গানের কভার || স্রোতস্বিনী || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার করা একটি গানের কভার। আশা করি সাথেই থাকবেন।।
আজ পোস্ট করার মতন টপিক খুজে পাচ্ছিলাম না। জানিনা কেনো। তবে আর্ট করতে ভালো লাগছিলোনা। ভাবলাম জেনারেল রাইটিং করবো। তাও ভালো লাগছিলোনা। আসলে এই ৩-৪ দিন নিজের উপর দিয়ে অনেক ধকল গিয়েছিলো। তাই কাজে মন বসতেছিলোনা। জানিনা কবে এই ট্রমা কাটিয়ে উঠবো।
যাই হোক হঠাৎ ভাবলাম গান করা যায়। যদিও আমি গান গাইতে তেমন পারিনা। কিন্তু ক্যামেরার সামনে গান গাওয়া আরেক ঝামেলার কাজ অনেক সমস্যা হয় আমার। তাই ভাবলাম অন্য ভাবে চেস্টা করি। মোবাইল খুজলাম আমার করা কিছু ভিডিও ছিলো প্রকৃতির সেগুলো এক করলাম। তারপর আরো কিছু ক্লিপ pixabay থেকে নামালাম। এবার আমি গানটি গেয়ে রেকর্ড করলাম। তারপর সেটা ভিডিউ গুলোর সাথে জুড়ে দিলাম।
- গানঃ স্রোতস্বিনী
- লিরিক্স এবং টিউনঃ সাকিব উল ইসলাম
- এলবামঃ চিহ্ন
আমার গান -
গানের লিরিক্স
এতো চেনা কি খুঁজে পাও
যা আমার মাঝে নেই
এক বিন্দু পরিমাণ
আমার সরল রেখার চিন্তা ধারায়
আড়াআড়ি করে দাগ কাটো কেনো?
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান
পাহাড় চূড়ায়
বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায়
পারি দাও সমুদ্দুর
আছড়ে পরে সে ঢেউ
আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু
আমি মরিচিকার মতো
তবে তাই যদি হয়
করি নাকো ভয়
জানি আঁধার রাত
ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম
তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয়
এক কাঁটার বাগান
লিরিক্স সোর্স
ভিডিউতে ব্যবহার করা ভিডিউ গুলোর সোর্স -
Video by Joe Hackney from Pixabay
Video by Dimitar Tzankov from Pixabay
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

অনেক সুন্দর গানের গলা আপনার।
চমৎকার গেয়েছেন। শুভ কামনা রইলো।
এনকর এর অন ওফ দা পপুলার আর আমার ভীষণ পছন্দের একটি গান।বেশ ভালই লাগলো আপনার কন্ঠে গানটি শুনে আপনার গলার সাথে আমিও একটু করে গুন গুন করছিলাম।দারুন হয়েছে ভাই,মাঝে মাঝে এরকম একটু আদটু গান শোনাইয়েন আমাদের।
চেস্টা করবো ভাই। গলা এতো সুন্দর না তো।
যাক অবশেষে তোর কাছ থেকে একটি গান শুনতে পারলাম। ভিডিওটা অসাধারণ ছিল। অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ বন্ধু।
ভাইয়া আপনি খুবই সুন্দর একটি গান কভার করেছেন সেইসাথে গানের ভিডিওতে আপনি আপনার মোবাইলে আগে থেকে বন্দি করা কিছু ভিডিও এবং কিছু ছবি ভিডিওতে এড করেছেন যার কারণে গানের সাথে সাথে ভিডিও টি দেখতে খুবই মনমুগ্ধকর দেখাচ্ছে। সব মিলিয়ে খুব সুন্দর একটি প্রেজেন্টেশন ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর একটি গান গেয়ে আমাদের সাথে শেয়ার করেছেন । বলতেই হয় আপনার অনেক দক্ষতার হয়েছে । আপনার গলার স্বর সত্যিই অনেক সুন্দর ছিল ।
আপনার জন্য শুভকামনা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গানটি খুব সুন্দর, আর আপনি দারুণভাবে কভার করেছেন।আসলে গান গাইলে মন অনেক হালকা হয়।আপনার চেষ্টা খুবই ভালো ছিল, ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই স্রোতস্বিনী গানটি আপনার কন্ঠে দারুণ লাগলো। আর আপনার ভিডিওগ্রাফিও খুবই চমৎকার হয়েছে।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান। মাঝে মাঝে মনে হয় গানটি। যদিও আপনার কন্ঠে এরকম গান আগে কখনো শুনি নাই। তবে এই গানটা শোনার পর আসলে আমার অনেক ভালো লেগেছে ভাই। খুব সুন্দর করে কভার করেছেন গানটি আপনি। এরকম সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
অনেক সুন্দর একটি গান কভার করেছেন ভাই। নরমালি আপনি তেমন একটা গান কভার না করলেও, এই গানটা অনেক সুন্দর ভাবে গেয়েছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।
কেবলি ভাবছি আপনাকে বলবো ভিডিও গুলো কে করেছে, এখন দেখি নিচেই সোর্চ দেওয়া। গান অসাধারণ ছিলো। আমার অনেক প্রিয় একটি গান।
হ্যা কিছু পিক্সাবে থেকে নেওয়া। আর মাঝের বড় ভিডিও টা আমার করা।