পছন্দের আতর পারফিউম হাতে পাওয়ার অনুভূতি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দোয়াতে আমিও খুবই ভালো আছি। তবে লোড শেডিং এর জ্বালায় মনে হয়না খুব একটা ভালো থাকতে পারবো। যা শুরু হয়েছে। এই পোস্ট লিখতে বসলাম এই নিয়ে ৩ বার। এখনো ঠিক মত লিখে শেষ করতে পারবো কিনা জানিনা। যা অবস্থা শুরু করেছে কারেন্ট। যায় আর আসে। যাই হোক আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের পারফিউম হাতে পাওয়ার অনুভূতি।



IMG_20221018_123025-COLLAGE.jpg

সিগার রিডিফাইন্ড- পারফিউম টাইপ আতর

আপনারা অনেকেই জানেন আমি পারফিউম পাগলা। পারফিউম নিয়ে আমার অনেক অভিজ্ঞতা এবং স্মৃতি রয়েছে। তাইতো পারফিউম এর সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। আমি ভালো মানের আতর পারফিউম সংগ্রহ করতে ভালোবাসি। আমার সংগ্রহে অনেক আতর পারফিউম রয়েছেও। যেমন যদি কিছুর নাম বলি - এস্কেপ, সেন্সুয়াল, ইরানি বাখুর, আমির-আল-উদ, গুচ্চি রাশ, কুল ওয়াটার সহ আরো অনেক রকম এর আতর। আর সংগ্রহশালা করতে ভালোই লাগে। এক এক দিন এক এক টাইপের আতর মাখতে নিজের কাছেও অনেক ভালো লাগে। আর ফ্রেশ ফ্রেশ লাগে। তো অনেকদিন ধরেই আমার আতর কেনা হচ্ছেনা। কারণ টাকার মিল করতে পারছিলাম না। স্টিম থেকে যা পাচ্ছি তার সাথে টিউশনি থেকে আসা টাকা মিলিয়ে বাসায় টাকা দিতে হয়। দিন শেষে আমার পকেট ফাকাই থেকে যায়। তবুও একটু একটু করে গত ৩ মাসে ৫০০ টাকা জমিয়েছিলাম। ভাবলাম আতর ও শেষ হওয়ার পথে তাই কিনবো। কিন্তু দাম দেখে আর কেনা হচ্ছিলোনা।

IMG_20221018_123239.jpg

IMG_20221018_123221.jpg

এভাবে চলতে চলতে একদিন ফেসবুক এ একটা আতর এর বিজ্ঞাপন দেখলাম। এতো সুন্দর ভাবে গুছিয়ে লিখেছে যা পড়লে যে কেউ মুগ্ধ হবে। আমিও এর মুগ্ধতায় পরে যাই। যদিও অতটা প্রিমিয়াম আতর না। তবুও ও যে বললাম না লেখা পড়ে যে কেউ আকৃষ্ট হবে কেনার জন্য। গত ২ সপ্তাহে একবার ভাবি কিনবো, অর্ডার দিতে যাই তখন আবার ভাবি আছেই ৫০০ টাকা কিনলেই তো শেষ হয়ে যাবে। আমার কাছে আবার ভাংতি টাকা থাকেনা। মানে ৫০০ টাকা যদি একবার ভাংগাই তাহলে সেটা কোন দিক দিয়ে শেষ হয়ে যায় নিজেও বুঝিনা। দুই সপ্তাহ ঘোরার পর অবশেষে ভাবলাম অর্ডার করেই ফেলি।

image.png

এই আতর এর ৩ টা বোতল ছিলো। ৪.৫ মিলি, ৮.৭৫ মিলি এবং ১৪.৫ মিলি। আমি ভেবে চিন্তে ৮.৭৫ মিলির টাই অর্ডার করলাম। কারণ ভাবলাম যদি ভালো না লাগে। যেহেতু অনলাইন থেকে অর্ডার করছি সেহেতু চেক করতে পারবোনা। আবার একবারে কমটা অর্ডার করলাম না ডেলিভারিচার্জ তো দিতেই হবে এই ভেবে। তাই সব কিছু ভেবে ৮.৭৫ মিলির বোতল অর্ডার করলাম। তারপর এবার আমার অপেক্ষার পালা। ভেবেছিলাম পরদিনই পাবো। কিন্তু না সেদিন আর পেলাম না। এর পরের দিন ও অপেক্ষা করেছি। কিন্তু সেদিন ও দেখলাম কোনো খোঁজ খবর নাই। অবশেষে আজকে আতর হাতে পেলাম। ওনারা খুব সুন্দর ভাবে প্যাক করে আতর পাঠিয়েছিলো। আমি পড়াতে যাওয়ার সময় ডেলিভারি রিসিভ করি। তারপর টাকা পে করে স্টুডেন্ট এর বাসায় চলে যাই। যেতে যেতে রাস্তায় সব প্যাক খুলে শুধু আতর এর বক্স টা বার করি।

IMG_20221018_123709.jpg

প্রথমেই একটু ঘ্রান নিয়েই আমি পাগল হয়ে যাই এতো ভালো লেগেছিলো। মিস্টি একটা ঘ্রান। পুরো মন যেনো ঠান্ডা করে দিয়েছে। তারপর পকেট এ রেখে স্টুডেন্ট এর বাসায় যেয়ে শুনি সে নাই। আজ পড়বেনা। তারপর বাসায় চলে আসলাম। কারণ আতর ভালোভাবে তখনো পরখ করে দেখিনি। বাসায় এসে সুন্দর ভাবে দিয়ে ইচ্ছা মতন সুবাস নিলাম। এতো ভালো লেগেছে আমার যা বলার বাইরে। ঠান্ডা ঠান্ডা ঘ্রান এর মজাই আলাদা। এই টাইপের আতর খুবই ভালো লাগে আমার কাছে। ওনারা খুবই সুন্দর ভাবে প্যাক করেছিলেন তাই আরো ভালো লেগেছিলো । সাথে একটি সুন্দর কুইজ এর দাওয়াত ও দিয়েছেন একটি খামে করে। ব্যাপারটা বেশি ভালো লেগেছে। আবার আতর এর বক্স এ কিভাবে ব্যবহার করব সেটির ও ছবি দেওয়া আছে। আজ সেভাবেই ব্যবহার করেছিলাম।

IMG_20221018_123603.jpg

IMG_20221018_123047.jpg

আতর এর ঘ্রান সম্পর্কে অভিযোগ করার কোনো সুযোগই নাই। তবে এর স্থায়ীত্ব একটু কম। এর মানে হচ্ছে সাথে রেখে ব্যবহার করতে হবে। অবশ্য দাম হিসেবে ঠিক আছে আমি মনে করে। যেখানে অন্য প্রিমিয়াম আতর ৩ মিলি ১৮০০ টাকা । সেখানে এই আতর ৮.৭৫ মিলি ২১০ টাকায় পেয়েছি। তাই বেশি বেশি ব্যবহার করতে সমস্যা নাই আমার। ঘ্রান তো সেই। এক কথায় অসাধারন। আমি বিকালে গোসল করে লাগিয়েছি। ভালো লাগছে ঘ্রান। নিজের কাছে ভালো লাগা মানেই তো আসল ভালো।

তো এই ছিলো আমার পছন্দের আতর পারফিউম হাতে পাওয়ার অনুভূতি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে সামনের কোনো এক ব্লগ এ। ততদিন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কার কাছেই না ভালো লাগে নিজেকে একটু সতেজ রাখার জন্য। কিন্তু দারিদ্রতা কড়া নাড়ার কারণে অনেক সময় হাজার চেষ্টা করলেও সতেজ থাকা যায় না। তবে আপনার আতর কেনার অনুভুতি ছিল অসাধারণ। সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আর পারফিউমের প্রতিযোগিতায় প্রথম হওয়ারই কথা। কারণ আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেন।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যা ভাই ঠিক বলেছেন। দারিদ্রতার জন্য অনেক সময়নেক ইচ্ছাই পূরণ করা হয়না।

 2 years ago 

হাজার স্বপ্ন ব্যর্থ করে দেয় আমাদের দারিদ্রতা।।

যাইহোক দারিদ্রতা জয় করাই আমাদের কাজ পারফিউম আমারও অনেক ফেভারিট আমার মনে আছে আপনার সেই প্রথম হওয়া পারফিউম নিয়ে পোস্টার কথা আজও ।অনেক ভালো লিখেছিলেন সেদিন।।

পারফিউম সম্পর্কে আজও খুব সুন্দর কিছু কথা লিখেছেন আমাদের মাঝে যদিও তিনবারে লিখেছেন বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আসলে আমরা সবাই এখন যোন জীবনে হতাশায় ভুগছি।

 2 years ago 

হুম লোড শেডিং মারাত্নক আকার ধারন করেছে। রাতেও চলে যায়। তখন মানুষ ঘুমাতে কি যে কষ্ট করে।

 2 years ago 

আপনার সাথে আমার একটা বিষয়ে মিল আছে যে ৫০০ টাকার নোট ভাঙ্গালে কিভাবে শেষ হয়ে যায় সেটা বলার ক্ষমতা থাকে না 🙂

এস্কেপ, সেন্সুয়াল, ইরানি বাখুর, আমির-আল-উদ, গুচ্চি রাশ, কুল ওয়াটার সহ আরো অনেক রকম এর আতর।

যাক আপনার দৌলতে অনেকগুলো আতরের নামের সাথে পরিচিত হলাম।

 2 years ago 

হেহে আরো অনেক নাম আছে।

 2 years ago 

আতর বা পারফিউম সংগ্রহ এইরকম শখ অনেকেরই থাকে। এই শখ আমার চাচাতো ভাইয়ের ও আছে। অনলাইন থেকে আতর অর্ডার আপনার সাহস আছে বলতে হবে আমি হলে এই সাহস করতাম না। যদি পানি দিয়ে দেয় হা হা। তবে শেষমেষ ভালো প্রোডাক্ট পেয়েছেন শুনে ভালো লাগল।

 2 years ago 

আমি এর আগেও অনলাইন থেকে কিনেছি। আর উপরে যে নাম গুলা বলেছিলাম সেগুলা কিন্তু দারুণ দারুণ ঘ্রান এর আতর। ওগুলা কিনেও ঠকিনি। আর কেউ যদি ঠকায় তাহলে সে উপরে জবাব দিবে। তবে হ্যা অনলাইনে জিনিশ কিনতে খুবই ভয় লাগে।

 2 years ago 

আমারও পারফিউম খুব ভালো লাগে, তবে ভালো মানের আতর ব্যবহার করা হয় নাই বডি স্প্রে অনেক ব্যবহার করা হয়। লোকাল দোকান থেকে মাঝেমাঝেই আতর কেনা হয়। তবে এই আতরটা দেখে বেশ ভালো লাগছে রিভিউ ভালো হলে আমিও একটা কিনে ফেলবো ভাবছি।

 2 years ago 

হুম আমি কয়দিন ব্যবহার করে রিভিউ দিবোনে। তারপর কিনিস একটা।

 2 years ago 

বকুল ফুলের সুগন্ধি আমার খুব পছন্দের। আপনি পারফিউম হাতে পেয়েছেন জেনে খুব ভালো লাগলো ‌‌। আসলে বাসা থেকে বের হতে যদি পারফিউম ব্যবহার না করি তাহলে কেমন যেন শূন্যতা মনে হয়। পারফিউম পাওয়ার অনুভূতি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম ভাই। খুব এক্সাইটেড ছিলাম। ঘ্রান ও আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

পছন্দের আতর পারফিউম হাতে পাওয়ার খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর অনুভূতির কিছু কথা পড়ে। কিন্তু আমার কাছে এই ধরনের পারফিউম একদমই ভালো লাগেনা কারণ এর গন্ধ আমি সহ্য করতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হুম এটা স্বাভাবিক। এক এক জন এর পছন্দ এক এক রকম। তবে কিছু মিস্টি ঘ্রান এর আতর আছে সেগুলো দেখতে পারেন। কড়া ঘ্রান এর গুলা ভালো লাগবেনা আমি জানি। মেয়েদের একটু মিস্টি টাইপের ঘ্রান ভালো লাগে।

 2 years ago 

আপনি পারফিউম হাতে পাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমারও খুব ভালো লেগেছে। কারণ ভালোলাগার জিনিসগুলো অনেক প্রত্যাশার পরে যদি হাতে পাওয়া যায় তাহলে অন্যরকম ভালোলাগা ফেল হয়। আজকে আপনার এই পোস্ট এর মধ্য দিয়ে জানতে পারলাম আপনি পারফিউম পাগল একজন মানুষ। বিস্তারিত আলোচনা করেছেন তাই অনেক ধারণা লাভ করলাম আপনার এই ভালো লাগা বিষয়ে। এত সুন্দর পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

একদম ঠিক বলেছেন। ভালো লাগার জিনিশ গুলো হাতে পেলে খুবই ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনার পছন্দের আতর পারফিউম হাতে পাওয়ার অনুভূতি পড়ে ভালই লাগলো। সাথে অনেক গুলো আতর পরিফিউমের নাম জানতে পারলাম। হাতে মাত্র পাচঁশত টাকা আছে তার মধ্যে ২১০ টাকার আতর কিনে ফেললেন। আমি বেভেছিলাম আমার কাছেই টাকা কম। এখন দেখতেছি আপনার থেকে আমার কাছে ২০ টাকা বেশি আছে। আমি গত এক সাপ্তাহ ধরে ৫২০ টাকা নিয়ে ঘুরতেছে খরচ করি না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খরচ করলেই দেখবেন শেষ হয়ে গেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63