চাঁদের রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #140
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। গরমের হিসাব বুঝিনা। এই যেনো বৃষ্টি হয়ে পরিবেশ ঠান্ডা। আবার এই যেনো গরম এ ক্লান্ত। আর আমার ঘামানো তো আছেই। বিশেষ করে অফিস যাওয়া আর আসার সময় আমার অনেক স্ট্রাগল করতে হয় এই গরমের জন্য। এর ব্যবস্থা করতেছি অবশ্য। ছোট একটা ব্যাটারি চালিত ফ্যান অর্ডার করেছি। হাতে পেলে অবশ্যই রিভিউ দিবো। যাক আজ একটি আর্ট নিয়ে হাজির হয়েছি আমি। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দিকের এক পাশের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।
একই ভাবে নতুন আরো একটি লেয়ার তৈরি করে সেটিতেও অন্যপাশের মাটির অংশ এঁকে দেই।
এবার পেছন্দের দিকে বড় করে একটি পাহাড় এঁকে দেই। এবার পাহাড়টির উপর গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার নিচের দিকে গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। যাতে এটিকে পানির অংশ বুঝা যায়।
|
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার নতুন কিছু লেয়ার চাঁদ যুক্ত করি এলিপ্টিক্যাল মারকিউ টুল এর মাধ্যমে। এরপর এটির প্রতিবিম্ব তৈরি করি পানিতে।
এবার কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে আকাশে মেঘ যুক্ত করি। এরপর সেগুলোর প্রতিবিম্ব ও পানিতে যুক্ত করি।
এবার প্রথমে হালকা কালার কারেকশন করি। এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
ডিজিটাল চিত্র অঙ্কন করতে করতে ১৪০টি পর্ব পার করে ফেলেছেন। আপনি এই কাজে অনেক ভালো দক্ষ সেটা এই চাঁদনী রাতের দৃশ্য অংকন দেখলেই বুঝতে পারা যায় অনেক ভালো লেগেছে।
জ্বি ভাইয়া। ধীরে ধীরে ২০০টি পর্ব তে পৌঁছাতে চাই আমি।
ডিজিটাল আর্টের মাধ্যমে খুব চমৎকার একটি রাতের দৃশ্য অংকন করেছেন। আসলে এটি মনমুগ্ধকর ছিল। ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আসলে ধাপ গুলো সুন্দর ভাবে দেখানোর মানেই হলো যেনো একটু বুঝতে সুবিধা হয় সবার।
রাতের অপরূপ সৌন্দর্য ডিজিটাল আর্টের মাধ্যমে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। আপনার ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে আপনি প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করতে সত্যি ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
জ্বি আপু। প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে বেশ লাগে কিন্তু।
চাঁদনী রাতে অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ডিজিটাল চিত্রাঙ্কন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ডিজিটাল চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করে থাকেন অসাধারণ হয়।
জ্বি ভাই। সবার বুঝার সুবিধার্থে আমি এভাবে ধাপে ধাপে দিয়ে থাকি।
ওয়াও ভাইয়া রাতে চাঁদের অপরূপ দৃশ্য অংকন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দর ভাবে দৃশ্যটি সম্পূর্ণ করেছেন। এরকম ডিজিটাল আর্ট গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
আমার কাছেও এমন ডিজিটাল আর্ট করতে অনেক ভালো লাগে।
দারুন একটা ডিজিটাল আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। রাতের আকাশে চাঁদ আর তার পাশে পাহাড় দেখতে যেন অন্য রকমের একটা ভালো লাগছে।
চাঁদ আর পাহাড় এর কম্বিনেশন দারুণ লাগে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে চাঁদের রাতের দৃশ্য অঙ্কন । আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। সূর্যের কারণে ডিজিটাল আর্ট সব থেকে বেশি সুন্দর দেখা যাচ্ছে।
হুম ভাই। ডিজিটাল আর্ট গুলো করতে দারুণ লাগে।
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে চাঁদের রাতের দৃশ্য অঙ্কন করেছেন। আপনার ডিজিটাল আর্ট আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আজকের এই আর্ট সম্পূর্ণ করেছেন। আমি ডিজিটাল আর্ট খুব পছন্দ কিন্তু এখনো এই আর্ট শেখা হয়নি। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার আর্ট গুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম আপু।
ভাই আপনি খুব সুন্দর একটি চাঁদনী রাতের দৃশ্য অঙ্কন করেছেন ।ডিজিটাল এ আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে ।আমি যদিও পারিনা, অন্যদের গুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে।
আমার নিজের কাছেও ডিজিটাল আর্ট করতে খুবই ভালো লাগে।