প্রাকৃতিক পাহাড় এর দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #132

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। রোজার মধ্যে সবার দিন ভালোই যাচ্ছে আশা করি। তবে আমার ক্ষেত্রে যদি বলি একটু প্যারা হয়ে যাচ্ছে অফিস এ। যাক আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি।


132 digital art.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দিকে মাটির অংশ তৈরি করে নেই। তারপর এটিকে গাঢ় খয়েরি রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার একই ভাবে আরো দুইটি পাহাড় এর লেয়ার একে ফেলি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার আমি নিজের বানানো কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে অনেক গুলো পাইন গাছ যুক্ত করি আমার ড্রইং এ।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এই ধাপে আমি এলিপ্টিক্যাল মারকিউ টুল দিয়ে বড় করে একটি চাঁদ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার চাঁদের গ্লো তৈরি করে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার আমি পুরো ছবির কালার কারেকশন করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

132 digital art.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

প্রাকৃতিক পাহাড় এর দৃশ্য অঙ্কন দেখে খুবি ভালো লেগেছে। আপনার ডিজিটাল চিত্র অংকন গুলো খুবি ভালো লাগে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার আর্ট গুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ভাই আপনার ডিজিটাল আর্ট চোখ ধাঁধানো ৷ সত্যি বলতে মাঝে মধ্যে দেখি অনেক ভালো লাগে ৷ প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য অংকন ৷ অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ ৷

 last year 

চেস্টা করি ভাই সুন্দর সুন্দর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।

 last year 

প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর চিত্র প্রস্তুত করে আমাদেরকে উপহার দিয়ে আসছেন।।
প্রাকৃতিক পরিবেশে আজকে আপনি পাহাড় এবং সূর্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।
খুব সুন্দর উপস্থাপনা করেছেন প্রতিটি ধাপ শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 last year 

জ্বি ভাই। আসলে আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসতে পারলে আমার নিজের কাছেই অনেক ভালো লাগে।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে প্রাকৃতিক পাহাড় এর দৃশ্য অঙ্কন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমার আর্ট গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই।

 last year 

আপনি তো খুবই চমৎকার একটি প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য অংকন করলেন। আমার কাছে এরকম ডিজিটাল আর্ট গুলো দেখতে কেন যেন অন্যরকম লাগে। কি নিখুঁতভাবে পুরো আর্ট সম্পূর্ণ করলেন আপনি। এরকম আর্ট গুলো আঁকতেও মনে হয় অনেক সময় লাগে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন।

 last year 

হ্যা ভাই। আসলে কনসেপ্ট চিন্তা করতেই বেশি সময় যায় আরকি।

 last year 

আজ অনেকদিন পর ডিজিটাল আর্ট দেখতে পেলাম ভাইয়া। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ডিজিটাল আর্ট খুব কমই করা হয়।

 last year 

আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য অঙ্কন করেছেন। আপনার ডিজিটাল অংকন গুলো একটু ভিন্ন রকমের হয়। আমার কাছে দেখতে অসাধারণ লাগে। ডিজিটাল অংকনের কালার কম্বিনেশন টা আপনার অনেক সুন্দর হয়।ধন্যবাদ ভাই সুন্দর একটি পাহাড়ের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভিন্ন ভিন্ন ভাবে করার প্রচেস্টা থাকে সব সময়ই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47