সময় এর কাজ সময়ে করাই উত্তম || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



প্রথমেই সবাইকে জানাই নতুন বছর এর শুবেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করবো সময় নিয়ে কিছু কথা। আমরা বেশির ভাগ সময়ের কাজ সময়ে না করে অনেক পিছিয়ে যাই। আশা করি সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক।


clock-1274699_1920.jpg

Image by Monoar Rahman Rony from Pixabay

images (17).jpeg

সময় কখনো থেমে থাকেনা

সময় এমন এক জিনিশ যাকে কখনো থামিয়ে রাখা যায়না। আমরা যত যাই করিনা কেনো সময় কে কখনো থামাতে পারবোনা। সময় সব সময় তার নিজের গতিতে চলবেই চলবে। একমাত্র সৃষ্টি কর্তা ছাড়া কারো সাধ্যে নাই সময় কে থামানোর। এই জন্যই তো বলা হয়-

ময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না

আসলেই তাই। নদীর স্রোত কে যেমন আপনার জন্য থেমে থাকবেনা। তেমনি সময় ও আপনার জন্য থেমে থাকবেনা। আসলেই সময় এর মূল্য অনেক। আমি তো ভাবি সময় এর মূল্য কিভাবে হয়। এতো অমূল্য জিনিশ। যাকে আমি ধরেই রাখতে পারিনা তাকে দাম দিয়ে কি বিবেচনা করা যাবে কখনো? এটা ভাবাও বোকামি। সময় যেমন নিজ গতিতে এগিয়ে চলে। আমাদের ও দরকার সময় এর সাথে তাল মিলিয়ে এগিয়ে ছলা। তাহলেই জীবনে সার্থকতা আসবে।

images (17).jpeg

time-2980690_1920.jpg

Image by Jan Vašek from Pixabay


সময় এর কাজ সময়ে করা

আমাদের সব সময় উচিৎ সময় এর কাজ গুলো সময়ে সময়ে করে ফেলা। কারন কোনো কাজ ফেলে রাখলেই তা পিছিয়ে যায়। কারন ওই যে সময় তো আর থেমে থাকেনা। আপনার কাজ থেমে থাকলেও সময় কিন্তু ঠিকি এগিয়ে যাচ্ছে। আসলে আমরা একটু অলস। আমরা বলতে আমি নিজে এমন। এই আজ সকালে পোস্ট করতে বসলাম। ইউটিউব এ ঢুকে গান শুনতে শুনতে সময় কেটে গেলো পোস্ট করা আর হলোনা। চলে গেলাম পড়াতে। তারপর বাসায় এসে গোসল করে খেয়ে দেয়ে আবার বসলাম পোস্ট করতে। কি জানি মনে করে গেম এ ঢুকলাম। শেষ আমার পোস্ট করা আর হলো না। গেম খেলতে খেলতে বিকেল হয়ে গেলো। আর হলোনা পোস্ট করা আমার। কারন পড়াতে যাইতে হবে। পড়াই এসে বসলাম আবার ও সেই মুভি দেখতে দেখতে রাত হয়ে গেলো। মানে সময় এর কাজ সময়ে করা হলোনা।

images (17).jpeg

pocket-watch-3156771_1920.jpg

Image by anncapictures from Pixabay


কিন্তু আমি যদি এই পোস্ট টা সকালেই করে ফেলতাম তাহলে হয়তো এখন রাত জেগে থেকে লিখতে হতোনা। অবশ্য অন্য এক দিক দিয়ে ভালো হয়েছে সকালে পোস্ট করলে এই চিন্তা মাথায় আসতোনা। তবে সব সময় এটা খাটেনা। গত বৃহস্পতিবার সকালে পোস্ট করিনাই রাতে করবো বলে। রাতে হ্যাং-আউট শেষে ঘুমাই যাই। আমার সেদিন এর পোস্ট টা মিস হয়ে যায়। কিন্তু যদি আমি সকালেই করে ফেলতাম তাহলে এমন টা হতোনা। তাই যাই করিনা কেনো আমাদের উচিৎ সময় এর কাজ সময়ে করা। তা না হলে অনেক ধরনের সমেস্যার মধ্যে পড়তে পারি। যখন যে কাজ করতে বসা হয় তখনই সেই কাজ সেড়ে ফেলা উচিৎ। তাহলে আর ঝামেলা হয়না কখনো।

images (17).jpeg

deadline-2636259_1920.jpg

Image by Gino Crescoli from Pixabay


সময় এর কাজ সময়ে না করলে সত্যি অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন টা বললাম একদিন আমার পোস্ট করাই মিস গেছে যা আমাকে একটিভ লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। আবার ভাবুন ডাক্তার যদি সময় মত রোগীর কাছে না পৌছায় অনেক ক্ষেত্রে রোগী মারাও যায়। তাই সময় কে ছোট ভাবে দেখলে হবেনা। যখন যা করবো আগে থেকে ঠিক রেখে সেই সময় এ করবো। মিস করলেই পেছাতে হবে। কিছু কিছু কাজে একটু পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। তাই সময়ের কাজ সময়ে করা উচিৎ আমাদের সবারই।

images (17).jpeg

success-1433400_1920.jpg

Image by Shahid Abdullah from Pixabay


শেষ কথা

সময় এর কাজ গুলো সময় এ করলেই জীবনে সফলতা আসবে। আর যদি অলসতা করে কোনো কাজ সময়ে না করে ফেলে রাখা হয় তাহলে সেই কাজে আমাদের পিছিয়ে যেতে হবে। আর পিছিয়ে যাওয়াটা ভালো লক্ষন না। জীবনের প্রতিটা ক্ষেত্রে সময় এর অনেক দাম রয়েছে। তাই সময়কে যথাযত মূল্যায়ন করতে হবে। না হলে সময় আমাদের ছেড়ে এগোতেই থাকবে। সময় এর সাথে সাথে আমাদের ও এগোতে হবে সামনের দিকে।



তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  

সময় সত্যিই কখনো স্থির থাকেনা।সময় তার নিজ গতিতেই চলতে থাকে।তাই সময়কে কখনো পরিবর্তন করতে চাইলেও তা করা সম্ভব না। তাই আমাদের সময়কে পরিবর্তন না করে আমাদের ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে হবে।তবেই আমাদের জীবন সফলতা বয়ে আনবে।অনেক সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আমরা অনেকেই আছি সময়কে গুরুত্ব দিয়ে থাকি না।যার ফলে আমরা অনেক বিষয় থেকে পিছিয়ে পরে থাকি।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সময় বহমান যথার্থ বলেছেন।

 3 years ago 

হ্যা ভাই। সময় তার নিজ গতিতে এগিয়ে চলে তাই আমরা কোনো কাজ ফেলে রাখলে অনেক পেছনে পরে যাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57653.84
ETH 2354.20
USDT 1.00
SBD 2.35