টার্গেট ডিসেম্বর সিজন-৪ || 10 steem power-up || ৩৫ তম সপ্তাহের পাওয়ার আপ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর ঘোষণা দেওয়া হয়। যদিও এ জন্য কোনো লক্ষ্য টার্গেট করে পোস্ট করিনি। তবে সিজন ৪ এ আমার লক্ষ্য হচ্ছে দ্রুতোতম সময়ে ৫০০০ এসপি অথবা ডলফিন এ পৌছানো। এই টার্গেট এ যদি আমি আগেই পৌছে যেতে পারি তাহলে আমি আমার লক্ষ্য আবার বৃদ্ধি করবো। সিজন ৩ এ যতটা পিছিয়ে গিয়েছি তা চেষ্টা করবো এই সিজন ৪ এ পুষিয়ে নিতে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজ টার্গেট ডিসেম্বর সিজন - ৪ এর আরো একটি পাওয়ার আপ করবো। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো।
পরিসংখ্যান
পূর্বের এসপি | 3,597.273 STEEM |
---|---|
পাওয়ার আপ | 10 steem |
বর্তমান এসপি | 3,607.275 STEEM |
তো এই ছিলো আমার এই সপ্তাহ এর পাওয়ার আপ পোস্ট। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩,৯৩১+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য প্রথম ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ভাই এখানে ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন।
নিজের ক্ষমতাও শক্তি বৃদ্ধি করতে আপনি পাওয়ার আপ করে যাচ্ছেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাবেন শুভকামনা রইল।
দোয়া করবেন ভাই। যেনো লক্ষ্য পূরণ করতে পাড়ি।
এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আমরা যদি এই প্লাটফর্মে অল্প অল্প করে পাওয়ার আপ করি বছর শেষে বড় একটি অ্যামাউন্ট পাওয়ার আপ হয়। এই বছর আপনার টার্গেট হচ্ছে ৫ হাজার এসপি পাওয়ার আপ পূরণ করা। যদি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করেন কাঙ্খিত লক্ষ্য অনেক সহজে পূরণ করতে পারবেন।
ঠিক বলেছেন আপু। অল্প অল্প করে পাওয়ার আপ করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।