বন্ধুর সাথে গানের কভার || তোমারে দেখিবার মনে চায়

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ শরীর তেমন একটা ভালোনা। কাল কতই না মজা করেছি। আর আজ সারাদিন বাসায় পরেছিলাম। আমার ছুটির দিন গুলো খুবই বাজে যায়। বেশির ভাগ কাটে অসুস্থতায়। কি আর করা। কাল রাত ২ টার পর। আমরা রান্না বান্না শেষ করে বারান্দায় গেলাম। ঠান্ডা আবহাওয়া। বাকি রা গেম খেলতেছিলো। তো বারান্দায় আমি আর আমার বন্ধু প্লাবন গান গাচ্ছিলাম। হঠাৎ মনে হলো গান রেকর্ড করি। আপনাদের শোনানো যাবে। তাই রেকর্ড করলাম। যদিও খুব একটা ভালো হয়নি। দুজনের টোন দুই রকম ছিলো। আসলে প্র্যাকটিস নাই তো। হঠাৎ গেয়েফেলেছি। শেষের লিরিক তো মনেও ছিলোনা। তখন চুপ ছিলাম।



তোমারে দেখিবার মনে চায়

আজো একটি গান করার নতুন প্রচেস্টা। গান খুব ভালো একটা পারিনা। তবে আজ গেয়েছিলাম আমার এক বন্ধু প্লাবন এর সাথে। এও গানটি আপনাদের অনেক আগে একবার শুনিয়েছিলাম। আজ বন্ধুর সাথে গেয়ে রেকর্ড করলাম। জানিনা কতো ভালো হয়েছে। এটি আপনারাই জানেন। তো এই গানটিও আমার পছন্দের লিস্ট এর একটি গান। কিছু দিন পর পরই এই গান শুনি আমি। নিজেও মাঝে মাঝে গুনগুন করি। তো চলুন আর বক বক না করে আমার গান শুনা যাক -


image.png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

গানটির তথ্য
  • গানঃ তোমারে দেখিবার মনে চায়।
  • লেখকঃ ক্বারী আমির উদ্দিন আহমেদ ।

আমার গান -






গানের লিরিক্স


“তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও অমায়
দেখা দিয়া শান্ত কর
নইলে আমার প্রাণ যায়
তোমারে দেখিবার মনে চায়
বহুরুপ মহিমা তোমার
তুমি রুপের মূরতি
দেখতে শোভা মনোলোভা
তাইতো করি আরতি
রাখ হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়
তোমারে দেখিবার মনে চায়
সামনে দাড়াও একবার দেখি নয়ন ভরিয়া
ভালোবাসি তবে কেন যাওনা শান্ত করিয়া
তোমারে দেখিয়া একবার
জল ঢেলে দেই বেদনায়
তোমারে দেখিবার মনে চায়
বুকে আছে মুখে বন্ধু আসে নাহি সর্বক্ষণ
তোমারে দেখিতে আমি করি যে রুপ আকিঞ্চণ
তুমি জানো আমার বেদন কী রুপ চায় কল্পনায়
তোমারে দেখিবার মনে চায়

লিরিক্স সোর্স


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বেশ ভালই এনজয় করেছো বন্ধু বোঝা যাচ্ছে, আমার খুব পছন্দের একটা গান খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

হ বন্ধু অনেক মজা হয়েছিলো। চাইলে তুমিও আসতে পারতে। আরো মজা করতে পারতাম আমরা সবাই মিলে।

 2 years ago 

বন্ধুকে সাথে নিয়ে খুব সুন্দর করে গাইলেন ভাই। গানটি সত্যিই খুব সুন্দর। সেই সাথে আপনাদের কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি গান বাছাই করে আমাদের মাঝে পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আরো গান গেয়েছিলাম। তবে রেকর্ড করেছিলাম এটিই।

 2 years ago 

এভাবে যদি যৌথভাবে গান গাওয়া যায় অনেক ভালো লাগে। যৌথভাবে শুধু গান কেন যে কোন কাজ করতে অনেক বেশি অনুপ্রেরণা জাগে। দুইজনে মিলে গান কভার করেছেন আমাদের সাথে শেয়ার করেছেন আপনারা দুইজনের কন্ঠ দারুণ ছিল অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদম। আমরা দুজনও খুব উপভোগ করেছিলাম বিষয়টা। খুবই ভালো লেগেছিলো আমাদের কাছে।

 2 years ago 

বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি গান গেয়েছেন আপনি।"তোমারে দেখিবার মনে চায়" আপনি এবং আপনার বন্ধু মিলে অতি চমৎকারভাবে গেয়েছেন। আপনাদের কন্ঠে এই গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি ভাইয়া। দোয়া করবেন আমাদের জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি আপনার বন্ধুর সাথে খুবই ভালোই একটা গান কভার করেছেন। তোমারে দেখিবার মনে চায় গানটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে শুনতে। যেহেতু আপনারা বন্ধুরা এই গানটি একসাথে গিয়েছেন তাই গানটি শুনতে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। খুবই সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন বলেছেন আপনারা। মনটা একেবারে ভরে গেল গানটি শুনে।

 2 years ago 

আমার ও খুব পছন্দের একটি গান।

 2 years ago 

বন্ধুকে সাথে নিয়ে খুবই সুন্দর একটা গানের কভার করেছেন আপনি। এরকম গানগুলো শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে খালি গলায় গাওয়া এরকম গানগুলো শুনতে একটু বেশি পছন্দ করি আমি। দুজনের কন্ঠে একসাথে গানটি একেবারে অন্যরকম এসেছে যার কারণে আরো বেশি ভালো লাগলো। গানটি এর আগে আমি অনেকবার শুনেছিলাম। আমার কাছে এমনিতে গানটি শুনতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

হুম এই ধরনের গান গুলো শুনতেও অনেক ভালো লাগে।

 2 years ago 

ফোক আঙ্গিকের এই গানটা অনেক বার শুনেছি । ভীষণ ভালো লাগে শুনতে। আর গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। বন্ধুদের নিয়ে এভাবে একসাথে গান গাওয়ার একটা অন্যরকম মজা আছে। গানটা শুনতে শুনতে আমিও ভীষণ মিস করছিলাম ক্যাম্পাস লাইফটাকে। অনেকদিন এরকম গানের আড্ডায় বসি না। অনেক ভালো লাগলো ভাই পোস্ট টা।

 2 years ago 

হুম ভাই। গানটা কিন্তু বেশ লাগে। আড্ডায় আমাদেরও তেমন বসা হয়না। এখন তো চাকরীর জন্য তেমন সময় পাইনা।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107743.04
ETH 3773.66
USDT 1.00
SBD 0.58