আমার গ্রামের কিছু রেনডম ফটোগ্রাফি #2|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।

IMG_20220504_123832-COLLAGE.jpg



সবাইকে শুবেচ্ছা। ছবি তুলতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। গ্রামের পরিবেশ এ ছবি তুলতে যেনো আরো বেশি ভালো লাগে। আমি গ্রামের দিকে গেলেই প্রচুর ছবি তুলি। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের তোলা আমার গ্রামের কিছু র‍্যান্ডম ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে অনেক। তো চলুন শুরু করা যাক।


#১

IMG_20220504_123846.jpg

IMG_20220504_123823.jpg

https://w3w.co/championships.drives.quad

ধান ক্ষেত ও কৃষকের ধান কাঁটার দৃশ্য। এমন দৃশ্য খুব একটা দেখতে পাইনা। আগে দাদা যখন ধান চাষ করতো তখন ঠিকি দেখতে পেতাম। কিন্তু যখন শহরের দিকে শিফট হলো তখন আর দেখতে পাইনি। তাছাড়া আমরা ঢাকায় থাকার কারণে এমন দৃশ্য দেখা পেতাম না সচারাচর। আমার কাজিন এর শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই দৃশ্য দেখতে পেলাম। অনেক গুলো ছবি তুললাম। কৃষক রা ধান কাটতে ছিলো।


#২

IMG_20220504_124443.jpg

IMG_20220504_124413.jpg

https://w3w.co/clearances.scoot.coastguard

গ্রামের মেঠো পথ। আগের দিন রাতে এবং এইদিন সকালে বৃষ্টি হয়েছিলো। তাই ছোট ছোট গাছ পালার টুকরো রাস্তায় পরে আছে। দু পাশে লম্বা লম্বা গাছ। সেই ভালো লাগে এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম। পরিবেশ টাই যেনো আলাদা। এমন রাস্তা দিয়ে যারা হেঁটেছেন তারাই এর মজা বুঝবেন। বেশি ভালো লাগবে সকাল বা বিকালে হাঁটতে।


#৩

IMG_20220504_124623.jpg

https://w3w.co/according.encrypted.veering

দূরের নারিকেল গাছ গুলো হয়তো দেখতে পাচ্ছেন। আর আকাশ টার দিকে দেখুন। মেঘাচ্ছন্ন আকাশ কতই না ভালো লাগে। নিচে আবার ধান ক্ষেত ছিলো। সব কিছু মিলিয়ে দারুণ এক পরিবেশ ছবি তোলার জন্য। তবে ক্যামেরা আলাদা থাকলে আর একটি জুম লেন্স থাকলেই সেই হতো। আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটাই দেখাতে পারতাম তাহলে। তবে আমার কাছে এই ছবিটিও খারাপ লাগেনি।


#৪

IMG_20220504_124735.jpg

https://w3w.co/footprint.rebuffing.pocketful

আমাদের এখানে এটিকে গাছের কষ বলে। এগুলো আঠালো। গাছের ভেতর থেকে আসে। মাঝে মধ্যে গাছ কেটে গেলে দেখা যায় এমন কষ বেড় হতে। আবার এমনিও বেড় হয়। যখন বেড় হয় তখন খুবই পাতলা থাকে। যত সময় যায় তত ঘন হতে থাকে। ছোট বেলায় আমরা মজে করে এগুলোকে গাছের রক্ত বলতাম। এখন মনে পরলে হাসি পায়। ছোট বেলায় কত ভুল ধারনাই না ছিলো।


#৫

IMG_20220504_125134.jpg

https://w3w.co/artiste.towered.interning

ধান কেটে ফেলার পর ধান ক্ষেতের অবস্থা এমন থাকে। আপনারা অনেকেই হয়তো এমন অবস্থা দেখেছেন। আমার কাছে বেশ ভালো লাগে এমন অবস্থা। কি সুন্দর দেখাচ্ছে। এখান থেকে ধান গুলো কেটে মাঝে মধ্যে এখানেই বিছিয়ে রাখে। আবার অনেক সময় অন্য মাঠে রেখে দেয়। আমার পরের ছবি টি দেখলে বুঝতে পারবেন।


#৬

IMG_20220504_125207.jpg

V

যেমন টা বলেছিলাম। ধান কেটে এভাবে মাঠে অনেক সময় রেখে দেওয়া হয়। এক বারে পুরো মাঠ কেটে ফেলার পর সব এক সাথে করে ঘরে নিয়ে যাওয়া হয়। একেই তো বলে সোনালি ফসল। কি যে ভালো লাগে এমন দৃশ্যের সাক্ষী হতে পেরে।


#৭

IMG_20220504_125336.jpg

https://w3w.co/startle.victories.reductive

এদের চিনিনা আমি। তবে আশে পাশের ছবি তুলছিলাম দেখে বললো ওদের ও ছবি তুলতে। আমিও তুলে দিলাম। ওরা এই ছোট গাছের উপর উঠে খেলতে ছিলো। কিউট দেখতে বাচ্চা গুলো। তাই আমি ছবি তুলে ফেললাম। ছবি তোলাতে খুশি হয়েছিলো খুব। পরে ধন্যবাদ ও দিয়ে ছিলো।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড, ম্যাক্রো
ফটোগ্রাফি এরিয়াচাঁদপুর


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 3 years ago 

গ্রাম্য পরিবেশ বরাবরই আমার অনেক ভালো লাগে কারণ চারিদিকে সবুজে ছাওয়া পাখিদের কলতান একদম মন ছুঁয়ে যায় সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন গ্রাম্য পরিবেশের খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 3 years ago 

এটা ঠিক বলেছেন। চারিদিক সবুজ হওয়াতে গ্রামের পরিবেশ আরো বেশিভ আলো লাগে।

 3 years ago 

গ্রামের ছবি মানেই অন্যকিছু। গ্রামের মেঠোপথ, ধানকাটার মুহূর্ত সত্যি বলতে অসাধারণ। আমি যেহেতু গ্রামেই থাকি এ দৃশ্যগুলো প্রতিনিয়ত উপভোগ করি। ওইযে গাছের কষ এটা রেন্ট্রি গাছ থেকে বের হয়। ছোটবেলায় কত খেলেছি এটা দিয়ে। মাঝে মাঝে তো খেয়ে দেখতাম কেমন 😐।

 3 years ago 

ঠিক বলেছেন গ্রামের ছবি মানেই যেনো অন্যরকম এক কিছু। গ্রামে অনেক ভালো সময় যায়।

 3 years ago 

এক নজরে গ্রাম বাংলার দৃশ্য গুলো উপভোগ করতে পারলাম বন্ধু তোমার এই আজকের পোস্টের মাধ্যমে , ধানক্ষেতে দৃশ্য রাস্তার দৃশ্য সব মিলিয়ে মনমুগ্ধকর একটি পরিবেশ ছিল।

 3 years ago 

তাইতো বলেছি চলো একদিন ঘুরে আসি আমাদের বাড়ি থেকে।

 3 years ago 

আপনি আজকে আমাদের সাথে আপনার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার কিছু দৃশ্য শেয়ার করেছেন। সত্যিই আপনার গ্রামটা দেখা যায় অনেক সুন্দর এবং আপনি খুবই সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মাধ্যমে।

 3 years ago 

হুম ভাইয়া গ্রাম অনেক সুন্দর। সবার গ্রামই সুন্দর।

 3 years ago 

আপনার গ্রামের কিছু অসাধারন ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই।প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুন ছিল খুব গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে দেখে সত্যি প্রাণ জুড়িয়ে গেলো।

 3 years ago 

আপনার গ্রামের কিছু দারুন ছবি শেয়ার করেছেন আমাদের মাঝে। খেতের ধান এখন সব কাঁটা শেষ। কৃষকের সুখের দিন এখন। শেষের পিচ্ছি দুইটির ছবি তুলে দিয়ে ভাল করেছেন। তাদের আবদার মিটিয়ে মুখে হাসি ফুটানোর জন্য আমিও আপনাকে ধন্যবাদ দিচ্ছি।

 3 years ago 

হুম ভাইয়া। তাদের আবদার মিটাতে পেরে আমারও অনেক ভালো লেগেছে।

 3 years ago 

গ্রামের ছবি বারবার আমার মণ করে হয়তো গ্রামের ছেলে বলে এই জন্য😍।
যাইহোক ছবি গুলো সুন্দর ছিল,তবে অপরিচিত ছেলে বাচ্চা দুইটার ছবি জোস ছিল।

 3 years ago 

গ্রামের ছবি মোটামুটি সবারই মন কারে ভাই।

 3 years ago 

গ্রামের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন, সত্যি অসাধারণ দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 3 years ago 

গ্রামের অপরূপ সৌন্দর্য সব সময় আমার মন কেরে নেয়। তাই এই ছোট প্রচেষ্টা।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন আপনার ফটোগ্রাফিতে ভরপুর। আপনার অচেনা ছেলে দুটির ছবি বেশ সুন্দর লাগছে ভাইয়া।

 3 years ago 

হুম ওরা খুব আবদার করছিলো ছবি তুলে দেওয়ার জন্য। তাই আমিও দেরি না করে ছবি তুলে দিলাম ওদের।

 3 years ago 

আমার কাছে গ্রামীণ ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবুজ শ্যামলে ভরা প্রাকৃতিক দৃশ্য অসম্ভব ভালো লাগে। তাছাড়া ধানক্ষেতের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আমার কাছেও গ্রামীন ফটোগ্রাফি অনেক ভালো লাগে। তাই গ্রামে গেলেই ফটোগ্রাফি করা হয়।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102859.74
ETH 3457.62
USDT 1.00
SBD 0.55