ডিস্কোর্ড এনিমেশন এর সেই লাজুক খ্যাঁক অঙ্কন || ডিজিটাল আর্ট #59

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। এটি আপনারা আমার বাংলা ব্লগ এর ডিস্কোর্ড সার্ভার এ এনিমেশন আকারে দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে আপনাদের।


fox.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলে সেটির উপর পেন টুল দিয়ে লাজুক খ্যাঁক এর মাথার অংশ আঁকি ।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার এলিপ্টিকাল মারকিউ টুল ব্যবহার করে নাক ও চোখ এঁকে দেই লাজুক খ্যাঁক এর।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার আবার পেন টুল এর মাধ্যমে কান এঁকে দেই লাজুক খ্যাঁক এর।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার লাজুক খ্যাঁক এর গালে লাল দাগ যুক্ত করি যেনো মনে হয় সে সত্যি লাজুক।


অঙ্কনের ধাপ-৬

6.png
এখন পেনটুল দিয়ে শরীর ও পায়ের অংশ এঁকে ফেলি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার লাজুক খ্যাঁক এর হাত এঁকে ফেলি পেন টুল এর মাধ্যমে।


অঙ্কনের ধাপ-৮

|
8.png

এবার লাজুক মশাই এর লেজ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে রঙ করা শুরু করলাম।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার সম্পূর্ণ লাজুক খ্যাঁক এর রং করা শেষ করি। তারপর একটি বৃত্ত এঁকে তার ভিতর গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। তারপর ব্যাকগ্রাউন্ড এ আরো একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। শেষে আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি৷

images (17).jpeg

final art.png

fox.png

লাজুক খ্যাঁক।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

আপনার লাজুক খ্যাঁক এর ডিজিটাল আর্ট দেখে খুব ভালো লাগলো। সত্যি আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে লাজুক খ্যাঁক এর আর্ট সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এতো অসাধারণ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যা ভাই সুন্দর উপস্থাপনার মাধ্যমেই একটি পোস্ট এর সব গুনাগুন নির্ভর করে।

 2 years ago 

নিখুত কাজ করেছেন ভাই একদম সেইম টু সেইম হয়েছে।খুব দক্ষতার সাথে কাজটি সম্পূর্ণ করেছেন আপনি ভাই ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা ভাই সেইম টুম তেমন পারিনি কারণ এনিমেশন দেখে আর্ট টা করতে হয়েছে। তবে আমি সব টা দিয়ে ট্রাই করেছি।

 2 years ago 

ডিস্কোর্ড এনিমেশন এর সেই লাজুক খ্যাঁক অঙ্কন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনাদের মুগ্ধতাই আমার জন্য অনুপ্রেরণা ভালো কিছু করার।

 2 years ago 

আপনি অনেক সুন্দর লাজুক খ্যাকের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ডিজিটাল আর্ট টি দেখতে একদম লাজুক খ্যাকের মতো লাগছে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার তৈরি আর্ট দেখে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যা আপু। আমাদের ডিস্কোর্ড এ আছে এই লাজুক খ্যাঁক টি।

 2 years ago 

ভাই আপনি অসাধারণ আর্ট করেন। আপনার এই আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে লাজুক খ্যাঁকের ছবি দেখলেই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

হ্যা ভাই লাজুক খ্যাঁক আমাদের অনেক সাহায্য করে তাই ভালো লাগে অনেক ওর ছবি আঁকতে।

 2 years ago 

বেবি চালাক শিয়ালের খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে আসলে বারবারই আপনার আর্ট গুলা দেখে আমি মুগ্ধ হয়ে যাই আজও তার ব্যতিক্রম নয় সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল

 2 years ago 

আপনাদের এমন মন্তব্যই আমাকে সুন্দর কিছু করতে অনুপ্রেরণা যোগায়।

 2 years ago 

ডিস্কোর্ড এনিমেশন এর সেই লাজুক খ্যাঁক অঙ্কন দারুন হয়েছে। অনেকদিন হলো আমিও পেন্সিল দিয়ে অংকন করার চেষ্টা করেছিলাম। আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

হুম আপনার আর্ট দেখেছিলাম মনে হয়। সুন্দর একেছিলেন।

 2 years ago 

দারুন মজা পেয়েছি ।তবে discord এর মত যদি এটিও নড়ত তাহলে ব্যাপারটি জমে যেত।যাইহোক সুন্দর হয়েছে আপনার আর্ট।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ও অনেক কষ্টের কাজ ভাই। করা যাবে। তবে আমার ১ দিন লেগে যাবে ওটা সাজাতে।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ডিজিটাল আর্ট একেবারে আমাদের প্রিয় লাজুক খ্যাকের মতই হয়েছে। শুধু লাজুক খ্যাক যদি একটু মাথাটা দুলাত তাহলে তো একেবারেই আসল লাজুক খ্যাক হতো। খুবই চমৎকার তুলে ধরেছেন ভাইয়া দারুন হয়েছে।

 2 years ago 

ডিস্কোর্ড এ এনিমেশন এর মত মাথা দুলালে সেই হতো। কিন্তু ফটোশপ দিয়ে ওটা করা কষ্টের কাজ অনেক।

 2 years ago 

স্টিমিটে ডুবে নোটিফিকেশনে যখন এমন একটি ছবি দেখি তখন খুবই ভালো লাগে, কথাটি এই জন্যই বললাম কারণ লাজুক খাঁক একাউন্টের প্রোফাইল পিক এরকমই, এছাড়াও ডিস্কোর্ড এর লাজুক খ্যাঁক এর মতই শুধু ডিস্কোর্ডে একটু নড়াচড়া করে আর এটি নড়ে না, যাই হোক ভাইয়া অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

হ্যা ভাই। সেটি এনিমেশন। আর এটি স্টিল পিকচার। এই আরকি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 63715.95
ETH 2946.35
USDT 1.00
SBD 3.55