রাতের একটি ভয়ানক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #52
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট।দেখতে দেখতে ৫০ এর বেশি ডিজিটাল আর্ট পার করে ফেললাম। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
- অরিনিক প্লাগিন।
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X1124 পিক্সেল।
এরপর আমি নতুন একটি লেয়ার খুলে সেটার উপর পেন টুল দিয়ে আমার দৃশ্যের মাটির অংশ এঁকে ফেলি।
এবার নতুন একটি লেয়ার খুলে সেই লেয়ার এ লিগাসি ব্রাশ টুল এর মাধ্যমে কিছু ঘাস এঁকে দেই।
এবার আমি ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার তৈরি করি। তারপর আমার থিম অনুযায়ী রঙ সিলেক্ট করি।
এবার কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে কিছু মরা গাছ পালা এঁকে দেই।
এবার এলিপ্টিকাল মারকিউ টুল দিয়ে বড় একটি চাঁদ এঁকে দেই।
এবার আমি কিছু বাদুর এঁকে দিলাম একটু ভয়ানক করার জন্য।
এবার একটি বিড়াল এঁকে দেই যেটি চাঁদ এর দিকে তাকিয়ে আছে।
এবার অরিনিক প্লাগিন ব্যবহার করে চাঁদের গ্লো তৈরি করি। তারপর আকাশে কিছু তারা এঁকে দেই।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
রাতের একটি ভয়ানক দৃশ্য অংকন জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি এত গুলো ডিজিটাল আর্ট করেছেন শুনে সত্যি অবাক হলাম ভাইয়া। আপনার প্রতিটি আর্ট দেখার সৌভাগ্য আমার হয়নি তবে কয়েকটি ডিজিটাল দেখেছি। যেগুলো দেখেছি এগুলো দেখার মতো ছিল ভাইয়া।
সমস্যা নাই আপু। যে কয়টি আর্ট এ দেখে থাকুন না কেনো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
মাশাল্লাহ অনেকটা পথ পারি দিয়েছেন বলা যায়। এভাবেই সফলতার হাত ধরে এগিয়ে যান এই কামনা করি। আপনার রাতের ভয়ংকর দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। চমৎকার ভাবে সব উপস্থাপন করেছেন আপনি।
হ্যা ভাই আপনাদের সাথে নিয়েই দীর্ঘ এই পথ চলা। দোয়া করবেন সব সময়।
পঞ্চাশটা ডিজিটাল আর্ট করে ফেলেছেন সত্যি অবাক হয়েছি শুনে। আপনার ডিজিটাল আর্টগুলো ভালই হয় ।আজকের ভয়ঙ্কর রাতের পেইন্টিংটি সত্যিই ভয়ানক হয়েছে ।বিড়ালটা একেবারে ভয়ঙ্কর ভাবেই বসে আছে দেখে ভয়ই লাগছে।
হ্যা আপু । করতে করতে ৫০ টার বেশি আর্ট করে ফেললাম।
আপনি দেখতে দেখতে এতগুলো ডিজিটাল আর্ট করে ফেললেন সত্যি অনেক ভালো লাগলো দেখে। অনেকদিন পর্যন্ত এই জার্নি চালিয়ে যাচ্ছেন। এটাই তো আমাদের জন্য প্রয়োজন। দেখতে দেখতে আপনার সবগুলো আর্ট এর ফ্যান হয়ে গেছি। আজকের টা তো একদম চমৎকার লাগলো।
আপনাদের দোয়াতেই ধীরে ধীরে এই পথ পার করে এগিয়ে আসা।
আর্টটি দেখে আসলে একটু ভয়ঙ্কর প্রকৃতির কথা মনে পড়ে গেল। নিঝুম রাত্রি, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আকাশে উড়ছে ভাদুর, এক কোণে বসে আছে বিড়াল বা খেকশিয়াল বিষয়টি ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে গেল। যাইহোক অসাধারণ একটি আর্ট ছিল ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
হ্যা আপু ওটা বিড়াল ছিলো। তবে শিয়াল দিতে পারলে মনে হয় আরো ভালো হতো।
রাতের একটি ভয়ানক দৃশ্য অঙ্কনটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনি প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগলেই তো আমি সার্থক ভাই। এভাবেই তো এগিয়ে আসছি ধীরে ধীরে।
রাতের আধারের একটি ভয়ানক দৃশ্য অঙ্কন অসাধারণ হয়েছে। দূর থেকে খুবই আকর্ষনীয় দেখাচ্ছে।রাতে বেলায় যেমন আঁধার হয় চিত্রটিতে তেমনটি লাগছে। আপনি ধাপে ধাপে দৃশ্য টি অঙ্কন দেখিয়েছেন যে কেউ শিখে নিতে পারবে।চিত্র টি দেখতে আসলেই ভয়ানক লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি দৃশ্য একে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হা আপু ঠিক বলেছেন দূর থেকে দেখলে সত্যি ভালো লাগে অনেক।
রাতের একটি ভয়ানক দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ডিজিটাল আর্টের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে চিত্রটি এঁকেছেন। দৃশ্যটিতে আপনি একটি গা ছমছমে পরিবেশ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও আপনি ডিজিটাল আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমার কাছে এমন ভয়ানক দৃশ্য গুলো বেশ লাগে।
রাতের একটি ভয়ানক দৃশ্য অঙ্কন অসাধারণ ভাবে তৈরি করেছেন ভাইয়া। দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগতাছে। মনে হচ্ছে জোনাকি রাতের একটা আসল ফটোগ্রাফি। সত্যি আপনার ৫০ নং ডিজিটাল আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
হ্যা ভাই। কখন যে ৫০ টার বেশি আর্ট পার হয়ে গেছে ভাবতেও পারিনি।
আপনার ডিজিটাল আর্টগুলো আমার খুব ভাল লাগে। সুন্দর কালার কম্বিনেশন থাকে আপনার ডিজিটাল আর্টে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কাজ ডিজিটাল আর্ট এর মাধ্যমে উপহার দেওয়ার জন্য।
আসলে কালার কম্বিনেশন না হলে ডিজিটাল আর্ট গুলো জমেও না ভালো ভাবে।