‍[প্রসঙ্গঃ রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি//১০% পে আউট @Shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG20220131213437.jpg


প্রজাপতি তৈরীর উপকরণঃ

IMG20220131203529.jpg

১. রঙ্গিন পেপার।
২. একটি কাঁচি।
৩. গাম আঠা।
৪. আঠা।


ধাপ ০১

IMG20220131204331.jpg

প্রথমে একটি রঙিন পেপার নিলাম।


ধাপ ০২

IMG20220131204420.jpg

এরপর রঙিন পেপার টিকে দুই খণ্ডে ভাগ করলাম।


ধাপ ০৩

IMG20220131204456.jpg

২ খন্ড থেকে এক খন্ড নিয়ে পেপারের মাঝখানে ভাঁজ করে দিলাম।


ধাপ ০৪

IMG20220131204616.jpg

পেপার এর একপাশে দুই কোনা ভাঁজ করে নিলাম।


ধাপ ০৫

IMG20220131204751.jpg

অপর পাশের কোনাও ভাঁজ করে নিলাম। এভাবে পেপারের তুই কোনাই ভাঁজ করে নিলাম।


ধাপ ০৬

IMG20220131204941.jpg

এরপর পেপারের মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।


ধাপ ০৭

IMG20220131205017.jpg

একইভাবে অপর পাশেও আজ কর নিলাম।


ধাপ ০৮

IMG20220131205319.jpg

এবার পুরো পেপারটি কে ভাঁজ করে নিলাম ।


ধাপ ০৯

IMG20220131205542.jpg

এভাবেই প্রজাপতির ডানা দুটি তৈরী করে নিলাম।


ধাপ ১০

IMG20220131205731.jpg

এবার কেটে রাখা পেপারের অপর খণ্ডটি নিলাম।


ধাপ১১

IMG20220131205755.jpg

এবার পেপারের খন্ডটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।


ধাপ ১২

IMG20220131210609.jpg

এবার পেপার খন্ডটিকে কয়েকবার ভাঁজ করে নিলাম।


ধাপ ১৩

IMG20220131211236.jpg

এভাবেই প্রজাপতির লেজ তৈরী করে নিলাম।


ধাপ ১৪

IMG20220131211355.jpg

এবার লেজ ও ডানা দুটিকে আটার সাহায্যে জুড়ে নিলাম।


ধাপ ১৫

IMG20220131211650.jpg

এবার প্রজাপতির মাথার উপরের এন্টেনা বা সুর তৈরী করে নিলাম।


ধাপ ১৬

IMG20220131213433.jpg

আটার সাহায্যে প্রজাপতির মাথায় সুর জুরে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল রঙিন পেপারের প্রজাপতি।



আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@rayhan4747



Sort:  
 4 years ago 

রঙিন কাগজ দিয়ে তো আপনি অসাধারণ একটি প্রজাপতি তৈরি করলেন। বিশেষ করে এলাল রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে প্রজাপতিটাকে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। আমার কাছে অসাধারণ লাগলো আপনার তৈরি প্রজাপতি টা দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।😍😍

ধন্যবাদ আপু দোয়া করবেন।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন ভাইয়া। এই প্রজাপতি দেখতে অনেক সুন্দর লাগে । দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগবে। তাছাড়া আপনি প্রজাপতি তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।

ধন্যবাদ আাপু।

 4 years ago 

জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনার চমৎকার ভাবে একটি প্রজাপতি তৈরি করেছেন। লাল কাগজের এই প্রজাপতিটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে প্রজাপতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি প্রজাপতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আমার মনোবল এভাবেই বারাবেন আশা করি।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। লাল কালারের কাগজ দেয়ার কারণে প্রজাপতিটি আরো সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনার মুল্যবান কথা বলার জন্যে

 4 years ago 

বাহ্ ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া ভালোবাসা রইল আপনার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। অপেক্ষায় রইলাম আরো ভালো কিছু পাওয়ার। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনার তৈরি করা রঙ্গীন কাগজের প্রজাপতি টি দেখতে খুব চমৎকার লাগছে। আপনি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । লাল রঙের কাগজ দিয়ে প্রজাপতি আপনি তৈরি করেছেন বলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আপনার সৃষ্টিশীল চিন্তা ভাবনা দেখে আসলেই অনেক মুগ্ধ হলাম ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আপনার কথাগুলি।

ধন্যবাদ ভাইয়া এভাবেই পাশে চাই আপনাদেরকে।

 4 years ago 
ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ ব্যবহার করে প্রজাতির তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগতেছে ভাইয়া। প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। ভাইয়া আপনার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া ভালোবাসা রইল।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা প্রজাপতি তৈরি করেছেন ।প্রজাপতির কালার টা খুবই সুন্দর হয়েছে ।ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

রঙ্গিন কাগজের তৈরি প্রজাপতি টি দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে কালার টা আমার কাছে বেশি ভালো লেগেছে ।আপনি খুব দারুণ ভাবে আপনার তৈরি পদ্ধতি টা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 109979.78
ETH 3879.06
USDT 1.00
SBD 0.56