ডিস্কোর্ড এনিমেশন থেকে প্রিয় লাজুক খ্যাঁক এর আরো একটি চিত্র অঙ্কন || ডিজিটাল আর্ট #64

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। আজকের আর্ট এর এই কনসেপ্ট ইউটিউব থেকে নেওয়া। সেখানে আর্ট করা সিখিয়েছে হাতে। আমি সেটাকে ডিজিটাল আর্ট করে রঙ করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।


shy fo xo.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলি। তারপর স্ক্রিন শট নেওয়া লাজুক খ্যাঁক এর এনিমেশন ফাইলটি ইম্পোর্ট করি। সেটির উপর পেন টুল দিয়ে লাজুক খ্যাঁক এর পুরো শরীর এঁকে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার লাজুক খ্যাঁক এর চোখ ও নাক এর অংশ এঁকে ফেলি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার লাজুক খ্যাঁক এর পা গুলো এঁকে ফেলি। উপরের পা নিচের পা সব গুলোই এঁকে ফেলি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার আমি পেনটুল ব্যবহার করে লাজুক খ্যাঁক এর লেজ এঁকে ফেলি। লেজ আঁকতেই বেশি ভালো লেগেছে আমার কাছে।


অঙ্কনের ধাপ-৬

6.png
এখন লাজুক খ্যাঁক এর ড্রইং সম্পন্ন করলাম।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার পেইন্ট বাকেট টুল ব্যবহার করে লাজুক খ্যাঁক এর সম্পূর্ণ অংশ রঙ করে ফেলি।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার ব্লাইন্ডিং অপশন থেকে একটু শ্যাডো ইফেক্ট যুক্ত করার চেস্টা করি।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার লাজুক খ্যাঁক এর ব্যাকগ্রাউন্ড এ বৃত্ত আঁকি। তার ভিতর গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। তারপর Shy-Fox লেখা যুক্ত করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার ব্যাকগ্রাউন্ড এ আরো একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। শেষে আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি৷

images (17).jpeg

final art.png

shy fo xo.png

আমাদের প্রিয় লাজুক খ্যাঁক।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

ডিস্কোর্ড এনিমেশন থেকে প্রিয় লাজুক খ্যাঁক এর ডিজিটাল চিত্র অংকন অসাধারণ হয়েছে। আসলে আপনার দক্ষতার প্রশংসা করতে হয় ।এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওই যে ভাই লাজুক খ্যাঁক তো আমাদের অনেক প্রিয় তাই লাজুক খ্যাঁক এর অঙ্কন অনেক সুন্দর হয়।

 2 years ago 

আমরা সকলেই লাজুক খ্যাঁক এর ভক্ত। বন্ধু তুমি চমৎকারভাবে আজকে নতুন ভাবে আরেকটি ডিজিটাল চিত্র অংকন করেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

হ্যা বন্ধু লাজুক খ্যাঁক আমাদের অনেক প্রিয়। তাই যতই আঁকি ততই আঁকতে মন চায়। উই লাভ লাজুক খ্যাঁক।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

thank you so much brother.

 2 years ago 

প্রিয় লাজুক খ্যাঁক এর একটি চিত্র অঙ্কন চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আসলে লাজুক খ্যাঁক আমাদের খুবই প্রিয় তাই অঙ্কন ও চমৎকার হয়।

 2 years ago 

বাহ চমৎকার। ডিসকোর্ড এনিমেশনের লাজুক খ‍্যাকের ডিজিটাল আর্ট টা অনেক সুন্দর হয়েছে। আপনার ডিজিটাল আর্ট বরাবরই অনেক সুন্দর হয় আজকের টাও খুব ভালো ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আজকের আর্ট লাজুক খ্যাঁক ছিলো তাই বেশি সুন্দর হয়েছে মনে হয়।

 2 years ago 

এই সাই ফক্সটিকে আমি অনেক আগে একবার পেন্সিল দিয়ে এঁকেছিলাম। আপনি আজকে এর ডিজিটাল আর্ট করেছেন দেখে খুবই ভাল লাগল। একেবারে মনে হচ্ছে যে ডিস্কোর্ড এর সাইফক্সটিকে উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দিয়েছেন। খুব চমৎকারভাবে আপনি আর্টটি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হুম আপু। যতটা সম্ভব স্মুথ করার চেস্টা করেছি।

 2 years ago 

আপনি খুবই চমৎকার একটি ডিজিটাল আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার এই ডিজিটাল আর্ট। আপনি ভীষণ ই দক্ষতার সাথে এই ডিজিটাল আট অঙ্কন করেছেন। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আপু সব সময় চেস্টা থাকে একটু সুন্দর করে কিছু তৈরি করার। এতে আমার নিজের ও ভালো লাগে অনেক।

 2 years ago 

ডিসকভার আমরা প্রায়ই এই স্টিকার দিয়ে থাকি আর আপনি তারই ধারাবাহিকতায় সেই লাজুক খ্যাকের ডিজিটাল অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার কাজের দক্ষতার প্রমাণ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যা ভাইয়া ডিস্কোর্ড এ প্রায়ই আমাদের এই লাজুক খ্যাঁক এর স্টিকার দেওয়া হয়।

 2 years ago 

সত্যি বলতে লাজুক কেক আমাদের সবার এখন এত বেশি পছন্দ। তাই ওনার যেকোনো ধরনের চিত্রাংকন গুলো অনেক বেশি ভালো লাগে। এমনিতেই আপনি ডিজিটাল আর্ট গুলো খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন। কিন্তু আজকের টা একটু বেশিই স্পেশাল ছিল। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যা আপু এটা একদম ঠিক বলেছেন লাজুক খ্যাঁক আমাদের অনেক বেশি পছন্দ তাই তার যেকেনো অঙ্কনই আমাদের পছন্দ হয় খুব।

 2 years ago 

লজুক খ্যাকের আর্ট টা বেশ ভালো লেগেছে। আসলে আমার বাংলা ব্লগে লাজুক খ্যাকের আর্ট সবথেকে বেশি ভালো লাগে। আপনি দেখলাম খুব সুন্দর ভাবে অংকন করলেন। এমনকি কালার কম্বিনেশন টাও বেশ ভালো দিয়েছেন ‌ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হুম লাজুক খ্যাঁক আমাদের অনেক ভাবে সাহায্য করে থাকে তাই অনেক হেল্প হয়। আর লাজুক খ্যাঁক এর চিত্র গুলো এর জন্য অনেক ভালো লাগে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.026
BTC 58216.02
ETH 2614.69
USDT 1.00
SBD 2.45