কবিতা আবৃত্তিঃ- যাতায়াত || হেলাল হাফিজ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। নির্বাচন এর দিন কেমন কাটালেন আপনারা? আমি মোটামুটি ভালোই কাটিয়েছি বলা চলে। যদিও অফিসে একটু প্রেশার ছিলো গত তিন ধরে। তবে আজ কিছুটা কম প্রেশার পেয়েছি বলতে গেলে। তবে আবার বলা যায়না। কাল আবার দেখা যাবে অনেক প্রেশার। শেষ দুইদিন এই ব্যস্ততার জন্যই পোস্ট করতে পারিনি। তাই চেষ্টা করলাম আজ যদি কিছু একটা করা যায়।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তাই আমি মাঝে মাঝে চেষ্টাও করে থাকি। আসলে কমেন্ট এ যখন কেউ প্রশংসা করে বলে আপনার কবিতা আরো শুনতে চাই। তখন এসবের জন্য আলাদা একটা টান কাজ করে। পারি কিংবা না পারি। তবে এদের জন্য হলেও চেষ্টা করতেই হবে। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
*** ***
কবিতা-
কেউ জানে না আমার কেন এমন হলো।
কেন আমার দিন কাটে না রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না
কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানেনা।
নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম
পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও,
কেই বলেনি ভালো থেকো সুখেই থেকো
যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি
মাথার কসম আবার এসো
জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেলো
শুনলো না কেউ ধ্রুপদী ডাক,
চৈত্রাগুনে জ্বলে গেলো আমার বুকের গেরস্থালি
বললো না কেউ তরুন তাপস এই নে চারু শীতল কলস।
লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম।
ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়
আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতোটা পথ একলা এলাম শুশ্রূষাহীন।
কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।
কবিতার সোর্স
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
কবিতাটা বেশ সুন্দর তো। আপনার আবৃত্তি শোনার পাশাপাশি আমি নিজেও আবৃত্তি করে ফেললাম। অনেক সুন্দর ছিল কবিতা। আসলে কিছু কিছু কবিতা মনের ভাষা ব্যক্ত করে। আশা করব আবারও সুন্দর কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে শোনাবেন।
হুম আপু এই ধরনের কবিতা গুলো আমার অনেক ভালো লাগে।
অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে আমার খুবই ভালো লাগলো। আসলে এরকমই স্পষ্ট উচ্চারণে কবিতার আবৃত্তি বেশ উপভোগ্য হয়। যাক অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম ভাই। আসলে চেষ্টা করি একটু সুন্দর ভাবে উপস্থাপন করার।
হেলাল হাফিজের লেখা 'যাতায়াত' কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার কন্ঠে এই কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগছে। এত সুন্দরভাবে আমাদেরকে কবিতা আবৃতি করে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
হেলাল হাফিজের এই কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে।
এ কবিতার তুলনা হয় না। হেলাল হাফিজ কিংবদন্তি কবি। আর আপনি ভীষণ সুন্দর কবিতাটি আবৃত্তি করলেন। যাতায়াতের প্রতিটি পংক্তি যেন জীবন্ত হয়ে উঠল আপনার কন্ঠস্বরে। সর্বোপরি আপনার আবৃত্তি ভীষণ প্রাণবন্ত লাগলো। কবিতাটি নিয়ে আর নতুন করে কি বলবো। হেলাল হাফিজ জাগরনের কবি। তার কবিতা নতুন পথ দেখায়।
আসলেই হেলাল হাফিজ একজন কিংবদন্তি কবি।
লাইন টা দারুণ ছিল। এককথায় চমৎকার। হেলাল হাফিজ আমার পছন্দের কবিদের মধ্যে একজন। উনার কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। চমৎকার আবৃত্তি করেছেন কবিতা টা ভাই। আপনি আবৃত্তি টা বেশ ভালো করেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আসলেই কিছু লাইন যেনো কবি মনের মাধুরি মিশিয়ে তৈরি করেন।