লেভেল ৪ হতে আমার অর্জন - By @razuahmed || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
আমার সংক্ষিপ্ত পরিচয়
abb-school এর Study-level-04 থেকে আমার অর্জন
এবারের ক্লাস গুলোতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি যা যা জেনেছি তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম।
এবারের ক্লাস এ বিভিন্ন ধরনের ট্রান্সফার সম্পর্কে আলচনা করা হয়েছে। অনেক বিষয় আমার আগের থেকেই জানা যেহেতু আমি ২০১৭ থেকে ব্লকচেইন এর সাথে আছি। আবার অনেক কিছুই জানা নাই যেগুলা ক্লাস করে জানতে পেরেছি। ক্লাস করার মাধ্যমে আমি নতুন একটা এক্সচেঞ্জ সাইট সম্পর্কে জেনেছি যা আমাকে অনেক সুবিধা দিবে। কারন আমি আগে অন্য যে এক্সচেঞ্জ ব্যবহার করতাম যেখানে ১০ ডলার এর নিচে আমি ট্রেড করতে পারতাম না। কিন্তু নতুন যে এক্সচেঞ্জ এর কথা বলা হয়েছে সেখানে অনেক কম পরিমান ও ট্রেড করা যায়।
প্রশ্ন উত্তর -
১। p2p কি??
উত্তরঃ- p2p হচ্ছে ব্যাক্তি হতে ব্যাক্তির কাছে ট্রান্সফার। যখন আমরা আমাদের ব্যাক্তিগত একাউন্ট থেকে অন্য একটি ব্যাক্তিগত একাউন্ট স্টিম বা এসবিডি ট্রান্সফার করি সেটি p2p এর আওতায় পরে।
২। P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃ-
P2P এর মাধ্যমে Sbd ট্রান্সফার ।
৩। P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃ-
P2P এর মাধ্যমে Steem ট্রান্সফার ।
৪। P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃ-
P2P এর মাধ্যমে Trx ট্রান্সফার ।
৫। Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন। ?
উত্তরঃ-
SBD/STEEM কনভার্শন ।
৬। Poloniex Exchange site এ একটি Account Create করুন।
উত্তরঃ-
Poloniex Exchange Site এ আমার একাউন্ট ।
৭। আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উত্তরঃ-
আমার একাউন্ট থেকে Poloniex Exchange Site এ Steem ট্রান্সফার।
৮। আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
উত্তরঃ-
আমার একাউন্ট থেকে Poloniex Exchange Site এ TRX ট্রান্সফার।
৯। Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তরঃ-
steem/usdt কনভার্শন।
Trx/usdt কনভার্শন।
উল্লেখ্যঃ Trx কনভার্শন এ একটু ঝামেলা পোহাতে হয়েছে। কারন আমার একাউন্ট এ যে Trx ছিলো তা পর্যাপ্ত ছিলোনা। আবার usdt দিয়ে Trx কিনতে গিয়ে দেখলাম মিনিমাম ১০০ Trx কিনতে হবে। তাই আমি আবার স্টিম ডিপোজিট করে সেটাকে usdt বানিয়ে তারপর তা দিয়ে Trx কিনে আবার সেই Trx কে usdt তে কনভার্ট করে দেখালাম। যেহেতু পরীক্ষায় এটা চাওয়া হয়েছে।
ভাইয়া অনেক সুন্দর করে লেভেল 4 এর পরীক্ষা প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। যাতে অন্যরাও শিখতে পারবে ।আমি নিজে অনেক কিছু শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু। আশা করি আপনিও শিগ্রই লেভেল ৪ অতিক্রম করবেন।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই ভাইয়া আপনি প্রায় সবগুলো ধাপ পার হয়ে লেভেল 4 এ পৌঁছে গিয়েছেন। আর মাত্র একটি ধাপ পার হলেই আপনি ভেরিফাইড মেম্বার হিসেবে কাজ করতে পারবেন। খুব সুন্দরভাবে লেভেল 4 এর অর্জনগুলো শেয়ার করেছেন। আশা করি আপনি খুব দ্রুত সেই লেভেল পার হয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু।
লেভেল ফোর আপনি অনেক ভাল ভাবে পার করেছেন। আপনি প্রতিদিন স্টেপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার পোস্ট এর মাঝে। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই৷
এবিবি স্কুল এর লেভেল ৪ ক্লাস থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস সম্পর্কে জেনেছেন আপনি এবং অন্যদের জানানোর সুযোগ করেছেন।আপনার জন্য শুভ কামনা এবং অভিনন্দন এগিয়ে যান ভাই।
ধন্যবাদ৷ ভাইয়া৷
লেভেল 4 এর থেকে অনেক কিছুই শিখতে ও জানতে পেরেছেন। আশা করি পরবর্তী লেভেল গুলো ভালো ভাবে পার করতে পারবেন সেটাই কামনা করি। খুব সুন্দর উপস্থাপনা করেছেন অর্জিত ক্লাস থেকে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।।
আপনি যেহেতু পুরোনো ইউজার সেহেতু স্বাভাবিকভাবেই আপনি সব প্রশ্নের উত্তর সুন্দর ভাবে দিয়েছেন।
আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সুন্দর ভাবে এগিয়ে যাবেন এবং সব নিয়ম মেনে চলবেন।
শুভকামনা রইলো।
ইন শা আল্লাহ। দোয়া করবেন করবেন আপু। আশা করি সব সময় আপনাদের সাপোর্ট পাবো।