একটি ফুলের চিত্র অঙ্কন || ডিজিটাল আর্ট #42
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। আজকের আর্ট টি একটি পেনসিল আর্ট এর ডিজিটাল ভার্শন। এটি বানিয়েছিলেন @ashikur50 ভাই। চাইলে তার আর্ট দেখে আসতে পারেন https://steemit.com/hive-129948/@ashikur50/7v8mig । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X2000 পিক্সেল।
এবার নতুন একটি লেয়ার খুলে হার্ড ব্রাশ টুল সিলেক্ট করি যার সাইজ ৩ পিক্সেল।
এবার আমি প্রথমে ফুল এঁকে ফেলি।
এবার নতুন আরো এক লেয়ার এ একটি লাভ সাইন আঁকি তারপর উপরের অর্ধেক ফুল আঁকি।
এবার উপরের পার্ট এঁকে ফেলি একই ভাবে।
এবার আমি উপরে কিছু ডিজাইন যুক্ত করি।
এবার আমি উপরে ফুলের পাতা এঁকে দেই।
এবার নতুন একটি লেয়ার খুলে বাকি পাতা গুলো এঁকে দেই।
এবার আমি পেইন্ট বাকেট টুল দিয়ে রঙ করা শুরু করি।
এবার আমি আরো কিছু ফুল যুক্ত করি ইউনিক করার জন্য। তারপর পেইন্ট বাকেট টুল দিয়ে সম্পুর্ন ফুল রঙ করি। তারপর ব্যাকগ্রাউন্ড এ আকাশি কালার যুক্ত করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
ফুলের চিত্র অঙ্কন করেছেন দেখে খুবই অসাধারণ লেগেছে। ডিজিটাল আর্টে এত সুন্দর ভাবে করা যায় তা আমার জানা ছিল না। আপনি খুব অসাধারণ ভাবে এটি আর্ট করেছেন। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আসলে সব ক্রেডিট আসিকুর ভাই এর। উনি খুব সুন্দর করে এঁকেছেন।
ডিজিটাল আর্টের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে ফুলের চিত্র টি অঙ্কন করেছেন। ফুলের চিত্রটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এছাড়াও ডিজিটাল আর্ট করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ। আসলে মেইন ক্রেডিট জিনি পেনসিল দিয়ে করেছেন।
ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। এই আর্ট গুলোর কালার খুব ভালোভাবে ফুটে উঠে সে কারণে আর্ট গুলো দেখতে অসাধারণ হয়। আপনার আজকের ফুলের ডিজিটাল আর্ট টি খুব চমৎকার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের ডিজিটাল আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। আপনিও দেখতে পারেন চেস্টা করে।
ভাই আপনার ডিজিটাল আর্ট গুলো দেখলে খুবই ভালো লাগে। আজকেও আপনি একটি ফুলকে কি সুন্দর ভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেস্টা করেছি সুন্দর ভাবে কালার করতে। ফটোশপ এ কালার করাটাই একটু সহজ লাগে।
একটি ফুলের চিত্র অঙ্কন ডিজিটাল আর্টটি ভালো ছিল । দেখতে অনেক সুন্দর লাগছে।
আপনিও চমৎকার ডিজিটাল আর্ট করেন। খুব ভালো লাগে ডিজিটাল আর্ট গুলো।
একটি ফুলের ডিজিটাল আর্ট আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার এই ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুণভাবে এই ফুলের ডিজিটাল আর্ট করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য।
হ্যা ভাই ধাপে ধাপে করলে একটু বুঝতে সুবিধা হয়।
আপনার অঙ্কিত চিত্রটি দেখে খুবই পছন্দ হলো আমার। এই রকম সুন্দর ফুল আমি কখনো দেখি নাই। তবে আপনি অনেল ক্রিয়েটিভ একজন মানুষ। আপনার আর্টগুলো সব পারফেক্ট হয়। ভালোবাসা নিবেন বড় ভাই।
হাহা ভাই।। আসলে চেস্টা করি অন্যদের আর্ট গুলো আরো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার।
কালারফুল ফুলের ডিজিটাল আর্ট দারুন করেছেন। ডিজিটাল আর্ট হোক কিংবা হাতে করা আর্ট একটু কালারফুল হলে দেখতে বেশি সুন্দর দেখায়। আর আপনি তো একদম সবসময় অসাধারণ কিছু উপস্থাপন করেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যা আপু বিভিন্ন রঙ দিয়ে করেছি যেনো একটু ফুটে উঠে।
একটি ফুলের ডিজিটাল চিত্রটি দেখতে খুবই সুন্দর লাগছে ।। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।।
শুভকামনা রইল আপনার জন্য।।
সব সময় চেস্টা করি সেরাটা দেওয়ার। যাতে আপনার উপভোগ করতে পারেন।
একটি ফুলের ডিজিটাল অংকন খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই অংকনটি করেছেন। সত্যিই অসাধারণ, শুভকামনা রইল আপনার জন্য।
এই ধরনের চিত্র আমার ও ভালে লাগে অনেক তাই দেখেই ডিজিটাল ভার্শন করে ফেললাম।