৈরি করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
সুন্দর একটি নকশা তৈরি করেছেন ভাই ডিজিটাল চিত্রের মাধ্যমে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার ডিজিটাল চিত্রগুলো বরাবরে আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে উপস্থাপনা করেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুম ভাইয়া৷ আমি বরাবরই আপনার মূল্যবান মতামত পেয়ে থাকি আমার পোস্ট এ।
ভাইয়া কয়েকদিন যাবত অনেক সুন্দর সুন্দর ম্যান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করতেছেন, আপনার আর্ট গুলো সব সময় আমার খুবই ভালো লাগে, এভাবেই সামনে এগিয়ে চলুন ভাইয়া, আমরা আপনার সাথেই রয়েছি।
আসলে ম্যান্ডেলা ডিজাইন করতে খুবই ভালো লাগে আমার। তাই কয়দিন ম্যান্ডেলা ডিজাইন করছি আপনাদের জন্য
আপনার উজ্জ্বল নকশাটি অনেক চমৎকার হয়েছে। ম্যান্ডেলা আর্ট এর একটি ছোয়া আছে। অনেক কালারফুল লাগছে। অসাধারন এই নকশাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
ম্যান্ডেলাই বলা চলে আরকি। নকশাখচিত ম্যান্ডেলা।
বাহ্ ভাইয়া উজ্জ্বল নকশাটি তো বেশ চমৎকার দেখাচ্ছে। অনেক সুন্দর ভাবে নকশাটি ডিজিটাল আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য। প্রতিবার এমনি সুন্দর কাজের অপেক্ষায় থাকবো।
জ্বি আপু একটু সুন্দর ভাবেই করার চেস্টা ছিলো আমার আরকি।৷ সব সময় এমন টা ট্রাই করি।
আপনি খুবই সুন্দর একটি একটি উজ্জ্বল নকশা অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে। কালারটি আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
হুম ভাই। মাঝের থেকে ধিরে ধিরে কালার করে গেছি মন মতন।
আইডিয়াটা কিন্তু দারুণ ছিল পিছনের লাইট ইফেক্ট এর কারণে ম্যান্ডেলা অনেক বেশি সুন্দর লাগছে।
হ্যা বন্ধু অনেকে ভাবে এই নকশা আকা সোজা। তাই আরো একটু কষ্ট করলাম।
ডিজিটাল উজ্জ্বল নক্ষত্র ভালো হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও আমার পোস্ট ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভার্সিটি লাইফ খুবই বিজিময় তাহলে ভাই। যায়হোক, সুন্দর হয়েছে কিন্তু ম্যান্ডালা আর্টটি। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন। কালার করাতে আরও বেশি ফুটে উঠেছে।
হু ভাই। আসলে জ্যাম এর কারনে সমস্যা টা হয়।৷ ৩-৪ ঘন্টা সময় জ্যাম এ লস হয়।
বিভিন্ন ধরনের কালার মিশ্রিত অসাধারণ একটি উজ্জ্বল নকশার ডিজিটাল আর্ট করেছেন ভাইয়া।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে ও এত নিখুত ভাবে এতো সুন্দর একটি নকশার ডিজিটাল আর্ট করে আমাদের মাঝে অবস্থান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফটোশপ দিয়ে করাতে একটু নিখুত হয় বেশি আরকি।
আপনি খুবই চমৎকার একটি উজ্জ্বল নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার অঙ্কিত এই উজ্জ্বল নকশা দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। কালার কম্বিনেশন অসাধারণ ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
হুম উজ্জ্বল করেছি যেনো নকশার সৌন্দির্য আরো বৃদ্ধি পায়।