সন্ধ্যা বেলার দৃশ্য অংকন || ডিজিটাল আর্ট #112

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। মনে হচ্ছে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে এখন অনেকটাই সুস্থ। তাই আজ ভার্সিটিও যাচ্ছি। যদিও মাথা ব্যাথা করতেছে। যাই হোক দুপুরে এক ফাকে এই আর্টটি করে রেখেছিলাম। ভাবলাম আপনাদের সাথে আজ শেয়ার করবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।


112 landscape.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CS6
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমে একটি লেয়ার খুলে নেই। এবার ওই লেয়ার এ লেসো টুল দিয়ে সামনের দিকের একটু মাটির অংশ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
একই ভাবে আরো দুইটি লেয়ার সম্পন্ন করি। প্রতিটি লেয়ার আগের লেয়ার থেকে একটু উজ্জ্বল করি। এতে মানাবে ভালো। কারণ আর্ট খারাপ হলেও কালার কম্বিনেশন একটি ছবিকে বেশি সুন্দর করে তোলে।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার এর মাধ্যমে আমার ছবি তে কিছু গাছ যুক্ত করি। কিছু পাতা সহ গাছ কিছু পাতা ছাড়া গাছ। যদিও ব্যাকগ্রাউন্ড এর কারনে এখনো ভালো লাগছেনা। তবে সামনে ভালো লাগবে।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার প্রথম করা লেয়ার এ লিগাসি ব্রাশ টুল এর মাধ্যমে কিছু ঘাস ও লতা একে দেই।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার আমার ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সুন্দর একটি গ্র‍্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। এতে ছবি সৌন্দর্য অনেক অংশে বেড়ে গিয়েছে।


অঙ্কনের ধাপ-৭

7.png
আবারো কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে কিছু ক্যাকটাস গাছ একে দেই।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার মাঝের ও শেষের লেয়ার দুইটির রং একটু উজ্জ্বল করি যেনো ছবির ব্যাকগ্রাউন্ড এর সাথে খাপ খায়। সাথে ক্যাকটাস গাছ গুলোর যায়গা পরিবর্তন করি।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার একটু কালার কারেকশন করি। কালার কারেকশন এর মাধ্যমে ছবির একটু সৌন্দর্য বৃদ্ধি পায়।


অঙ্কনের ধাপ-১০

10.png
তারপর আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।

images (17).jpeg

final art.png

112 landscape.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago (edited)

আপনার পুরোপুরি সুস্থ্যতা কামনা করছি।
বাহ্,খুব সুন্দর একটা ছবি এঁকেছেন তো ফটোশপ দিয়ে।ভাই গাছটা কোথায় থেকে যুক্ত করলেন?আমার এই পোস্ট অনেক কিছু মনে পড়ছে,আমি শুরু করবো ভাবছি।

 2 years ago 

গাছ টা ছিলো কাস্টম ব্রাশ। এ নিয়ে ভিডিও দিয়েছি। দেখেছিলেম মনে হয়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ওয়াও! দারুন একটি ডিজিটাল আর্ট করেছে আপনি।এই ধরনের ডিজিটাল আর্ট গুলো সব সময় চমৎকার হয়।আপনি সুস্থ হয়ে ভার্সিটিতে যাচ্ছেন জেনে অনেক ভালো লাগলো।আসলে অসুস্থ হয়ে গেলে অনেক কিছুর মধ্যে গ্যাপ পড়ে যায়।আপনার জন্য শুভ কামনা রইল। যেন সুস্থ ভাবে ভার্সিটিতে যাওয়া-আসা করতে পারেন।

 2 years ago 

চেস্টা করি আপু যতটা সম্ভব সুন্দর করে আর্ট গুলো করার।

 2 years ago 

সন্ধ্যা বেলার দৃশ্য অংকন দেখে ভীষণ ভালো লাগলো। এমন ওয়েদার দেখলে মন ভালো হয়ে যায়। আপনার ডিজিটাল আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পর চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম ভাই ঠিক বলেছেন এমন ওয়েদার দেখলেই মন ভালো হয়ে যায়।

 2 years ago 

খুবই চমখকার করে দুপুরের এক ফাঁকে সন্ধ্যা বেলার দৃশ্য অংকন,, ডিজিটাল আর্টটি করেছেন। মাথাব্যথা নিয়ে আজ ভার্সিটিতে গিয়েছিলেন। তার পরেও এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন দ্রুত আপনাকে সুস্থ করে দেন। আমীন।♥♥

 2 years ago 

ধন্যবাদ আপু। এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ আপনার মাথা ব্যথা থাকার পরেও আপনি খুব সুন্দর মনোযোগ দিয়ে ডিজিটাল আর্ট করেছেন ৷ আর প্রতিটি ধাপে খুব সুন্দর করে বুঝিয়ে লিখেছেন ৷ দেখে ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাই ভালো থাকবেন ৷

 2 years ago 

আসলে ভাই আর্ট করতে খুবই ভালোবাসি। তাই অনেক প্রতিবন্ধকতা সত্যেও আর্ট করে ফেলি ।

 2 years ago 
আপনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ জেনে ভাল লাগছে। ভার্সিটি যাওয়া শুরু করেছেন ভাল করেছেন তা না হলে আরো একঘেয়েমি চলে আসবে। আপনি এই অসুস্থতার মাঝে অনেক সুন্দর একটি ডিজিটাল চিত্র একে আমাদের সাথে শেয়ার করেছেন। আজ আপনি ফটোশপের মাধ্যমে সন্ধ্যা বেলার একটি সুন্দর চিত্র অংকন করেছেন। ব্রাশজি ব্যবহার করে অনেক সুন্দর ডিজিটাল চিত্র আকা যায়। আপনি গাছ , পাহাড়, ঘাস এগুলো দিয়ে চিত্রটি আরো ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

জ্বি ভাইয়া আপনাদের দোয়াতে ধীরে ধীরে ভালো হচ্ছি।

 2 years ago 

সন্ধ্যা বেলার এই দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, গাছ এবং background-color যে কারো মানুষের মন কেড়ে নিতে পারে। বন্ধু কি এখন CS6 ইউজ করা হচ্ছে?

 2 years ago 

হুম এটা ঠিক। আমার কাছে দুই ভার্শনই আছে। এক এক সময় এক এক ভার্শন এ করি।

 2 years ago 

ডিজিটাল আর্টের মাধ্যমে খুবই চমৎকারভাবে সন্ধ্যাবেলার একটি চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। সন্ধ্যাবেলায় যে আকাশে বিভিন্ন ধরনের মেঘ ভেসে বেড়ায় তা আপনার অংকন করা চিত্রটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এছাড়াও আপনার অংকন করে পাতা ঝরা গাছগুলো দারুন লেগেছে আমার কাছে।

 2 years ago 

হুম পাথা ঝরা গাছ গুলো আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর একটি সন্ধ্যা বেলার দৃশ্য অংকন করেছেন। আমি তো প্রথম ভাবলাম এটি একটি ফটোগ্রাফি। পরে দেখলাম একটি ডিজিটাল আর্ট। সত্যি আপনার আর্টি আমার কাছে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47