গোলাপি এক সন্ধ্যার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #171
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আজ অফিস থেকে মূলত ৩ টা বাজে বের হয়ে গিয়েছিলাম। ব্যাংক এ একটু কাজ ছিলো সাথে ভার্সিটি তো আছেই। তাই আগেই বের হয়েছি। এলাকায় এসে পৌছাইছি ৪ টা ২০ এর দিকে। এরপর সোজা চলে যাই ব্যাংক এ। সেখানে কাজ শেষে চলে আসি বাসায়। এরপর শুনি কেউ ক্লাস করবেনা। আমি ভাবলাম বাচা গেলো। যাক এ নিয়ে অন্য একদিন বলবো। ছবি তোলা নাই তাহলে আজকেই বলতাম। যাক আজ নতুন আরো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।
এবার নতুন একটি লেয়ার খুলে সেটিতে ঘাস ও কিছু ঝোপ এর মতন তৈরি করে নেই। যা ছবি তেই দেখতে পাচ্ছেন।
এবার কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে অন্য এক লেয়ারে বিভিন্ন রকম এর কিছু গাছ ছোট করে এঁকে দেই।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করে বড় এক সূর্য এঁকে দেই।
এবার সূর্যের উজ্জ্বলতা তৈরি করে দেই। তবে এক্ষেত্রে গোলাপি রঙ বাছাই করি।
গোলাপি পরিবেশ এ কমলা রঙ এর সূর্য মানানসই হচ্ছিলোনা। তাই সূর্যকেও আবছা বেগুনী রঙ দিয়ে ভরাট করি।
এবার প্রথমে হালকা কালার কারেকশন করি। এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
ভাই আপনার ডিজিটাল আর্ট গুলো দুর্দান্ত হয়ে থাকে। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে বেশ চমৎকার ডিজিটাল আর্ট শেয়ার করে থাকেন। আজ আমাদের মাঝে খুব সুন্দর করে গোলাপি এক সন্ধ্যার দৃশ্য উপস্থাপন করেছেন। দেখে খুব ভালো লাগলো। ভাই সত্যি আপনার গোলাপি এক সন্ধ্যার দৃশ্য অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে । এতো সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
একটু ইউনিক ভাবে করার চেষ্টা করেছিলাম এই আর্টটি।
আপনার ডিজিটাল আর্ট গুলো অসাধারণ হয়ে থাকে। আজকে আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্টের মাধ্যমে গোলাপি এক সন্ধ্যার দৃশ্য অঙ্কন করেছেন। আপনার ডিজিটাল অঙ্কন গুলো দেখলে মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।গোলাপি এক সন্ধ্যার দৃশ্য অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
গোলাপি করে করলাম যেনো একটু ইউনিক হয় আরকি।