প্রথমেই সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানাই। আজ আপনাদের সাথে হাজির হলাম একটি ঈদ কার্ড নিয়ে। বেশি একটা সুন্দর হয়নি। কারন মোবাইল দিয়ে চেস্টা করেছি। যেটুকু পারলাম আরকি।
আমার তৈরি ডিজিটাল ঈদ কার্ড
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
-Canva Pro Account
প্রথমে আমি ক্যানভা এপ নামিয়ে আমার ক্যানভা প্রো একাউন্ট এ লগিন দেই। তারপর ১৯২০x১০৮০ পিক্সেল এর একটি ফাইল নিলাম।
এবার আমি ছবিটি আমার ফাইলে ইম্পোর্ট করে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করি।
এবার আমি এই গ্রাফিক্স এলিমেন্টটি যুক্ত করি আমার ছবিতে। যাতে ঈদ ঈদ একটা ভাব আসে।
এবার আমি ঈদ মোবারক লেখাটি যুক্ত করে দেই৷
এবার আমার বাংলা ব্লগ লেখাটি যুক্ত করি।
এবার আমি ছোট্ট একটু মেসেজ লিখে দেই আমার মত করে।
এবার আমি গ্রাফিক এলিমেন্ট এর ভিতর এনিমেশন যুক্ত করি।
এবার আমার বাংলা ব্লগ এবং ঈদ মোবারক লেখায় এনিমেশন যুক্ত করি৷
এবার আমার সেই মেসেজটিকে এনিমেটেড করলাম।
এবার আমি কালার কারেকশন করলাম।

আমার ঈদ কার্ড

এটি এনিমেটেড ভার্শন। কাজ করছে কিনা জানিনা। ঢাকা গিয়ে ঠিক করবো।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
ভাই আমার মনে হচ্ছে আপনি এই কাজটি মোবাইল দিয়ে করেছেন। কিন্ত ভুলবশত উপরের উপকরণে এডিট করতে ভুলে গেছেন। যাইহোক আপনার ঈদ শুভেচ্ছা কার্ড অনেক সুন্দর হয়েছে।
ঈদ মোবারক ভাই।
হ্যা ভাই ঠিক ধরেছেন। আমি একবার এডিট ও করেছি তবে পোস্ট আপডেট করতে মনে নাই 😂। মাত্র ঠিক করলাম।
এক সময় ঈদ কার্ডের প্রচলন ছিল খুব বেশি। এছাড়া ঈদ কার্ড ছাড়া যেন ঈদ হতো না। কিন্তু ঈদকার্ড কাগজের লেনাদেনা করা হতো।এখন দেখছি ঈদ কার্ড ডিজিটাল হয়ে গেছে। আপনি খুব সুন্দর ভাবে ডিজিটাল ঈদ কার্ড তৈরি করেছেন। আসলে এটি অত্যাধুনিকতার ব্যাপার। ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ আপু ঠিক বলেছেন একসময় ঈদ কার্ডের খুব প্রয়োজন ছিল। কিন্তু এখন আর ঈদ কার্ড এর প্রচলন দেখা যায় না মানুষ সবাই ডিজিটাল শুভেচ্ছা পাঠান।
ভীষণ ভালো লাগলো। আপনি আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ঈদের কার্ড তৈরি করেছেন। ঈদ মোবারক দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। ঈদের শুভেচ্ছা নেবেন
আপনার জন্যও ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক
সময়ের ব্যবধানে সব কিছু পরিবর্তন হয় এইতো কয়েক বছর আগের কথা ঈদের আগে আমাদের ঈদ কার্ড কেনার হিড়িক পড়ে যেত। কয়জন যে ঈদ কার্ড দেবো সেটা দেখে গুনে গুণে ঈদ কার্ড কিনতাম। যাই হোক আপনি খুব চমৎকার করে ডিজিটাল ঈদ কার্ড আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। ধন্যবাদ।
হ্যাঁ ভাই সেই ঈদকার্ডের প্রচলন এখন আর খুব একটা দেখা যায় না। আমার খুব মনে পরে আমরা ঈদ কার্ড কিনে এনে দোকান দিতাম এলাকায়। বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ছিঁড়ে সেগুলো দিয়ে আমরা দোকান দিতাম।
ঈদ মোবারক আপনাকে,
সকলে কাগজ দিয়ে ঈদ কার্ড তৈরি করলেও আপনি বিভিন্নভাবে একটি ডিজিটাল ঈদ কার্ড তৈরি করেছেন ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আপনার ডিজিটাল ঈদ কার্ডটি খুব সুন্দর হয়েছে।
আসলে ভাইয়া এই ডিজিটাল যুগের কারণ এখন আর কাগজের ঈদ কার্ড কেউ দেয় না। খুব মিস করি। তাই ডিজিটাল ভাবে একটু চেষ্টা করলাম আর কি।
খুবই সুন্দর একটি অংকন এর মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিষয়টি খুবই ভালো লাগলো আমার কাছে আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক
হ্যাঁ ভাই বেশি ভালো হতো কাগজের তৈরি ঈদ কার্ড গুলো যদি সবাইকে দিতে পারতাম।
অনেক সুন্দর ধারণা থেকে সুন্দর কিছু তৈরি করে দেখালেন। যা লেখা লাফালাফিতে আরো অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে।
লেখাগুলো লাফালাফি কি বোঝা যায়? আমার এখানে শো করেনা.
আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আপনার এত সুন্দর ডিজিটাল ঈদ কার্ড দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে এই ঈদের কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই, আপনার পরিবারের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি আমারে ঈদের শুভেচ্ছা আপনার পরিবারের মাঝে জানিয়ে দিবেন।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আশা করি খুব ভাল একটি ঈদ কাটিয়েছেন
ঈদ মোবারক আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ উপলক্ষে অনেক সুন্দর ঈদ কার্ড তৈরি করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ঈদ কার্ড তৈরি আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করলাম আরকি আপনাদের সবাইকে একটু ডিজিটালি শুভেচ্ছা জানানোর।
আপনাকে ঈদ মোবারক ভাইয়া, আপনি অনেক সুন্দর ডিজিটাল ঈদ কার্ড তৈরি করেছেন ভাইয়া। কিছু বছর আগেও বাজার থেকে বা বাসায় বানিয়ে ঈদ কার্ড তৈরি করা হতো। কিন্তু এখন তো সচরাচর হয় না। যাইহোক ভাইয়া, আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডিজিটাল ঈদ কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সে যুগ ভোলার মত নয়। এখন তো সব হয় ডিজিটাল ভাবে।