৭ টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম #9|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।


IMG_20220623_190029-COLLAGE.jpg



সবাইকে শুভেচ্ছা। কি অবস্থা সবার। কেমন আছেন সবাই। আজো কিছু রেনডম ছবি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আমার এলাকের বেশ কিছু ছবি নিয়ে হাজির হলাম আরকি। কাল পরীক্ষা। তাও আজ বিকেল বেলায় বের হয়েছি এই ছবি গুলো তোলার জন্য। যদিও সব ছবি আজকের নয়। কিছু ছবি আগের তোলা ছিলো। যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। পোস্ট করে আবার পড়তে বসতে হবে।


#১

IMG_20220623_190029.jpg

https://w3w.co/hillsides.reclaim.cooks

কোনো এক রক্তিম সন্ধ্যায় তোলা ছবি এটি। অনেকদিন আগের বটে। যতদুর মনে হয় এই ছবি আগে দেইনি কখনো। এমনকি এই ঘুরতে যাওয়া নিয়ে একটা পোস্ট লিখাও বাকি আমার। সেই পোস্ট এ বাকি ছবি গুলো শেয়ার করবো। এখন শুধু এই ছবির সৌন্দর্য উপভোগ করুন। কি দারুন না? সেদিন এখান থেকে যেতেই মন চায়নি। যতক্ষন আকাশ এর এমন সৌন্দর্য ছিলো ততক্ষন ছিলাম সেখানে।


#২

IMG_20220814_183827.jpg

https://w3w.co/warping.mysteries.librarian

এই যায়গা টা কচুরি পানা দিয়ে ভরা। এক সময় এখান দিয়ে ছোট ছোট ট্রলার চলতো। ছোট লঞ্চ ও চলেছে অনেক। আর এখন দেখুন এটা নাকি যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি। যাক তর্কে না যাই। যায়গা টা আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি অসাধারন একটা যায়গা কিন্তু বলা চলে। আগে যখন পুরো পানিতে ভরা থাকতো তখন আরো বেশি সুন্দর লাগতো।


#৩

IMG_20220814_182614.jpg

https://w3w.co/icebergs.arranges.hurls

নৌবাহিনীর অফিসার দের বাচ্চাদের জন্য এই স্কুল। এখানে নৌবাহিনির একটা কোয়ার্টার আছে বিশাল যায়গা জুড়ে। তার ভিতর এই স্কুল। যদিও এখানে বাইরের বাচ্চারাও পরে অনেক। এর সামনে দিয়ে হেটে যাচ্ছিলাম আর সুযোগ পেয়ে তুলেছিলাম আরকি।


#৪

IMG_20220814_182532.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

লেকসিটি কনকর্ড। এটি আমাদের এলাকার শেষের দিকে । বিশাল বড় একটি যায়গা জুড়ে এর অবস্থান। এটি আবাসিক কলনী বলা যায়। বিশাল বিশাল এক একটা বিল্ডিং। ভিতর টা খুবই সুন্দর। মন জুড়িয়ে যাওয়ার মতন। এর ভিতর আমরা প্রায়ই হাটতে যাই। যদিও অনেক সিকিউরিটিরা ঝামেলা করে। তবে সব সময় না। ভিতরে একটা পার্ক এর মতন যায়গাও আছে।


#৫

IMG_20220814_183816.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

প্রথম ছবিটি যে দিলাম সেটি যে যায়গায় দাড়িয়ে তুলেছিলাম। এই ছবিটিও সেই একই যায়গায় দাড়িয়ে তোলা। আমার ভালো লাগে এমন ছবি তুলতে। তবে এই ছবিটি আজকের তোলা একটু অন্য কোন থেকে । সেদিন এর আবহাওয়া আর আজকের আবহাওয়ার কি পার্থক্য। সেদিন লালছে আকাশ কত সুন্দর দেখাচ্ছিলো। আর আজ ছিলো মেঘলা আকাশ। মেঘলা আকাশ ও অবশ্য খারাপ না। আমার কাছে ভালোই লাগে।


#৬

IMG_20220814_183503.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

বিকেল বেলায় ফাকা রাস্তা। ভালোই লাগে এমন রাস্তায় হাটতে। তবে আরো একটু এগিয়ে আমাদের বটতলায় যা অবস্থা তা খুবই কষ্টদায়ক। ১ লেন এর রাস্তা। অথচ অটো আলারা মাঝে মধ্যে ৩ লাইন করে যাওয়ার জন্য। এই জন্য এক সাইড চিপা হয়ে বিশাল বড় জ্যাম লেগে যায়। এলাকার রাস্তায় এমন জ্যাম কি ভালো লাগে। যদিও পুরাণ ঢাকাতে সব সময় এমনটা হয়েই থাকে।


#৭

IMG_20220624_171527.jpg

https://w3w.co/waters.movements.hurricane

নিচে বিল আর উপরে নীল আকাশ। কি মধুর এক কম্বিনেশন। দেখতে দারুন লাগে কিন্তু। সেদিন আকাশ ফক ফকা পরিষ্কার ছিলো। এটি হর্দি বাজার এ তোলা । সেদিন টা অনেক মজার ছিলো। সামনে কোনো দিন সেই ভ্রমন এর সম্পুর্ন বর্ননা দিবো। ততদিন সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য । কাল পরীক্ষা আমার। যেনো ভালো ভাবে দিতে পারি।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড, ম্যাক্রো
ফটোগ্রাফি এরিয়াঢাকা


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

আপনি বরাবরই খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন, যেমনটি আজকেও করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন প্রিয় ভাই।

 2 years ago 

thank you so much for your support, it will encourage me.

 2 years ago 

সাতটি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে সুন্দর একটি অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

প্রথম ফটোগ্রাফি টি খুব অনেকদিন আগে তুলেছিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে রক্তিম সন্ধ্যার ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। রক্তিম সন্ধ্যার অপরূপ সৌন্দর্য এই ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এই দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে পরিবেশের এই চিত্রটা সবারই খুবই ভালো লাগে। কি সুন্দর দেখা যায় আকাশটা। ছবিটা আমার কাছেও বেশ লেগেছে ভাই।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে সন্ধ্যা করেন ছবিটি অসাধারণ হয়েছে। এছাড়া বাকি ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া একই জায়গায় দুইটা ছবি কিন্তু প্রথম ছবিটা কি সুন্দর লাগছিল কারণ রক্তিম সন্ধ্যা।

 2 years ago 

শেষের ছবিটা দারুন হয়েছে।আসলে এই রকম দৃশ্য গুল একটু খেয়াল করে দেখলে অদ্ভুত সুন্দর লাগে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন। সুন্দর একটা পরিবেশ লাগে। পানিতে আকাশ এর প্রতিফলন টা ভালো লাগে বেশি।

 2 years ago 

আপনি সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি রেনডম অ্যালবাম তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আকাশের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে। আকাশ যেন একবার একেক রূপে সাজে। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

আপু আমি আপনার মত আকাশের ছবি দেখলে খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। সকল ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করেছে।

 2 years ago 

জ্বি ভাই। সব সময় চাই ভালো কিছু ছবি উপহার দেওয়ার।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া। বিশেষ করে ১ ও ৭ নম্বর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অই দুইটা ছবি আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে। বিষয়টা।

 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। তবে লাস্টের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে ভালো লেগেছে। এইরকম নীল আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু। শিগ্রই অই যায়গার বিস্তারিত নিয়ে একটি পোস্ট করবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39