কবিতা আবৃত্তিঃ- একবার তুমি || শক্তি চট্টোপাধ্যায়

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আমি মহা ব্যস্ত ছিলাম। সকালে স্যার এসেই অফিসে সেল বাড়ানোড় নিঞ্জা টেকনিক দিয়ে গেলো। রাতে এটা নিয়ে মিটিং ও ছিলো। আর সব গুছাতে গুছাতে দেড়ি হয়ে যায়। মাঝে দিয়ে বাইকেও হাল্কা কাজ করিয়ে নেই। একটা এলইডি হেডলাইট লাগাই। আর কিছু নাট টাইট দেই। আরো কাজ আছে কাল করিয়ে নিবো। ও কাজ করালেই আপাদত আর কাজ নাই। যাক আজ কবিতা নিয়ে হাজির হলাম আবারো। আশা করি ভালো লাগবে।



একবার তুমি

আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তবে অনেকদিন ধরেই আর কবিতা নিয়ে আসিনি। কিন্তু আজকে খুব মন চাচ্ছিলো একটা কবিতা আবৃত্তি করে শোনাই আপনাদের। তাই ভাবলাম কি কবিতা আবৃত্তি করা যায়। শক্তি চট্টোপাধ্যায় এর এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আবৃত্তি করেও খুব মজা পেয়েছি । তো এবার আপনারা শুনুন-


Blue Orange Colorful Aesthetic Minimalist Lofi Music YouTube Thumbnail.png

ক্যানভা প্রো দিয়ে বানানো।


আমার আবৃত্তি -





কবিতা-


একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো--

দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে

পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল

নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল

একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো ।

বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে

যেন কবিতার নগ্ন ব্যবহার , যেন ঢেউ, যেন কুমোরটুলির সালমা-চুমকি- জরি-মাখা প্রতিমা

বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি ।

বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল

চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই - পাথরের ফাঁক - ফোকরে রেখে এলেই কাজ হাসিল-

অনেক সময়তো ঘর গড়তেও মন চায় ।

মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে

আমাদের সবই দরকার । আমরা ঘরবাড়ি গড়বো - সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো

রূপোলী মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে

একবার তুমি ভলবাসতে চেষ্টা করো ।

কবিতার সোর্স


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাই কবিতার আবৃত্তিটা আপনি আপনার সেই মানুষটাকে শোনান তাহলে কিন্তু ১০০% পটে যাবে 😁 চমৎকার আবৃত্তি করেছেন জাস্ট অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আহ ভাই কি যে বলেন। কই আর পটলো।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এক কবিতা আবৃত্তি। খুবই সুন্দর ভাবে আপনি এই কবিতাটা আবৃত্তি করেছেন। এরকম একটি কবিতা আবৃত্তি আপনার কাছে থেকে শুনতে পেরে খুবই ভালো লাগলো৷ সব সময় আপনি অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা আবৃত্তি শেয়ার করে আসছেন৷ আজকেও একদম অসাধারণ একটি কবিতা আবৃত্তি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য৷

 2 years ago 

কবিতা আবৃত্তি তেমন করা হয়না। কারণ পারি না খুব একটা।

 2 years ago 

ভাই,আপনি কিন্তু দারুণ কবিতা আবৃত্তি করতে পারেন। আপনাদের দেখেই তো অনুপ্রাণিত হয়ে, আমরা কবিতা আবৃত্তি করার জন্য চেষ্টা করি। মন চাচ্ছিল আর আপনি আমাদের মাঝে কবিতা আবৃত্তি করলেন। বাহ, অসাধারণ। ভীষণ ভালো লাগলো আমার কাছে আপনি দারুন কন্ঠে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনার কণ্ঠটি বেশ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।আমরা আশা করব, আপনি প্রতিনিয়ত সপ্তাহে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে চেষ্টা থেকেই করা। যদিও অতটা ভালো হয়না। তবে চেষ্টা করি আমি।

 2 years ago 

কে বলেছে ভাই আপনি কবিতা আবৃত্তি করতে পারেন না। আপনি বেশ দারুণ কবিতা আবৃত্তি করেন। শক্তি চট্টোপাধ্যায় এর এই কবিতা টা আমার অনেক পছন্দের একটা কবিতা। কবিতা টা দারুণ আবৃত্তি করেছেন ভাই। এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা আবৃত্তি টা শেয়ার করে নেওয়ার জন্য ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটু একটু পারি আরকি। কবিতাটি আমারো অনেক পছন্দের।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 108800.39
ETH 3913.70
USDT 1.00
SBD 0.61