ভূল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভুল থেকে শিক্ষা নেওয়ার কিছু কথা। আশা করি সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক।


mistake-1966448_1920.jpg

Image by Tumisu from Pixabay

images (17).jpeg

ভুল ও তা থেকে নেওয়া শিক্ষা

আমরা নানান সময় নানান ধরনের ভুল কাজ করে থাকি। কিন্তু আমাদের উচিৎ সেই সব ভুল কাজ থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আদতে আমরা তা করি না বা করতে চাইনা। আমি ভুলের সাথে পরে থেকে আরো নিজের ক্ষতি করে বসি। কিন্তু আমাদের উচিৎ ভুল কে ভুলে তা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আমরা কেনো জানি এটাই করতে পারিনা। আমরা মানুষ আমাদের মাধ্যমে ভুল হতেই পারে। কারন মানুষ মাত্রই যে ভুল। একটা ভুল করে ফেললে সেটা নিয়ে পরে থাকলে হবে না। পরে থাকা উচিৎ ও নয়। কারন এতে নিজের ক্ষতি। দশের ক্ষতি।

images (17).jpeg

error-63628_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay


যেকোনো কাজে আমাদের ভুল হয়ে যেতেই পারে। কিন্তু তার জন্য ঘাবড়ে গেলে চলবেনা। থেকে গেলে হবেনা। উচিৎ হবে সামনের দিকে এগিয়ে যাওয়া। কারন ভুল এটা তো হতেই পারে। অস্বাভাবিক কিছু তো না। আর এমন তো না যে ভুল করে ফেললেন মানে আপনি খুন করে ফেললেন। আর ইচ্ছাকৃত তো আর ভুল করা যায়না। ইচ্ছাকৃত যেটা হয় সেটা ভুল না। যেটা অনিচ্ছাকৃত হয়ে থাকে সেটাই ভুল। ভুল কে তেমন বড় ভাবে দেখলে চলবেনা। আমাদের উচিৎ ভুল কে ভুলের মতই দেখা। কারন না হলে ছোট ভুল থেকে সেটা আরো বড় ধরনের ভুল হয়ে যাবে। ছোট ছোট ভুল গুলো কে আমাদের তেমন প্রাধান্য না দিয়ে তা কেনো হলো ভবিষ্যতে যেনো না হয় সেদিকেই বেশি খেয়াল রাখা উচিৎ।

images (17).jpeg

alcoholic-1939418_1280.jpg

Image by Laura M from Pixabay


বেশির ভাগ সময় দেখা যায় আমরা ভুল করে সেই ভুল নিয়ে পরে থাকি। এতে ধীরে ধীরে আমরা ডিপ্রেশন এর দিকে ধাবিত হই। অনেকে তো ভুল করে ডিপ্রেশনে গিয়ে সামনের দিকের কাজ কে বাধাগ্রস্ত করে। কি দরকার এমন টা করার। আগেই বলেছি মানুষ মাত্রই ভুল তাই আমাদের দরকার ভুলকে প্রাধান্য না দিয়ে ডিপ্রেশনে না যাওয়া। এতে স্বাস্থের মারাত্বক ক্ষতি হয়। টেনশন মানুষ কে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। ভুল নিয়ে যত বেশি চিন্তা তত বেশি ডিপ্রেশন। তাই ভুল নিয়ে বেশি মাথা ঘামানো উচিৎ না।

images (17).jpeg

learn-1820039_1920.jpg

Image by Wokandapix from Pixabay


যেহেতু আমরা মানুষ মাত্রই ভুল করে থাকি। তাই আমাদের উচিৎ সেই ভুল থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। কারন নাহলে আমরা কোনো কাজে সফলতা পাবোনা। ভুল নিয়ে বসে থাকলে সফলতা আসেও না। কোনো কাজে সফলতা পেতে হলে সে কাজে যেকোনো ধরনের ভুল হলে সেটা নিয়ে বসে থাকলে চলবে না। সেই ভুল থেকে কিছু শিক্ষা নিতে হবে যেনো সামনে এমন ধরনের কোনো বাধা না আসে। এভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। না হলে যত কিছু করুন সফলতা ধরা দেবেনা সহজে।

images (17).jpeg

success-1433400_1920.jpg

Image by Shahid Abdullah from Pixabay


শেষ কথা

আমরা মানুষ। মানুষ মানেই সেখানে ভুল থাকবে। কিন্তু আমাদের সবার উচিৎ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া। সফলতা পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভুল নিয়ে পরে থাকলে আর সফলতা আসবে না। এর জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে।



তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

ঠিক কথা বলার,ঠিক সময় বেছে নিতে পারায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। লেখা হোক সমাজ সংস্করণের হাতিয়ার। শুভ কামনা।

 3 years ago 

হ্যা ভাই। আপনার জন্য ও শুভকামনা রইলো।

স্বাগতম

 3 years ago 

আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল। জীবনে চলার পথে আমরা অনেক ভুল করি। ভুল করার পর সে বিষয়টা সংশোধন করতে পারলেই আমরা সামনে সফলতার সাথে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত এর জন্য।

আপনি একদম ঠিক বলেছেন ভাই ‌।মানুষ ভুলের বাইরে নয় অনেক ভুল করবে এটা স্বাভাবিক। কিন্তু আমাদের মানুষ হিসেবে সে ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরী। কারণ একই ভুল বারবার করলে জীবন সংগ্রামে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ধন্যবাদ ভাইয়া বিবেক নাড়ানো একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই। সুন্দর মতামত এর জন্য।

আপনার কথাটি আমার অনেক ভালো লেগেছে। আসলেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে আগানো সবথেকে বুদ্ধিমানের কাজ। আমাদের চলার পথে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু সেখানে থেমে গেলে চলবেনা। এজন্য মনীষীরা বলেছেন যেখানে একটা পথের শেষ সেখানে আরেকটা পথের শুরু। এজন্য জমে যাওয়া যাবে না। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা আমাদের মাথায় উপস্থাপন করার জন্য। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক ভাই। এক পথ শেষ হলে সেখানে অন্য পথের শুরু। তাই আমাদের ভুল নিয়ে বসে না থেকে এগিয়ে যাওয়া উচিৎ।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64