ধৈর্যই যেনো সফলতার মূলমন্ত্র || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো ধৈর্য নিয়ে কিছু কথা যা আমাদের সফলতার মূলমন্ত্র। আশা করি সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক।


stones-339254_1920.jpg

Image by André Rau from Pixabay

images (17).jpeg

ধৈর্য ধারন করা যেনো কঠিন কাজ

আমরা মানবজাতি। আমাদের ক্ষেত্রে ধৈর্য অনেক গুরুত্বপূর্ন। কিন্তু আমরা যেনো কোনো কাজে তেমন ধৈর্য ধরতেই পারিনা। নাকি আমরা ধৈর্য ধরতে চাইনা? সত্যি জানিনা কেনো এমনটা হয়। কিন্তু ধৈর্যই যে আমাদের সফলতা এনে দেওয়ার মূল চাবিকাঠি। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা এটা মানতেই চাইনা। যেকোনো কাজের ক্ষেত্রেই আমরা অধৈর্য হয়ে পরি কেনো জানি। ধৈর্য ধারন করতে চাইনা আমরা কখনো। কিন্তু তাহলে তো জীবনে সফলতা আসবেনা। জীবনে সফলতা পেতে হলে প্রথমেই আমাদেরকে ধৈর্য ধারন করা শিখতে হবে। নাহলে সফলতার দেখা পাওয়া যাবেনা কখনো। আমরা অনেক কাজই করে থাকি। কাজে অনেক ধরনের বাধা আসতে পারে।

images (17).jpeg

board-3695073_1920.jpg

Image by athree23 from Pixabay


বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন ধরনের বাধা আসে। আমরা তখনই ধৈর্য হারা হয়ে যাই। কিন্তু এটা করা কখনো উচিৎ নয়। তাহলে কখনোই সফলতার দেখা পাওয়া যাবেনা। সফলতার ছোয়া পেতে হলে প্রথমেই অনেক অনেক ধৈর্য ধারন করতে হবে আর প্রচন্ড ধৈর্যশীল হতে হবে। মনে রাখতে হবে যার যত বেশি ধৈর্য তার কাজের সফলতাও বেশি। কোনো কারণে যেকোনো কাজে বাধা পেলে ধৈর্য হারা না হয়ে ধৈর্যের সাথে সেটা এগিয়ে নিতে হবে। কারণ আমাদের জীবনে সমস্যা আসতেই পারে তাই বলে কি ধৈর্য হারালে চলবে? আমাদের ধৈর্যের সাথে সে সমস্যা গুলো মোকাবেলা করতে হবে। তাহলেই জীবনে সার্থকতা আসবে। আসবে সফলতা।

images (17).jpeg

career-479578_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay


জীবনে ধৈর্য ছাড়া কেউই সফলতা অর্জন করতে পারেনি। আর পারবেই বা কিভাবে। ধৈর্য নাই মানে তার সহ্য ক্ষমতাও নাই। তাই সে আর এগোতে পারেনা। কোনো কাজে বাধা পেলে সে এই কাজ থেকে সরে আসে কারন ওই যে ধৈর্য নাই। এক্ষেত্রে দেখা যায় সে সফলতার ধারে কাছে দিয়েও যেতে পারেনা। অথচ একই কাজ যদি ধৈর্যের সাথে করতে পারতো তাহলে দেখা যেতো হয়তো সে সফলতার দেখা পাইতো। কিন্তু বার বার আমরা ধৈর্য ধরে না রাখতে পেরে হেরে যাই।

images (17).jpeg

step-by-step-6655274_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay


আমরা যদি ধৈর্য ধারন করতে পারি আমরা তাহলে অনেক কাজেই সফলতা পাবো খুব সহজে। এই ধরুম স্কটল্যান্ড এর রাজার কথা মনে আছে? রবার্ট ব্রুস যে কিনা ৬ বার যুদ্ধ্যে পরাজিত হয়েও ধৈর্য হারা হননি। এক মাকড়শা থেকে শিক্ষা নিয়ে ৭ বারের সময় ঠিকি তিনি যুদ্ধে জয় করেন। যদি ওনার ধৈর্য না থাকতো তাহলে কিন্তু তিনি যুদ্ধে জয়ী হতে পারতেন না। তাই আমাদের উচিৎ কখনো ধৈর্য হারা না হওয়া। তাহলেই আমরা সফলতার দেখা পাবো।।

images (17).jpeg

success-1433400_1920.jpg

Image by Shahid Abdullah from Pixabay


শেষ কথা

ধৈর্য খুব মহৎ একটি জিনিশ আমার মতে। কারন ধৈর্যের মাধ্যমে আমরা সফলতার দেখা পাই। কোনো কাজে যদি ধৈর্য না ধরে এগোই তাহলে সে কাজে সফলতা আসার সম্ভবনা অনেক অনেক কম। তাই যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে। তাহলে সফলতা আসবে আমাদের কাছে। আর তা না হলে সফলতার দেখা পাওআ যাবেনা সহজে। ধৈর্যই আমাদের সফলতার পথ দেখায়।



তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

ধৈর্য এমন একটি বিষয় যা সবার থাকে না।যার এই ধৈর্য আছে সে জীবনে সাফলতা আর যার ধৈর্য নাই সে জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই নাই।আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ এতো সুন্দর একটি মোটিভেশন পোস্ট করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত এর জন্য।

 3 years ago 

আসলেই সব কিছুর মূলে এবং প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা ছাড়া কেউ তার কাজে সফল হতে পারেনি। অনেক চমৎকার একটি শিক্ষণীয় ব্লগ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যা ভাই। আমাদের উচিৎ ধৈর্য ধারন করে চলা।

 3 years ago 

জ্বী ভাই ধৈর্য্য সফলতার হাতিয়ার যে ধৈর্য্য ধরতে জানে সে জীবনে সাকসেস।বাস্তব উদাহরণ আমার কথাই আমি বলব ছোট খাটো একটা বিজনেস করি প্রথম দিকে বেশ ভালো করতে পারি নায় এখন আল্লাহর রহমতে ভালো করছি।এখন আমার ধৈর্যের ফল পাচ্ছি।

 3 years ago 

হ্যা ভাই।। যার যত ধৈর্য তার তত সফলতা।

 3 years ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর শিক্ষণীয় একটা পোস্ট শেয়ার করেছেন ধৈর্য সফলতার মূলমন্ত্র। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ধৈর্য আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেই দেয়। এবং কি অনেক কিছু অর্জন করতে সক্ষম হই। ধৈর্য হারা হলে আমাদের অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কথায় আছে ধৈর্য ধরো, সবুরে মেওয়া ফলে। আর ধৈর্য ধারণকারী কে আল্লাহ খুব পছন্দ করেন। আপনি অনেক সুন্দর করে রাজার একটি ব্যাখ্যা দিয়েছেন সাতবার পরাজিত হয়ে ও তিনি জয়লাভ করেছেন। এবং কি এটা একটা শিক্ষনীয় বিষয় আমাদের জন্য, আমরা বারবার পরাজিত হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার এত সুন্দর ব্যাখ্যা এবং কি গুছিয়ে লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার এত সুন্দর মতামত এর জন্য।

 3 years ago 

সত্যিই ধৈর্য ছাড়া কেউ সফল হতে পারেনা, প্রতিটা কাজের পিছনে মেধা শ্রম এবং ধৈর্য থাকা খুবই প্রয়োজন। একজন মানুষের বিশেষ মনোবল শক্তির নাম হল ধৈর্য। ধৈর্য্য হারা হয়ে পৃথিবীর কেউ কোনদিন সাফল্য অর্জন করতে পারেনি। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটি শিক্ষনীয় পোষ্ট করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছিস বন্ধু। ধৈর্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38