আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুবেচ্ছা। আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের তোলা কিছু র‍্যান্ডম ফুলের ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে অনেক। তো চলুন শুরু করা যাক।


#১

IMG_20220112_161134.jpg

IMG_20220112_161041.jpg

https://w3w.co/extremely.darkens.polygraph

এই ফুলের নাম হিবিসকাস টিনি টিনা। নামটা একটু আজব লাগে শুনতে। কিন্তু সৌন্দর্যে অপরুপ। খুব ভালো লাগে এই ধরনের ফুল আমার কাছে। দেখলেই যেনো প্রাণ জুড়িয়ে যায়। নার্সারিতে গেলেই এই ধরনের ফুলের দেখা মিলে। উপরে দুইটা শিং এর মতন ও আছে। সব দিক থেকেই খুব সুন্দর এক ফুল


#২

IMG_20220225_175032.jpg

https://w3w.co/extremely.darkens.polygraph

এই হলো ডালিয়া ফুল। এর পাশ দিয়ে গেলেই বলে ভাইয়া আমার ছবি তুলে দেও। তখন কি আর ছবি না তুলে থাকা যায়। সাদা ফুলের মধ্যে ভালোই সুন্দর লাগে এই ডালিয়া ফুল কে। যদিও আমার কেনো জানি নাম টা পছন্দ হয়নি এই ফুলের। আমার হিসেবে আরো সুন্দর কোনো নাম দিতে পারতো। এই নাম টা শুনলেই বাংলা ছবির কোনো ভিলেন শাশুড়ির নাম লাগে।


#৩

IMG_20220225_175955.jpg

IMG_20220225_180006.jpg

https://w3w.co/extremely.darkens.polygraph

এটাকে Dianthus ফুল বলে। অসাধারন লাগে ফুলটি। এটির আরো বিভিন্ন রঙ এর ফুল আছে। চমৎকার দেখতে ফুল গুলো। অন্য রঙ এর যেগুলো রয়েছে সেগুলোও ভালোই লাগে। বেশির ভাগ সাদার সাথে অন্য রঙ এর কম্বিনেশন এ হয় ফুল গুলো। বাসার ছাদে বা বারান্দায় লাগালে অনেক সুন্দর দেখাবে।


#৪

IMG_20220225_175320.jpg

https://w3w.co/extremely.darkens.polygraph

এটি কসমস হোয়াইট ফুল। তবে এই ফুলের অন্য রঙ ও রয়েছে। মূলত এই ফুলের নাম গার্ডেন কসমস। নাম শুনেই বুঝা যাচ্ছে যে এগুল আপনি চাইলেই আপনার বাগানে লাগাতে পারবেন। কয়েক রঙ এর লাগালে অনেক সুন্দর দেখাবে। আমার কাছে সাদা রঙ এর টাই বেশি সুন্দর লাগলো।


#৫

IMG_20220225_175740.jpg

https://w3w.co/extremely.darkens.polygraph

এই ফুলটির নাম Madagascar Periwinkle। নাম এর মতন ফুলটাও অনেক সুন্দর। আপনারা অনেকেই ইতিমধ্যে এই ফুল দেখেছেন। বেশির ভাগ দেখেছেন হয়তো এই ফুলের গোলাপি রঙ এর টা। আমাদের এইদিকের মেইন রাস্তার পাশের ফুটপাত গুলোতে দেখা যায় এই ধরনের গাছ গুলো বেশি।


#৬

IMG_20220225_175400.jpg

https://w3w.co/justifies.pupils.thuds

গার্ডেন ভারবেনা ফুল। দেখতে চমৎকার লাগে। ছোট ছোট ফুল তাই সুন্দর দেখায়। বাগানে অসাধারন মানাবে এই ফুল গুলো। চাইলে আপনার বারান্দায় ও লাগাতে পারেন। অনেক সুন্দর লাগবে।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড, ম্যাক্রো


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখলে নিজেকে সামলাতে পারি না একদম। ইচ্ছা করে হাত দিয়ে ছুঁয়ে দেখতে ফুলগুলো। এত সুন্দর কি করে যে হয়! চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি। প্রথম ফুলটার নামটা একটু অন্যরকম হলেও দেখতে বেশ সুন্দর লেগেছে আমার কাছে। তিন নাম্বার ফুলের ফটোগ্রাফি টাও খুব সুন্দর ছিল। নাম রেখে দিয়েছি। সময়-সুযোগ করে নার্সারিতে গিয়ে খুঁজে দেখবো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

বাহ ভাই দারুন সব ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি একদম নিখুঁত হয়েছে। এক কথায় অসাধারণ। ধন্যবাদ ভাই এত সুন্দর সব ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আইয়া, আপনি খুব যত্নসহকারে ফুলের ফটোগ্রাফি করেছেন তা আপনার ফটোগ্রাফির পোষ্টের মাধ্যমে বুঝতে পারছি। কারণ আপনি এত চমৎকার ফুল গুলোকে খুব সুন্দর করে ফটোগ্রাফি ক্যাপচার করেছেন যার কারণে প্রত্যেকটি ফুলই অসাধারণ সুন্দর লাগছে। আর এই অসাধারণ সুন্দর ফুলগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে। দারুন সব ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনিতো দেখছি একদম প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি করতে পারেন ।আপনার ফটোগ্রাফি গুলো সত্য স্পষ্ট এবং সুন্দর হয়েছে। এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি টা তো আমার মন কেড়েছে। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

ওয়াও খুব সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন ।এমনিতেই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ঋতুরাজ বসন্তের বিভিন্ন ধরনের ফুলের সমাহার ঘটে থাকে। ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনার তোলা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল জাস্ট অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে। এছাড়াও আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলোর বর্ণনা দিয়েছেন। সর্বোপরি আপনার পোস্টটি ছিল অসাধারণ। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মন ছুয়ে যাওয়ার মত কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার কাছ থেকে। সত্যিই অসাধারণ এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে অনেকগুলো ফুলের নামে জানতাম না আমি যেটা আপনার মাধ্যমে জানার সৌভাগ্য হলো। ধন্যবাদ ভাই এত সুন্দর করে কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ভাই আমার বাংলা ব্লগে শুধু ফুল আর ফুল। ফুলে ফুলে ছেয়ে গেছে পুরা আমার বাংলা ব্লগের বাগান। আসলে যতই ফুল গুলো দেখি আরো দেখতে মন চায়। ফুল এমন একটি সৌন্দর্যের প্রতীক যা দেখে শেষ করা যায় না। অসংখ্য ধন্যবাদ খুবই চমৎকার ও অসাধারণ বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি অসাধারণ ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50