নাটক রিভিউ:- "দই" || ভ্যালেন্টাইন স্পেশাল নাটক।

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার একটি নাটক এর রিভিউ। এটি এবারের ভ্যালেন্টাইন্স ডে এর স্পেশাল নাটক। । নাটক এর নাম দই


নাটক টি ইউটিউব এ আছে কিন্তু কোনো ট্রিজার নাই। তাই নাটকের ইউটিউব লিঙ্ক দিলাম।

images (17).jpeg

নাটকের কিছু তথ্য-

নাটকদই
গল্পকাজল আরেফিন অমি
পরিচালককাজল আরেফিন অমি
সহকারি পরিচালকজিয়াউল হক পলাশ
অভিনয়েমিসু সাব্বির,মার্জুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা, পারসা ইভানা, লামিমা সহ আরো অনেকে।
সেট ডিজাইনআরিফিন সরকার।

images (17).jpeg

নাটকের দৃশ্যপট

এই নাটক টি মূলত একটি বিয়ে নিয়ে বানানো। হাসির নাটক ও বলা চলে। এই নাটকে একজন এর বিয়ে দেখানো হয়। ছেলেটি বিয়ের জন্য সুইসাইড করতে যায় তখন তার মামা এসে আটকায়। যদিও এটা তার মামাকে দেখানোর জন্য। তারপর অনেক কষ্ট করে ছেলেটির বিয়ে ঠিক করা হয়। কিন্তু সমস্যা হয় বিয়েতে যেয়ে। বিয়েতে খাওয়া নিয়ে শুরু হয় ঝামেলা। শেষে ঝামেলা বাধে দই নিয়ে। ছেলের বাড়ির দুলা ভাই দই খাইতে চায়। কিন্তু দই দিতে দেরি হওয়াতে ক্ষেপে যায়। তারপর সেই মারামারি হয়। এই ফাকে জামাই বউ কে নিয়ে পালিয়ে যায়। তারপর অবশ্য সবার মিল হয়।

images (17).jpeg


ভিতরের কিছু কাহিনি -

image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

নাটকের শুরুর দিকে দেখা যায় মিশু সাব্বির কে বালিস আর চাদর নিয়ে হাটতেছে। সে টার গার্লফ্রেন্ড এর সাথে বাগানে দেখা করতে যাবে। তার বসে বসে প্রেম করতে বিরক্ত লাগে। তাই সে শুয়ে শুয়ে প্রেম করবে। যদিও তার গার্লফ্রেন্ড রাজি হয়না। সে বাগানে যেয়ে এই বিছানা পেতে শুয়ে পরে। আহ কি ফিলিংস তার। তাকে শুয়ে শুয়েই প্রেম করতে হবে। এভাবেই চলতে থাকে তাদের প্রেম।



image.png
ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

এই দৃশ্যে বিদেশ থেকে ছুটিতে আসা ছেলেটির বিয়ে দিচ্ছিলোনা পরিবার থেকে তখন ছেলেটি তার মামাকে দেখানোর জন্য গাছের নরম ডালে দড়ি বেধে ফাঁসি দিতে ঝুলে পরে। কিন্তু সে ডাল ভেংগে পরে যায় 🤣🤣🤣। এই টুক দেখে আমি হাসতে হাসতে শেষ। পরে মামা কাছে আসলে কেঁদে কেঁদে বলে বিয়ে দিতে। তারপর তার মামা বলে যে ঠিক আছে বিয়ে দিবে। তারপর তার জন্য পাত্রি খোজা শুরু হয়।


image.png
ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

এই বাড়ির মেয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার কথা। কিন্তু মেয়ের কাকা রাজি হয়না। কিন্তু পলাশ এসে বলে রাজি হতেই হবে। রাজি না হলে কোনো মতেই হবেনা। তারপর পলাশ তার কাকাকে একটু খোটা মেরে কথা বলে। কারণ ওর কাকা বিয়ে করেনি এখনো। আর ছোটো বেলায় নেশা করা নিয়েও খোটা দেয়। কিন্তু এক পর্যায়ে কাকাও রাজি হয়। কারণ ছেলের মামা হচ্ছে মেয়ের কাকার বন্ধু। এরা ছোটবেলা থেকেই বন্ধু। দুজনই প্রেম করে সফল হয়নি তাই বিয়েও করেনি। করবেই বা কি করে দুজন যে এক মেয়ের সাথেই প্রেম করেছিলো। 😂😂😂।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

মেয়ের কাকা আর ছেলের মামা। আগেই বলেছিলাম এরা ছোট বেলা থেকেই বন্ধু। দুজনের একজন ও বিয়ে করেনি। কারণ তার এক মেয়ের পাল্লায় পরেছিলো। মেয়ের কাকা ফুল দিয়ে যে মেয়েটিকে প্রপোজ করেছিলো সেই একই ফুল দিয়ে মেয়েটি ছেলের মামাকে প্রপোজ করে। মানে দুজনকেই নাচায়। তারপর অন্য এক ছেলের সাথে বিয়ে হয়ে যায়। তাই আর আবেগে দুজন বিয়ে করেনি। এই কথা গুলো দুজন বলাবলি করছিলো।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

একদিন এক চোর ছেলের দুলা ভাই এর মানি ব্যাগ নিয়ে যায়। মানিব্যাগ এ ৫০ টাকা ছিলো। কিন্তু জামাই পরদিন মিটিং ডেকে সবাইরে বলে মোট ২৫০০০ টাকা ছিলো। তখন সে এই টাকা শ্বশুর বাড়ি থেকে দাবি করে। তখন শ্বশুর বাড়ি থেকে দিবেনা বলায় রেগে বলে এই বিয়েতে সে থাকবেনা। বউকে ঝারি মেরে বলে তোর ভাই এর বিয়েতে তুই থাক। এটা বলে উঠে চলে যায়। তখন মেয়ে বলে জামাই রে সামলাইতে।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

এখানে ছেলে তার হবু শালার সাথে দেখা করতে আসে। সাথে শালার বন্ধু ও ছিলো। তখন শালা আর শালার বন্ধু মিলে ছেলে থেকে অনেক গুলো টাকা নেয়। বন্ধু ছেলেকে পাম দেয় আর ছেলে টাকা দেয়। শেষে ড্রিংস খাওয়ার জন্য ও টাকা নেয়। অনেক গুলো টাকা দিয়ে দেয় বোকা ছেলেটি।



image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

তারপর ছেলে ও মেয়েটীর বিয়ে হয়। বিয়ের দিন অনেক গেঞ্জাম লাগে দই খাওয়া নিয়ে তারপর মারামারি হাতাহাতি। শেষে সবার মিল হয়। দেখতেই পারছেন সবার হাতে মুখে নাকে বেন্ডেজ লাগানো। এভাবেই নাটক শেষ হয়। আর বেশি কিছু বললাম না। তাহলে স্পয়লার হয়ে যাবে। মাঝের কাহিনি গুলো নাটক দেখে উপভোগ করেন।



নাটক থেকে শিক্ষা ও মন্তব্য

এই নাটক টি ছিলো হাসির নাটক তাই শেখার কিছু নাই। নাটক টি দেখে আমার রেটিং-

৯/১০ রেটিং দিলাম আমি।



তো এই ছিলো আমার নাটকের রিভিউ আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

আমি যদি ভুল না বলি সস্তা নাটক ছিলো এটি একটি।কিছু ভিউ আর টাকা আর পাবলিসিটি কামানোর জন্য জে এত নিচে না যায় সেটি আমার ধারণার বাইরে।আর এই কাজল আরেফিন এর হাত ধরেই ধ্বংসের পথে বাংলা নাটকের সর্ণযুগ।একসময় আমাদের পরের প্রজন্ম নাটক বলতে বুঝবে কিছু সস্তা বস্তা পচা কন্টেন্ট আর কিছু গালিগালাজ আর কিছু অ্যাডাল্ট সিন।আর মানুষের রুচিবোধ ও জে কেমন সেটাও আমার মাথায় আসে না।তবে আপনার উপস্থাপনা টা অনেক ভালো ছিলো।ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

আসলে এখন দর্শক দের রুচি এমন হয়ে গেছে। তাই পরিচালক রাও সে অনুসারেই নাটক নির্মান করে। মার্কেট এ যা চলে আরকি।

 2 years ago 
কাজল আরফিন অমির নাটক মানেই সুপার হিট। এই নাটকটি দেখেছি প্রায় এক সপ্তাহ আগে। এই নাটকে আমার সব চেয়ে বেশি ভালো লেগেছে কাবিলার অভিনয় (পলাশ)। আসল নাটকের কাহিনাটা বিশেষ করে বেশি ভালো লেহেছে। আপনি খুবই সুন্দর ভাবে নাটকের খুঁটিনাটি বিষয়াদি তুলেধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ❤️❤️
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে দই নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন। দই নাটকটি আমি কিছুদিন আগেই দেখেছি এই নাটকটি আমার কাছে বেশ ভালই লেগেছে। আপনি খুবই চমৎকার ভাবে সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে নাটকটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া নাটক দেখে এত বিনোদন পাইছি। অনেক ভাল ছিল।বিশেষ করে গান-বাজনা মঞ্চের ওই কাহিনীটি বেশ ভালো লাগলো তারপর পলাশ তো অলওয়েজ আগুন। অনেক সুন্দর ছিল। পলাশের বন্ধু ও দারুন অভিনয় করেছে। সব মিলিয়ে বেশ সুন্দর উপভোগ করেছে এবং আপনি বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। ভালো লাগলো দেখে

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই

 2 years ago 

অনেক হাস্যকর একটি নাটকের রিভিউ আপনি আমাদের সবার মাঝে তুলে ধরেছেন। আসলে নাটকটি হাস্যকর সেটি শুনেছি, এবং কিছু লোকের কাছে গল্পও শুনেছি। আজকে আপনার রিভিউ এর মাধ্যমে দেখতে পেলাম। তবে শুধু বাকি রয়েছে পুরো নাটকটা দেখা, আর সেটা শীঘ্রই দেখে নিব ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

নাটক টা আমি দেখেছি। খুবই মজাদার একটি নাটক ছিল। কাজল আরেফিন অমি মানেই অসাধারণ কাজ। এই নাকট টা দেখলে বোঝা যায় বিয়ে বাড়িতে ঝামেলা সৃষ্টির জন্য একটা ছোট বিষয় এবং একটা ফালতু লোক যথেষ্ট। অনেক সুন্দর রিভিউ করেছেন দই নাটকটার।।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই

 2 years ago 

এই নাটক সম্পর্কে বলার কিছু নাই । নাটকটি আমি যখন দেখি আমি হাসতে হাসতে একদম শেষ ।কাজল আরেফিন অমির নাটক গুলো আমার কাছে বেশ ভালো লাগে ।
এত সুন্দর একটা নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অসাধারণ একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন। নাটকটা আমার খুবই ভালো লাগে। নাটকটা দেখে অনেক মজা পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাটকের রিভিউটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

নাটকটি কিছুদিন আগে দেখা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে নাটকের কাহিনী বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট এর সকল অভিনেতা-অভিনেত্রী এই নাটকের মধ্যে রয়েছে সেজন্য আমার কাছে বেশী ভালো লেগেছে ।আপনি খুব সুন্দর করে নাটকের রিভিউটি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই

 2 years ago 

নাটকটি আমি দেখেছি,অনেক হাসির একটি। নাটকে পলাশের অভিনয় এবং ওর বন্ধুর অভিনয়টা আমার বেশ ভালো লেগেছে।মিশু সাব্বিরের বোনের জামাইয়ের অভিনয় টাও ভালো ছিলো।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33