DIY(এসো নিজে করি) |একটি শীতের রাতের দৃশ্য অঙ্কন || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি একটি ড্রয়িং। আমি ড্রয়িং এ নতুন। তাই তেমন ভালো হয়না। তাও আমার সবটা দিয়ে চেস্টা করেছি। আশা করি সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক।
একটি আর্ট করতে অনেক উপকরণ এর ই প্রয়োজন হয়। আমার যেসব জিনিশ দরকার হয়েছে সেগুলো হলো-
- A4 সাইজ এর পেপার
- পেনসিল (2B, HB)
- রাবার
- শার্পনার
প্রথমে আমি A4 কাগজটি কে ল্যান্ডস্কেপ ভাবে রেখে এর উপর পেনসিল দিয়ে আঁকা বাঁকা লাইন অঙ্কন করি। এটি আকাশ এবং মাটি কে আলাদা করবে।
এবার আমি গাছ গুলো আঁকি। হালকা কিছু ডালপালা সহ গাছ অংকন শেষ করি। গাছ গুলো নিচে থেকে মোটা আর উপরে যত উঠবে তত চিকন হবে।
এবার আমি চাঁদ আঁকা শেষ করি। যেহেতু এই ছবিটি একটি শীতের রাতের তাই চাঁদ থাকলে ভালো হবে।
এবার আমি স্নো ম্যান গুলো অংকন করি। একটু সাবধানতার সাথে অংকন করতে হবে যেনো উপরের অংশে লেগে না যায়।
এ পর্যায়ে আমি মাটির দিকে গাছ গুলোর ছায়া অংকন করি। এতো সুন্দর দেখা যাবে। যেহেতু রাতের দৃশ্য তাই চাদের আলোতে ছায়া পরবে গাছ গুলোর।
এবার গাছ গুলো কে আমি কালো রঙ করে ফেলি। সাবধানে রঙ করতে হবে। এগুলো যেনো আকাশের অংশে লেগে না যায়।
এবার আমি আকাশ এর অংশ টুকু নীল রঙ দিয়ে ভরাট করি। রঙ করার সঠিক নিয়ম না জানায় মাঝের অংশটূকু একটু খারাপ দেখা যাচ্ছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এবার আমি স্নো ম্যান গুলোকে রঙ করি। আপনি চাইলে অন্য রঙ ব্যবহার করতে পারেন।
এবার আমি চাঁদ কে আমার ইচ্ছেমত কমলা ও লাল রঙ দিয়ে রঙ করি। তারপর আউট লাইন গুলো 2B পেনসিল দিয়ে গাঢ় করি। আমার অঙ্কন শেষ।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
পেন্সিল রং দিয়ে তো অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করলেন। এমনিতেই আমার কাছে শীতকালের মুহূর্তটা অনেক ভালো লাগে। তেমনি আপনার দৃশ্যটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। বিশেষ করে গাছের ছায়া পড়ার চিত্রাংকন টি আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗
ধন্যবাদ আপু। আপনার মূল্যবান মতামত এর জন্য।
আপনার শীতের রাতের অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর চিত্র উপহার দিবেন।আপনার জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত এর জন্য।
আপনার রং পেন্সিল দিয়ে আঁকা একটি শীতের রাতের দৃশ্য অংকনটি বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ওয়াও ভাইয়া আপনি খুবই চমৎকার ভাবে শীতের রাতের দৃশ্য অঙ্কন করেছেন। আপনি আসলে একদম প্রফেশনাল ভাবে এটি করতে সক্ষম হয়েছেন । আমি তেমন একটা পেইন্টিং করতে পারি না তবে যারা এগুলো ভালো করতে পারে তাদেরকে সকলকে শ্রদ্ধা জানাই। আমার পক্ষ থেকে আপনার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
শীতের রাতের দৃশ্য খুবই সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করেছেন।ধীরে ধীরে উন্নতি সম্ভব হবে।চেষ্টা চালিয়ে যান।শুভকামনা রইলো আপনার জন্য।
দোয়া করবেন ভাই। যেনো আরো উন্নতি করতে পারি।
এই শীত মৌসুমে শীতের রাতের দৃশ্য খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন।শীতের রাতের দৃশ্য ধাপ আকারে অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর চিত্র অঙ্কন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ মূল্যবান মতামত এর জন্য।