আমার বাইকের জন্য নতুন সিট কভার।
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। খুবই সুন্দর একটি দিন গিয়েছে আজ। বন্ধুকে নিয়ে বাইক দিয়ে ঘুরতে গিয়েছিলাম আজ। যদিও আজ সে নিয়ে কথা বলবোনা। আজ আমার বাইকে সিট কভার লাগানোর অনুভুতি শেয়ার করবো।
আপনারা অনেকেই জানেন আমি একটি বাইক কিনেছিলাম কিছু দিন আগেই। বাইকটির ইঞ্জিন কন্ডিশন ছিলো দারুন। খুবই ভালো এক ইঞ্জিন পেয়েছিলাম। এর সম্পূর্ণ ক্রেডিট আমার বন্ধু শুভোর। ও অনেক বাছাই করে এই গাড়িটি আমার জন্য বাছাই করেছিলো। যাক বাইকটি দিয়ে এখন আমি নিয়মিত অফিস যাওয়া আসা করি। অনেকটা সময় ও বেচে যায় এখন। যদিও সে সময়টা এখনো সেভাবে কাজে লাগাতে পারিনি। আমার ধারনা ছিলো আগে আগে বাসায় আসতে পারলে স্টিমিট এ কিছুটা সময় দিতে পারবো। কিন্তু ইদানিং অফিস এ একটু বেশি চাপ থাকার কারনে অনেকটা এক ঘেয়েমি এসেছে আমার মাঝে। তাই অফিস শেষে এসে বন্ধুদের সাথে কিছুক্ষন আড্ডা দেই। তবে আশা করি সামনের সপ্তাহ থেকে পুরো দমে স্টিমিটে একটিভ হতে পারবো। মনটা ফ্রেশই করতে পারলাম না এখনো। অফিস এর চাপ, ফ্যামিলির চাপ, বাইক কিনে টাকা পয়সার চাপেও আছি কিছুটা। যদিও তেল এর চিন্তা করতে হয়না। ম্যানেজ হয়ে যায় আমার সার্ভিস সেন্টার থেকেই। তো বাইক কেনার পর হালকা পাতলা কিছু সার্ভিসিং দরকার ছিলো। আমি আবার সখের জিনিশের যত্ন নেই অনেক। প্রথমেই আমার সিট কভার এর কাজ দরকার ছিলো। আসলে আগের সিট সাইড দিয়ে একটু ছেড়া ছিলো। তাই প্রথম সিদ্ধান্ত নেই সেই কাজ করাবো। তাই আমার সার্ভিস সেন্টার এর ফ্লোর সুপারভাইজর কে নিয়ে তার পরিচিত এক দোকানে চলে গেলাম। সেখানে সিট কভার দেখতে ছিলাম। আমার পছন্দ হয়েছিলো আর্মি ডিজাইনের একটা সিট কভার। যদিও প্রথমে কালো রঙ এর টা দেখিয়েছে। তবে আমার হেলমেট এর সাথে মিল রেখে নীল রঙ এর টাই পছন্দ হয়।
তো দামাদামি করে ফিক্সড হয় ৩৫০ টাকা। উনি সিট বাধিয়ে দিবে। তো কাজ শুরু করে দেয়। দেখলাম খুবই সুন্দর করে সিট বাধানো শুরু করে দিলো। আমি তো প্রথমে ভেবেছিলাম খুবই ঢিলাঢালা হবে। কিন্তু পরে দেখলাম টেনে টেনে খুব সুন্দর ভাবেই ফিট করতে ছিলেন উনি। খুব ভালো কাজ জানেন। আমি ফাকে ফাকে ছবি তুলছিলাম। খুব ভালো লাগতে ছিলো। দেখতেও বেশ লাগছিলো। যখন টেনে টেনে পিন গুলো মারছিলেন দেখতে চমৎকার লাগছিলো। আমি তো খুবই খুশি মনে মনে। কারণ এটা যখন লাগানো হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে। মনে এক ধরনের ফুর্তি কাজ করতে ছিলো। তো কাজ শেষে সজল ভাই বললেন ছোট একটা বালিশ বানিয়ে দিতে। উনি কিছু বালিশ দেখালেন তো সেটা আমার পছন্দ হচ্ছিলোনা। কারন ওটা কালো রঙ এর বালিশ। তো আমি বললাম থাক তখন সজল ভাই আমাকে বললেন সমস্যা নাই এটা ফ্রি নিবো। তখন লোকটা বললেন সিট কভারের ডিজাইন দিয়েই বানিয়ে দিবে। যেই কথা সেই কাজ। উনি বালিশ বানানো শুরু করলেন। তারপর সেটাও সুন্দর করে সেটাপ করে দিলেন। বেস আমাদের কাজ শেষ।
তো এবার আসলো বিল দেওয়ার পালা। যেহেতু ৩৫০ টাকা দিতে বলেছিলো আমিও সেটাই বার করতে নিয়েছিলাম। কিন্তু সজল ভাই বললেন ৩০০ টাকা দেন ভাংতি বাকিটা আমি বুঝে নিবো। তো আমিও সেটাই করলাম। উনি ৩০০ টাকা দিয়ে বুঝ দিয়ে দিলেন। ভালো লাগলো অনেক। কিন্তু এই সিট কাভার যদি আমি নিজে এসে লাগাতে যেতাম সেক্ষেত্রে ৫০০ টাকার উপর লাগতো। যাক ৫০০ টাকার কাজ আমার ৩০০ টাকা দিয়ে শেষ হইলো। এরপর যখন সিটটা বাইকে লাগালো দেখেই আমার মন ভরে গেলো। খুবই মানিয়েছিলো আমার বাইকের সাথে। তো আজ এই পর্যন্ত। আবারো বাইকের কোনো কাজ করালে আপনাদের সাথে শেয়ার করবো।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
আসলে ভাইয়া বাইকের সিট পরিবর্তন করলে যেন দেখতে বেশি নতুন লাগে। খুব সুন্দর ভাবে সিট কভার পরিবর্তনের মুহূর্ত টা ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর পাশাপাশি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্টের বিস্তারিত আলোচনা।
হুম ভাই। আমার বাইকের লুক ও অনেকটাই পরিবর্তন হয়েছে এখন।
আপনি ঠিক বলেছেন বাইক থাকলে যাতায়াতে অনেক সুবিধা হয়। আর অফিস যাওয়ার ক্ষেত্রে আরো বেশি সময় বাঁচায়। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমাদের কমিউনিটির এক্টিভিটির বজায় রাখার ক্ষেত্রে অনেক সময় আমাদের বাস্তব অবস্থাটাও ম্যাটার করে। যাই হোক আপনি আপনার বাইকে নতুন সিট কভার লাগিয়েছেন দেখে ভালো লাগলো। এবারে বাইকটা দেখতেও বেশ সুন্দর লাগছে। তবে ভালো লাগলো যে ৫০০ টাকার কাজ আপনার ৩০০ টাকাই হয়ে গিয়েছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা ভাই যাতায়াত এ সুবিধার জন্যই এই ব্যবস্থা করা।