সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
আমার তৈরি আর্ট।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি 2000X1124 পিক্সেল।
এবার নতুন একটি লেয়ার তৈরি করে সেটার উপর লেসো টুল দিয়ে দুই পাশের মাটির অংশ এঁকে ফেলি। তারপর সেটিকে কালো রঙ দিয়ে ভরাট করি পেইন্ট বাকেট টুল এর মাধ্যমে।
এবার মাটির লেয়ার এর পিছনে আরো একটি লেয়ার বানিয়ে সেটার উপর লেসো টুল দিয়ে পানির অংশ এঁকে দেই।
এবার এসোর্টেড ব্রাশ দিয়ে একটু পেইন্ট করি যাতে মনে হয় সত্যি পানি সেখানে।
এবার ব্যাকগ্রাউন্ড এ কমলা রঙ এর গ্র্যাডিয়েন্ট যুক্ত করি।
এবার আমি মারকিউ টুল ব্যবহার করে প্রথমে একটি সূর্য আঁকি। তারপর সেটিকে কপি করি। তারপর একটু বড় করি।
এবার আমি সেই সূর্যের রশ্মির মতন বানাই গোজিয়ান ব্লার ফিল্টার যুক্ত করে।
এবার আমি কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে বিভিন্ন সাইজ এর গাছ এঁকে দেই।
এবার আমি আকাশে কিছু বক এঁকে দেই।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

আমার তৈরি সন্ধ্যার সূর্যাস্তের এক দৃশ্য।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
দুটি পাহাড় এর ফাঁক গলে সূর্য টি অস্ত যাচ্ছে দৃ্শ্য টি কিন্তু অসাধারন। কিছু পাখি উড়ে যাচ্ছে আপন নীড়ে। আইডিয়া টি মন্দ নয়। সত্যি সন্ধ্যায় সূর্যাস্তের এক নতুন দৃশ্য দৃশ্যমান হয়েছে আপনার ডিজিটাল অংকনে। চালিয়ে যান । ভাল থাকবেন। শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
বাহ! অনেক ভালো লাগছে তো দৃশ্যটা। পাখির উড়ে যাওয়ার দৃশ্যটা অনেক আকর্ষণীয় করে তুলেছে। সন্ধ্যার সময়ে সূর্যাস্তের অঙ্কনটা চমৎকার হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে এতো সুন্দর মন্তব্যের জন্য।
আর্ট জাতীয় যেকোনো কিছুই আমার ভালো লাগে। কারণ আমি সবসময় চেষ্টা করি কিছু ইউনিক আর্ট তৈরি করার জন্য। আর এটা আমি সবসময় আপনার মধ্যে দেখতে পাই। আপনার ডিজিটাল আর্ট গুলো অনেক ভালো হয় ভাইয়া আমাকে সব সময় আকর্ষণ করে । অসংখ্য শুভেচ্ছা রইল ভাইয়া আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু। এমন মন্তব্য অনেক অনুপ্রেরণা যোগায়।
আপনি অনেক সুন্দর করে সন্ধ্যায় সূর্যাস্তের নতুন এক দৃশ্যের ডিজিটাল আর্ট করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
সন্ধ্যার সূর্যাস্তের সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন ভাই। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনার ডিজিটাল চিত্রগুলো বরাবরই অনেক ভালো হয়ে থাকে। খুব সুন্দর করে আপনি উপস্থাপনা করেন। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি ডিজিটাল চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
আপনি বরাবর দারুন দারুন ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন ।আজ আপনি যে ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেটি ভীষণ সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে ।আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ একটা মানুষ কত সুন্দর ভাবে কম্পিউটার দিয়ে ডিজিটাল আর্ট গুলো করে থাকে যা সবাই পারেনা প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ক্রিটিভিটি আছে সেগুলো কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
সন্ধ্যাকালীন মুহূর্তে সূর্যাস্তের দৃশ্য পটভূমি উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর করে সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য পটভূমি অঙ্কন করেছেন ।আমার কাছে ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই
সন্ধ্যায় সূর্যাস্তের নতুন এক দৃশ্য || ডিজিটাল আর্ট করছেন। দেখতে অসাধারণ হয়েছে। আকাশের কালার দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
দিনের দুইটা সময় অধিকাংশ মানুষের কাছে প্রিয়। একটা সকালের সূর্যদয় এবং অন্যটা সন্ধ্যার সূর্যাস্তের দৃশ্য। সূর্যাস্তের দৃশ্যটার ডিজিটাল আর্ট টা দারুণ হয়েছে ভাই। এবং প্রতিটা ধাপ সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করেছেন।। অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
সূর্যাস্ত এবং গোধূলি লগ্নের মনমুগ্ধকর পরিবেশ এর একটি ডিজিটাল আর প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে আমার কাছে ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।