যেকোনো কাজে লেগে থাকুন। সফলতা আসবেই || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আপনাদের সাথে শেয়ার করবো সফলতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আশা করি সাথেই থাকবেন।।



people-3509144_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay

images (17).jpeg

সফলতা

সফলতা এমন এক জিনিশ যা সহজেই কারো কাছে ধরা দেয় না। সফলতার ছোয়া পেতে হলে অনেক কঠিন বাধা পার হতে হয়। কোনো কাজ শুরু করলেই সফলতা আসবে জিনিশ টা এমন নয়। তাহলে পৃথিবীর সকল মানুষ ই সফলতার দেখা পেতো। তবে হ্যা। আপনি যদি যেকোনো বিষয়ে লেগে থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতার দেখা পাবেনই। আমরা সাধারনত অনেক সময় কোনো কাজে সফলতা না দেখলে অল্পতেই হার মেনে তা থেকে দূরে চলে যাই। কিন্তু আদতে এটা করা একদম ই উচিৎ নয়। আমাদের উচিৎ লেগে থাকা । লেগে থাকলেই তো সফলতা ছোয়া পাওয়া যাবে।

images (17).jpeg

decision-5291766_1920.jpg

Image by PixxlTeufel from Pixabay


সফলতা পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে কখনো অন্যের কথা শোনা যাবেনা। অন্যরা আপনাকে সঠিক পথ দেখাতে পারবেনা। সফলতার পথ আপনাকে নিজেকেই খুজে নিতে হবে। কারণ বেশির ভাগ মানুষ শুধু সমালোচনা করবে আর বলবে সফলতা পাবা না। এভাবেই তারা আপনাকে দমিয়ে রাখতে চাবে। একবার ব্যার্থ হলেই তারা আপনাকে অনেক কথা শুনাবে। কিন্তু ব্যার্থ হতে হতেই তো এক সময় সফলতা ধরা দেয়। তাই আপনাকে সব সময় চেস্টা করতে হবে অন্যের কথায় কান না দিয়ে নিজেই সঠিক পথ টি বেছে নেওয়া। তাহলেই আপনি সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন। আর মানুষ এর কথা শুনে যদি ভাবেন থাক পিছিয়ে যাই তাহলে জীবনে বড় ভুল করবেন। আর কখনো সামনে এগোতে পারবেন না। কারণ কেউ না কেউ আপনাকে এমন বাধা দিতে আসবেই।

images (17).jpeg

step-by-step-6655274_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay


সফলতার রয়েছে কত গুলো ধাপ। এ যেনো একদম সিঁড়ির মতন। এক ধাপ থেকে অন্য ধাপ উপরে। এভাবে ধীরে ধীরে আপনাকে প্রতিটি ধাপ অতিক্রম করে উপরে উঠতে হবে। তাহলেই দেখবেন সফলতার দেখা। কিন্তু নিন্দুক এর কথা শুনে একবার পেছন টান খেলেই পরে যাবেন নিচে। তাই সব সময় নিজের গতিতে চলবেন। বেশির ভাগ মানুষ ই দেখবেন চাইবেনা যে আপনি উপরে উঠুন। সব সময় চাইবে আপনাকে টেনে নিচে নামাতে। তাই মানুষ এর কথায় কান দেওয়া থেকে সাবধান। তবে হ্যা সমালোচক দের কথা শুনবেন। তারা কিন্তু আপনার দুর্বলতা ধরিয়ে দিবে সমালোচনা করতে যেয়ে। তখন আপনার উচিৎ হবে সেই দুর্বলতা গুলো কাটিয়ে উঠা। তাহলে দেখবেন আপনি সফলতার দরজায় করা নারতে পারবেন। কিন্তু যদি এমনটি হয় যে নিন্দুক বললো আপনি পারবেন না। আপনিও ধরে নিলেন আপনি পারবেন না তাহলেই শেষ।


images (17).jpeg

signpost-466935_1920.jpg

Image by Gerd Altmann from Pixabay

আশা ও সফলতা

কোনো কাজে যখন আপনার আশা ভরসা বেশি থাকবে। তখন দেখবেন সে কাজে সফলতা একটু দ্রুতই আসে। তবে আপনাকে লেগে থাকতে হবে সব সময়। জীবনের সকল বাধা অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে সফলতার দিকে। আপনাকে আশা রাখতে হবে সব সময় যে আপনি পারবেনই। যেকোনো কাজে লেগে থাকলে সফলতা আসেই। মনে নেই কিং রবার্ট ব্রুস এর কথা। অনেকবার হেঁড়ে যাওয়ার পরও তিনি আশা ছাড়েন নি। এমন কি শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েছিলেন। এর কারণ একটাই তিনি লেগেছিলেন। তিনি সব সময় তার লক্ষ্যে অটুট ছিলেন। আর শেষ পর্যন্ত তিনি সফল ও হয়েছিলেন। তাই আমাদের ও উচিৎ সফলতার পেছনে এভাবেই লেগে থাকা। তাহলে সফলতা ধরা না দিয়ে যাবে কোথায়। এভাবেই আপনাকে সফলতার দিকে ধাবিত হতে হবে।


মনে রাখবেন আপনার ইচ্ছা শক্তি আপনাকে সফল করে তুলবে। কিন্তু ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে সফলতার ছোয়া পাবেন না কোনো ভাবেই। প্রকৃতপক্ষ্যে আমাদের কাছে সফলতা ধরা না দেওয়ার এটাও একটি বড় কারণ। আমরা একটু তেই হাল ছেরে দেই সব সময়। কিন্তু এটা করা যাবেনা। প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে লক্ষ্যে অটুট থাকতে হবে। তাহলে সফলতা আসবেই। আপনার কাছে না আসলেও আপনি ঠিকই সফলতার কাছে পৌছে যাবেন।

images (17).jpeg

mountains-6466816_1280.png

Image by Muhammad Rohan Hussain from Pixabay


শেষ কথা

সফলতা আমাদের জীবন কে করে দেয় অনেক আনন্দ ময়। সব সময় সফলতা পেতে হলে থাকতে হবে প্রচুর ধৈর্য। আর সব সময় যে কাজ করবেন সে কাজে লেগে থাকবেন। তাহলে সফলতা ধরা দিবে আপনার কাছে। আর যদি তা না হয় তাহলে সফলতার ছোয়া সহজে পাবেন না। তাই বলি লেগে থাকুন সফলতা আসবেই।



তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

সহমত আপনার সাথে। ইচ্ছা থাকলে উপায় হয় । লেখার বিষয়বস্তুু সুন্দর ছিল। আমাদের ইচ্ছা শক্তি নেই বলে আমারা এগুতে পারি না। লেগে থাকতে হবে যে কোন কাজে এবং কাজকে ভালবাসতে হবে প্রান দিয়ে তবেই সফলতা আসবে। ভাল লাগলো লেখাটি পড়ে। ধন্যবাদ । ভাল থাকবেন।

 3 years ago 

তবে হ্যা সমালোচক দের কথা শুনবেন। তারা কিন্তু আপনার দুর্বলতা ধরিয়ে দিবে সমালোচনা করতে যেয়ে। তখন আপনার উচিৎ হবে সেই দুর্বলতা গুলো কাটিয়ে উঠা। তাহলে দেখবেন আপনি সফলতার দরজায় করা নারতে পারবেন।

হ্যাঁ ভাই আপনার উপরের এই কথাটির সাথে আমি সম্পূর্ণ একমত। আপনি ঠিকই বলেছেন মানুষ সমালোচনা করে দুর্বলতাটাকে নিয়ে আর আমাদের উচিত সেই দুর্বলতাটাকে বের করে সুন্দরভাবে সমাধান করে এগিয়ে যাওয়া। খুবই অসাধারণ একটি ব্লগ আপনি আমাদের মাঝে আজকের শেয়ার করেছেন। আপনার আজকের এই ব্লগটি একেবারে সময়ের উপযোগী একটা ব্লক ছিল, এক কথায় অসাধারন ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজকে 1 টি পোস্ট করেছেন। যে কোন কাজে সফলতা পেতে হলে ধৈর্য্য ধরে সেই কাজে লেগে থাকতে হবে এটা আমরা সবাই জানি। ছোটবেলায় অধ্যবসায় নামে একটি বিষয় পড়েছিলাম সেখানে খুব চমৎকারভাবে এ বিষয়টি সম্পর্কে উল্লেখ করা ছিল।
তবে তখন এই বিষয়টি না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে লেখার জন্য ভাই।

 3 years ago 

সত্যিই তাই, কোন কাজে লেগে থাকলে সফলতা আসবেই। তবে লেগে থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ আর যারা এই চ্যালেন্জ মোকাবেলা করতে পারবে, সেই দিনশেষে বিজয়ী।
শুভ কামনা অবিরাম 💚

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62690.68
ETH 2463.17
USDT 1.00
SBD 2.62