সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা.... 🇧🇩🇧🇩🇧🇩

in আমার বাংলা ব্লগ8 months ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



Bright Illustration of a Summer Camping Participant Certificate, Kid's diploma.png

ক্যানভা প্রো দিয়ে বানানো।

কি অবস্থা সবার। আশা করি আপনারা সবাই জোশ মুড এ আছেন। আমিও আছি চমৎকার। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ আমাদের বিজয় দিবস। যদিও আমার আজো ছুটি নাই। অফিস আসতে হয়েছে। সকাল বেলা বাইকে বাংলাদেশের লাল সবুজ পতাকা লাগিয়ে আসতে আলাদা একটা ভালো লাগা কাজ করেছিলো আমার। খুবই উপভোগ করেছিলাম যখন বাইকের লুকিং গ্লাসে পতাকাটি বাতাসে ভেসে ছিলো।

IMG-20231213-WA0014.jpg

আবারো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালের এই দিনে আমরা ৩০ লক্ষ্য প্রাণের বিনিময়ে বিজয় অর্জন করি। বাংলাদেশ হয় স্বাধীন বাংলাদেশ। লাল সবুজ এর এক পতাকা পাই আমরা। এই পতাকার মূল্য অনেক। যা আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আমাদের এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের এই স্বাধীনতা আসে। যুদ্ধ হয়তো সচক্ষে দেখিনি। তবে শুনেছি সেই বর্বরতার কাহিনী। আমাদের মুক্তিযোদ্ধারা বুক ফুলিয়ে লড়ে গিয়েছেন দীর্ঘ নয়টি মাস। অনেক শহীদ হয়েছে। অনেকে কঠিন নির্যাতন এর স্বীকার হয়েছেন। কিছু ঘটনা শোনা তো কিছু বই এ পড়েছি। কিছু আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবিতে দেখিছি। রাজাকার ও হানাদার বাহীনির বর্বরতা ছিলো খুবই নিষ্ঠুর। সব কিছু ছাপিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। পেয়েছি বাংলাদেশ নামক এক রাষ্ট্র। আজকের এই বিজয় দিবসে লাখো শহীদের শ্রদ্ধ্যা সরণ করি। আল্লাহ সবাইকে জান্নাত দান করুক। তাদের এই আত্নত্যাগ এর জন্যই তো আমরা লাল সবুজ পতাকা পেয়েছি।

IMG_20231216_085239.jpg

IMG_20231216_093225.jpg

আজ বিজয় দিবস। সরকারি ছুটি সব যায়গাতেই। তবে আমাদের সার্ভিস আজো খোলা রেখেছে। খুবই খারাপ লেগেছে বিষয়টা। টানা ডিউটি করে ক্লান্ত আমরা সবাই। একটা দিন অন্তত ছুটি দরকার ছিলো আজ। আগের থেকেই অনেক প্ল্যান করে রেখেছিলাম। বাইক নিয়ে ঘুরতে যাবো কয়েকজন মিলে এমন প্ল্যান ছিলো। কিন্তু গতকাল রাতে শুনি আজ সার্ভিস ও সেলস খোলা থাকবে। তাই আসতেই হবে। কি আর করা। স্যার দের নির্দেশ তো মানতে হবে। ২ দিন আগেই আমি ছোট্ট এক পতাকা কিনেছি। অবশ্য আমি কিনিনাই। আমার পার্টস অফিসার কিনে দিয়েছিলো। গিফট বলতে পারেন। সেটা বাইকে লাগানোর প্ল্যান ছিলো। তাই সেটা সেদিন পকেট এ রেখেছিলাম। আজ সকালে রেডি হয়ে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন একটা গাড়িতে পতাকা দেখে আমারো পতাকা লাগানোর ইচ্ছা যাগে। সাইডে বাইক থামিয়ে লুকিং গ্লাসে পতাকা সেটাপ করে দেই। এরপর অফিসে যাত্রা শুরু করি। ভালোই লাগে খুব। বাতাসে পতাকা যখন উড়ছিলো দেখতে কেমন ভালো লাগছিলো সেটা বলে বুঝাতে পারবোনা।

IMG_20231213_110208.jpg

IMG_20231216_085235.jpg

বেশি ভালো লাগছিলো বাইক রাইড করতে। আজ রাস্তা একদমই ফাকা। একবার ও জ্যাম এর জন্য ব্রেক করতে হয়নি আজ। আমি হিসাব করে দেখলাম বাস স্ট্যান্ড থেকে অফিসে পৌঁছাতে ২০ মিনিট এর মতন লেগেছে। তাও আমার বাইকের গতি ছিলো গড়ে ৪০-৪৫ কি.মি. । আদতে এই সময়ই লাগার কথা প্রতিদিন। কিন্তু লেগে যায় অনেক বেশি। জ্যাম কি পরিমান সময় খায় আমাদের ভাবুন একবার। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আমার অন্য এক পোস্ট এ।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago (edited)

একেবারে বাংলার বীর সেনার মত করে তাহলে আপনিও বাইকের সামনে পতাকা মেলে বাইক চালিয়ে গেলেন। তখন মনে হয় বুকের মাঝে নিজেকে অনেক সাহসি বলে মনে হচিছলো। যাই হোক আপনার এমন কথা গুলো পড়তে পড়তে আমারও ইচ্ছে হচ্ছে এমন ফাঁকা রাস্তায় আমিও একটু বাইক চালাই।

 8 months ago 

একদম আপু। সত্যি দারুন লাগছিলো নিজের খুব। আর সেদিন বাইক চালিয়ে সব থেকে মজা পেয়েছিলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

ভাইয়া আজকে বিজয় দিবসের দিনে আপনাকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই দিনে ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পায় লাল সবুজের পতাকা। তবে আপনার এই পোস্ট দেখে প্রথমত খুবই ভালো লাগলো। ভাইয়া আজকের এই দিনে অনেক মানুষ তারা তাদের বুকের রক্ত দিয়েছিল। তবে আপনার আজকে ছুটি না পাওয়ায় একটু বিরক্ত বোধ করেছেন। তারপরে ও যাক আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব টি পালন করেছেন যেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া সকালের মাঝে এমন একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জ্বি ভাই অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনটা।

 8 months ago 

আজকে দেশের ছোট বড় সব ধরনের অফিস সরকারি ছুটি পালন করছে।জাইহোক।আমাদের এই রক্ত মাখা ইতিহাস প্রতি বছর এই দিনে উজ্জিবিত করে আমরা অনেক আনন্দিত। অনেক দারুন হয়েছে আপনার জন্য খারাপ লাগলো সারাদিন ডিউটি করেছেন।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জ্বি আমরা বাদে সবাই ছুটি উপভোগ করছে ভাই।

 8 months ago 

বিজয় দিবসে আপনাকে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যাদের আত্মত্যাগে আজ আমরা বিজয় উল্লাস করছি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দীর্ঘ নয় মাস যুদ্ধে করার পর আমরা মহান বিজয় অর্জন করেছি। বিজয় দিবসে সুন্দর মুহূর্ত পার করেছেন। জাতীয় পতাকা সাথে করে বাইক রাইড করে গন্তব্যে পৌঁছেছেন। শহীদদের আত্নত্যাগের জন্যই আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

জ্বি ভাই শহীদ দের এই আত্নত্যাগের কারনেই আজ আমাদের লাল সবুজ পতাকা রয়েছে।

 8 months ago 

বিজয় মানে খুশি, আজ আমাদের বিজয় দিবস এই উল্লাসে আমরা সারাদিন যেন অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। তবে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি বিজয় অর্জন করেছি। তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সত্যিই আজকে এই বিজয় দিবস উপলক্ষে আপনার পোস্ট পড়ে খুবি ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হুম ভাই তাদের জন্য রয়েছে বিনম্র শ্রদ্ধা

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55425.80
ETH 2363.69
USDT 1.00
SBD 2.34