DIY(এসো নিজে করি) || ত্রিভুজ, বৃত্ত,চতুর্ভুজ দিয়ে নকশা অঙ্কন || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার বানানো একটি নকশা। এটি বানিয়েছি ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে। তো চলুন শুরু করা যাক।


IMG_20220112_113939.jpg

আমার নকশার চূড়ান্ত ফলাফল।

images (17).jpeg

উপকরণ

একটি আর্ট করতে অনেক উপকরণ এর ই প্রয়োজন হয়। আমি যেহেতু নকশা আঁকবো তেমন বেশি কিছুর দরকার নেই আবার কম জিনিশ ও না। তো চলুন যা যা দরকার -

  • A4 সাইজ এর পেপার
  • পেনসিল (2B, HB)
  • পেনসিল কম্পাস
  • মার্কার
  • রাবার
  • শার্পনার
  • স্কেল

IMG_20220112_110724.jpg

আমার উপকরণ গুলো।


images (17).jpeg

ধাপ-১

IMG_20220112_111431.jpg


প্রথমে আমি আমার A4 কাগজে স্কেল আর পেনসিল ব্যবহার করে একই মাপ নিয়ে একটি বর্গক্ষেত্র আঁকি। এটা আঁকতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নাহলে একটু আঁকা বাকা হয়ে যেতে পারে। তাই একতু সাবধানতার সহিত আঁকতে হবে।



ধাপ-২

IMG_20220112_111600.jpg


তারপর আমি স্কেল এর সাহায্যে এক কোণা হতে বিপরীত কোণায় একটি রেখা আঁকি। অন্য কোণা গুলোতেও একই ভাবে রেখা আঁকি।


IMG_20220112_111839.jpg


মাঝে দিয়ে রেখা টেনেও যুক্ত করে দেই। এতে সুন্দর দেখা যায়। আর বৃত্ত বসালে মিলানো যাবে।



ধাপ-৩

IMG_20220112_112224.jpg


এবার পেনসিল কম্পাস ব্যবহার করে মাঝে দিয়ে একটি বৃত্ত আঁকি। তারপর বর্গের চার কোণে চারটি বৃত্তাংশ আঁকি একই মাপের।



ধাপ-৪

IMG_20220112_112614.jpg


এবার পেনসিল এর দাগ গুলো আমি মার্কার দিয়ে গভির করে দিলাম। যেনো সুন্দর দেখা যায়। স্কুলে এভাবেই শিখেছিলাম যতদূর মনে হয়।



ধাপ-৫

IMG_20220112_112907.jpg


তারপর আমি বৃত্তাংশের এক পাশ করে মার্কার দিয়ে ভরাট করা শুরু করলাম। কিন্তু হঠাৎ মনে হলো ভালো দেখাচ্ছেনা। তাই আমি আরো একটু পরিবর্তন করে কিছু জিনিশ এড করে সুন্দর করলাম নকশা টাকে।



ধাপ-৬

IMG_20220112_113846.jpg


সম্পুর্ন নকশা শেষ করলাম পরিবর্তন গুলো এনে। কেমন হয়েছে জানাবেন।



আমার নকশা

IMG_20220112_113939.jpg


IMG_20220112_113801.jpg


IMG_20220112_113807.jpg


IMG_20220112_113832.jpg


IMG_20220112_113923.jpg


IMG_20220112_115036.jpg

আমার নকশার সাথে আমার সেলফি।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর একটি ত্রিভুজ ,বৃত্ত এবং চতুর্ভুজ এর নকশা অঙ্কন করেছেন ।আমার খুব ভালো লেগেছে আপনার সৃজনশীলতা দেখে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু। আপনার জন্য ও শুভকামনা রইলো।

চতুর্ভুজ,ত্রিভুজ ,বৃত্ত একে নিয়ে খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন। খুবই সহজ করে অংকন করেছেন।যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে থেকে আরো সুন্দর সুন্দর নকশা অংকন আশা করছি। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

❤️❤️❤️❤️

 3 years ago 

ইন শা আল্লাহ চেস্টা করবো আরো সুন্দর সুন্দর নকশা উপহার দিতে আপনাদের।

ভাই আপনি খুব সুন্দর করে ভাবে পেনসিল স্কেচ আর্ট করছেন।যা দেখতে অনেক দারুন লাগছে।অনেক ধন্যবাদ ,এতে সুন্দর স্কেচ আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই। আপনার মূল্যবান মতামত এর জন্য।

 3 years ago 

  • এটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আমি প্রথম প্রথম যখন এ প্লাটফর্মে কাজ করি তখন এই অংকটি করেছিলাম। এই অংকন করার পর আমার অনেক ভালো লেগেছিল। সাদাকালোর মিশ্রণে যে কোন কিছুই আমার অনেক ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

হ্যা ভাই। আমিও ক্লাস ৮ এর জে এস সি পরিক্ষায় এটা দিয়েছিলাম।

 3 years ago 

আপনি জ্যামিতিক বিষয়বস্তুগুলো ব্যবহার করে দারুন একটি নকশা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ্আসলেই ভাই আপনার চমৎকার ক্রেটিভিটি রয়েছে যা আপনার পোস্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

 3 years ago 

ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজের অসাধারণ সুন্দর একটি নকশা তৈরি করছেন আপনি। আপনার তৈরি নকশা টি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। নকশা তৈরি পাঁচ নাম্বার ধাপ এবং 6 নাম্বার ধাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39