ফিল্ম রিভিউ:- "নেটওয়ার্ক এর বাইরে" || বাংলা ফিল্ম

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার একটি ফিল্ম এর রিভিউ। ফিল্ম এর নাম নেটওয়ার্ক এর বাইরে


প্রথমেই ফিল্ম এর ট্রেইলার দেখে আসা যাক -

এই হচ্ছে নেটওয়ার্ক এর বাইরে ফিল্ম এর ট্রেইলার

images (17).jpeg

ফিল্ম এর কিছু তথ্য-

ফিল্মনেটওয়ার্ক এর বাইরে
রিলিজ১৯ আগষ্ট,২০২১
পরিচালকমিজানুর রহমান আরিয়ান
মিউজিকসাজিদ সরকার
অভিনয়েশরিফুল রাজ, নাজিফা তুসি, নাজিয়া হক, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিন, তাসনুভা তৃশা সহ আরো অনেকে।
গল্পজোবায়েদ আহসান।

images (17).jpeg

ফিল্ম এর দৃশ্যপট

এই ফিল্মটির গল্প মূলত একটি বন্ধুত্বের ট্যুর নিয়ে। যেখানে দেখানো হয় কিছু বন্ধুর একটি ট্যুর। বন্ধু গুলোর মধ্যে কিছু বন্ধু বড় ফ্যামিলি কিছু বন্ধু মধ্যবিত্ত ফ্যামিলির। যেখানে মধ্যবিত্ত ফ্যামিলির থেকে উঠে আসা ছেলেটি ট্যুরে যেতে চায় না টাকার সমস্যার কারণে। তখন অন্য বন্ধুরা মিলে তার ট্যুরের খরচ চালিয়ে নেয় তারপর তারা ট্যুরে যায়। সেখানে অনেক মজা করে সেখানে নেটওয়ার্ক থাকে না তাই তারা নেটওয়ার্কের বাইরে চলে যায় এই দিক থেকেই মূলত ফিল্মটির নাম দেয়া হয় নেটওয়ার্কের বাইরে। সেখানেই তাদের মজার মধ্যেই একটি দুর্ঘটনা ঘটে যায় তারা পানিতে পড়ে যায় তাদের কিছু বন্ধু মারা যায় এই নিয়েই মূলত গল্পটি।

images (17).jpeg


ভিতরের কিছু কাহিনি -

image.png

স্ক্রিনশট

ফিল্ম টির শুরুতেই দেখা যায় বন্ধু গুলোর মধ্যে এক বন্ধুকে সে তার বান্ধুবিকে ডাকতে আসে। কিন্তু বান্ধুবি ক্লাস এ থাকায় আসতে চাছিলোনা। তখন ছেলেটির এক বন্ধু ক্লাস এ ঢুকেই চিল্লায়ে বলে স্যার ভূমিকম্প সবাইকে বের হয়ে যেতে বলে। তখন সবাই বের হয়ে যায়। আর মেয়েটি তখন ছেলেটির সাথে কথা বলে। ছেলে জানায় সে বিদেশ চলে যাবে পড়াশুনা করতে। মেয়েটি একটু মন খারাপ করে। তখন মেয়েটি ছেলেটিকে বলে এই এক সপ্তাহ তার সাথে থাকতে।



image.png
স্ক্রিনশট

এই দৃশ্য আমার কাছে অনেক মজা লাগে। এখানে দেখা যায় এক বন্ধু ইন্টার্ভিউ দিতে যায় চাকরির জন্য। তো ইন্টার্ভিউ বোর্ড এ যখন তাকে প্রশ্ন করা হয় তখন সে কাজের সাথে সাদৃশ্য না বলে প্রশ্নের উতর দেয়না। আবার আরেক জন যখন জিজ্ঞাসা করলো ধরুন আপনি ১৫ তালায় আছেন আগুন ধরে গেলে কি করবেন তখন। ছেলেটি উত্তর দেয় কল্পনা করা বন্ধ করে দিবো 😂😂😂। এভাবে বলায় বেচারার চাকরী টাই হয়নি। হবেই কি করে যে উত্তর দিয়েছে।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

এই দৃশ্যে দেখা যায় আবির তার নতুন এক মেয়ে ফ্রেন্ড এর সাথে দেখা করতে আসে। সেই মেয়ে ফ্রেন্ড টি তার আরেক বান্ধুবিকে নিয়ে আসে। সেই বান্ধুবি আবিরের ইন্টার্ভিউ নিবে। কিন্তু শেষে দেখা যায় যায় মেয়েটির ছেলেটিকে পছন্দ হয়নি। কিন্তু তার বান্ধুবি সামিয়া ছেলেটিকে পছন্দ করে বলে একটা ট্রায়াল রিলেশনে যাবে। তারপর প্রপোজ করে আবিরকে। মজার বিষয় হচ্ছে বান্ধুবির রিলেশন ঠিক আছে কিনা দেখতে এসে নিজেই রিলেশনে জড়াই পরে। যদিও ছেলেটি বলে মেয়েটিকে চিনে না তখন মেয়েটি ৩ ঘন্টার সময় দেয়।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

এখানে চার বন্ধুকে এক সাথে হতে দেখা যায়। তারা কথা বলছিলো। আবিরের ব্রেক-আপ হয়ে যায় সামিয়ার সাথে কারণ সে অন্য মেয়ের ছবি তে লাভ রিয়েক্ট দিয়েছিলো এই জন্য। যদিও কাজটি করেছিলো রাতুল। তারপর মুন্না ঠিক করে যে একটি টুর দিবে। কিন্তু সিফাত বলে পারবেনা কারণ তাকে তার বান্ধুবিকে সময় দিতে হবে এই এক সপ্তাহ। কিন্তু তাও সবাই মিলে জোর করে রাজি করায়।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

এখানে দেখা যায় চার বন্ধুর ৩ জন টস করতেছে। কারণ তাদের বাসের ভিতর এক সিট এ একজন মেয়ে ছিলো। কে বসবে সেই মেয়ের পাশে এই নিয়ে টস চলতেছিলো তাদের মাঝে। টসে রাতুল জিতে যায়। সে গিয়ে বসে। কিন্তু শরম পাওয়াতে ফিরে আসে। তারপর মুন্না গিয়ে সেখানে বসে। আর গান গাইতে গাইতে আর আড্ডা দিতে দিতে চলে যায় কক্সবাজার।


image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

ওরা সবাই খুব মজা করে। সমুদ্র পাড় এ গিয়ে। হঠাৎ আবির কে সামিয়া কল দেয়। তখন আবির অবাক হয়। যদিও এর ব্যবস্থা করেছিলো রাতুল। ও আবির এর ফোন থেকে সামিয়া কে মিস করে এমন মেসেজ দিয়েছিলো। ্কিন্তু আবির রাগ করে কল ধরে না। তখন সে ফোন রাতুল কে দিয়ে চলে যায়। তারপর তারা চার বন্ধু এক সাথে হয়ে কথা বলে। যে এমন দিন আর দেখা যাবেনা। কারণ সামনে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে।



image.png

ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

ফিল্ম টির শেষের দিক টি খুব কষ্টের। যেখানে চার বন্ধুর ৩ বন্ধুই সাগরের পানিতে ডুবে মারা যায়। এখানে অনেক কাহিনি ঘটে গেছে তা বললাম না কারণ তাহলে আপনারা দেখে মজা টা পাবেন না। তবে শেষের দৃশ্য দেখে কেঁদে ফেলবেন এটা নিশ্চিত।



ফিল্ম থেকে শিক্ষা ও মন্তব্য

সত্যি কারের কাহিনি হতে এই ফিল্ম টি তৈরি করা হয়েছে। যেখানে বন্ধুত্বের বিষয় গুলো দেখা হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে ৩ বন্ধু পানিতে ডুবে বারা যায়। শেষটা অনেক কষ্টের।

ফিল্ম টির ৯/১০ রেটিং দিলাম আমি।



তো এই ছিলো আমার ফিল্ম রিভিউ আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

সত্যিকারের গল্প থেকে তৈরি মুভি/নাটক সবই অনেক ভালো হয়। আপনার রিভিউ করা ফিল্মের কাহিনি আমার ভালো লাগলো একদম ইউনিক ছিলো কাহিনী। আসজা করি সময় বের করে দেখে ফেলবো। ❣️❣️

 3 years ago 

দেইখেন অনেক ভালো একটি ফিল্ম

 3 years ago 

এ ফিল্মটি এখন পর্যন্ত দেখিনি, তবে গল্পটা দারুন মনে হচ্ছে 😍
সময় করে দেখে নেবো পুরো ফিল্মটি।
অনেক ধন্যবাদ চমৎকার রিভিউ করার জন্য 💌

 3 years ago 

দেখতে পারেন ভালো লাগবে।

 3 years ago 

নেটওয়ার্ক এর বাইরে নাটক টি এখন পর্যন্ত আমি দেখিনি। তবে শুনেছি নাটক টি অসাধারণ। আপনার রিভিউ দেখে নাটক টি দেখার আগ্রহ আরো বেরে গেলো। ধন্যবাদ আপনার সুন্দর রিভিউ এর জন্য।

 3 years ago 

দেখে আসতে পারেন ভালো লাগবে অনেক।

 3 years ago 

আপনি খুব সুন্দর ফিল্মে রিভিউ দিয়েছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে নাটকটি এখনো দেখার সুযোগ হয়নি। পোস্টটি দেখে মনে হচ্ছে নাটকের সংলাপ চরিত্র দৃশ্যপটগুলো খুবই অসাধারণ হবে। এত সুন্দর নাটকের রিভিউ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

নেটওয়ার্কের বাইরে নাটকটি আগেও আমি একবার দেখেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি রিভিউটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

নেটওয়ার্কের বাইরে নাটকটি অনেক আগেই দেখা হয়েছে। অসাধারণ একটি নাটক যেটা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। আপনি নেটওয়ার্কের বাইরে নাটকটির সুন্দর রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করলেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

যদিও এই মুভিটা আমি অনেক আগেই দেখেছি। বাস্তবধর্মী মুভি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আপনার রিভিউটা পড়লাম অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে মুভির রিভিউটি আমাদের সামনে তুলে ধরেছেন। খুঁটিনাটি সব কিছুর বর্ণনা করেছেন। এরকম সুন্দর একটি মুভি রিভিউ আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

নেটওয়ার্কের বাইরে নাটকটি আমি আগেও দেখেছিলাম খুব ভালো লেগেছিল। এই নাটকটির ক্লাস রুমে ভূমিকম্পের আতঙ্কের জায়গাটুকু এবং ইন্টারভিউ এর জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। নেটওয়ার্কের বাইরে নাটক টির রিভিউ করাতে মনে হলো নাটকটি আরেকবার দেখার সুযোগ পেলাম। সুন্দর নাটকটি আমাদের মাঝে রিভিউ পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এই নাটকটি আমি এখনো দেখিনি। কিন্তু মনে হচ্ছে নাটকটি খুবই সুন্দর হবে। আপনি খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এটা অনেক বার দেখেছি সত্যি বলতে এক সময় আমার নেশা হয়ে গিয়েছিল এর যে গান তা আছে "কিছু কথার পিঠা কথা তুমি ছুয়ে দিলে নিরবতা"

এখনো মাঝে দেখি অনেকের মুখে শুনি এটা নাকি বাস্তব গল্প থক নির্মিত তবে শিওর না।অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62151.48
ETH 2421.34
USDT 1.00
SBD 2.57