মা দিবস উপলক্ষ্যে ডিজিটাল শুভেচ্ছা কার্ড অঙ্কন || ডিজিটাল আর্ট #58

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



পৃথিবীর সকল মা দের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজ মা দিবস। তাই ভাবলাম মা দের জন্য কিছু করি। যেহেতু ডিজিটাল আর্ট পারি। সেহেতু নেট থেকে একটি ছবির রেফারেন্স নিয়ে তৈরি করে ফেললাম মায়েদের জন্য শুভেচ্ছা কার্ড। তো কথা না বড় করে চলুন শুরু করি।


mother wish.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

|
1.png


প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলে সেটির উপর লেসো টুল দিয়ে পাখির ডানা এঁকে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
একই ভাবে আরো একটি ছোট ডানা এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার পেন টুল দিয়ে লেজ এর ডিজাইন করে ফেলি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার পাখিটির চোখ ও ঠোট অঙ্কন করি।


অঙ্কনের ধাপ-৬

6.png
এখন পাখিটির পেট এ একটু ডিজাইন করি এবং এর পা এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার আমি বড় পাখিটির উপর আরো একটি ছোট পাখি আঁকি।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার নিচে আরো দুইটি বাচ্চা পাখি আঁকি। বড় পাখিটি ছোট পাখি গুলোর মা। তারপর উপরে মা দিবস এর টেক্সট যুক্ত করি। তারপর কিছু লাভ ডুডলস যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার পেইন্ট বাকেট টুল দিয়ে পাখি ও লাভ ডুডলস গুলো রঙ করে ফেললাম।


অঙ্কনের ধাপ-১০

10.png
এবার ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি৷

images (17).jpeg

final art.png

mother wish.png

শুভেচ্ছা কার্ড।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

মা দিবস উপলক্ষে ডিজিটাল আর্ট অসাধারণ হয়েছে 👌
সত্যিই চমৎকার ফুটিয়ে তুলেছেন কার্ডটি।
মা দিবসের ভালো একটি উপহার এটি বলা যায়।
শুভ কামনা রইল ভাই 🤗

 2 years ago 

হ্যা ভাই ছোট্ট একটি চেস্টা মায়েদের জন্য।

 2 years ago 

মা দিবস উপলক্ষে আপনি খুব চমৎকার করে ডিজিটাল শুভেচ্ছা কার্ড অঙ্কন করেছেন। আমরা আমাদের পরিবেশ চারপাশে সবসময় এই দৃশ্যটা লক্ষ্য করি একটি বাচ্চা ওয়ালা মুরগি কি পরিমান সীমাহীন ভালোবাসাই তার বাচ্চাগুলোকে আগলে রাখে। আপনার শুভেচ্ছা কার্ডে আপনি সেই দৃশ্যটি তুলে ধরেছেন। আসলে আমাদের মায়ের ভালোবাসা কখনো কোন কিছু সঙ্গে তুলনা করা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যা ভাই বৃষ্টির দিনে দেখা যায় মা তার পাখনার ভিতর বাচ্চাদের আগলে রাখে।

 2 years ago 

মা দিবস উপলক্ষে খুবই চমৎকার একটি ডিজিটাল আর্ট তৈরি করেছেন ভাই। মা পাখিটার সাথে বাচ্চাগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। আসলে মা এমন একটি মূল্যবান সম্পদ যা বলে বোঝানো সম্ভব না। তবে ছবিতে বাচ্চা আর মায়ের খুব সুন্দর ভালোবাসাময় মুহুর্ত ফুটিয়ে তুলেছেন আপনি।

 2 years ago 

ঠিক ভাই মা আমাদের অনেক মূল্যবান সম্পদ।

 2 years ago 

মা দিবস উপলক্ষে ডিজিটাল শুভেচ্ছা কার্ড অংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। পাখিগুলো যেমন তার ছানাদের কে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখে, পরম মমতায় অাদরে পরিপূর্ণ করে রাখে। ঠিক তেমনি আমাদের মা আমাদেরকেউ ভালবাসার মায়া ও মমতায় জড়িয়ে রাখে। প্রতিটি সন্তানের জীবনে মায়ের ভালোবাসা ও মমতা না থাকলে তার জীবন পরিপূর্ণতা লাভ করতে পারে না। আর তাই মা দিবস উপলক্ষে প্রতিটি মায়ের জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আমাদের মা আমাদেরকে ভালবাসার মায়া ও মমতায় জড়িয়ে রাখে।

 2 years ago 

মা দিবস উপলক্ষে ডিজিটাল কার্ডের শুভেচ্ছা দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। প্রতিটি সন্তানের জীবনে মায়ের ভালোবাসা ও স্নেহ অনেক প্রয়োজন। আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল পাখির চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তাই আজ মা দিবস উপলক্ষে প্রতিটি মায়ের প্রতি স্নেহ ও ভালোবাসা রইল। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ডিজিটাল আর্ট তুলে ধরার জন্য ।

 2 years ago 

হুম মায়েদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে।

 2 years ago 

সত্যি বলতে কি আজকে যে মা দিবস ছিল এটা আমার স্মরণ ছিল না। আপনার ডিজিটাল আর এর মধ্য দিয়ে আমি মা দিবসের সম্পর্কে অবগত হতে পেরেছি। অবশ্য ক্লাসে বোর্ডে আজকে আট তারিখ সেটাও লিখেছিলাম কিন্তু এদিকে আর স্মরণ ছিল না। যাই হোক ধন্যবাদ ভাই খুব ভাল লেগেছে আপনার ডিজিটাল আর্ট।

 2 years ago 

বেপার না। মায়েদের ভালোবাসার জন্য কোনো দিবস লাগেনা। বছরের প্রতিটি দিনই মা দিবস আমার কাছে।

 2 years ago 

প্রথমেই মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা রইলো। আপনি খুব সুন্দর করে ডিজিটাল কার্ড তৈরি করেছেন।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

হ্যা আপু। সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানাই।

 2 years ago 

প্রতিনিয়ত দারুন দারুন ডিজিটাল আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করেন। আর আমার কাছে তো সব সময় ভাল লাগলে আপনার ডিজিটাল আর্টের কনসেপ্ট ।বিভিন্ন বিষয়কে সামনে রেখে আপনি এগুলো তুলে ধরেন। ধন্যবাদ ভাইয়া ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

সাম্প্রতিক জিনিশ গুলো নিয়ে কিছু করতে ভালোই লাগে আমার।

 2 years ago 

খুব সুন্দর একটা ডিজিটাল আর্ট করেছেন আপনি মা দিবস কে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে এই পোস্ট টি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মা দিবস উপলক্ষে ডিজিটাল শুভেচ্ছা কার্ড অঙ্কন অসাধারণ হয়েছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাই মায়েদের সম্মানে একটু কিছু করার চেস্টা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62959.39
ETH 2453.52
USDT 1.00
SBD 2.62