[প্রসঙ্গঃ রঙ্গিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি।//১০% পে-আউটShy-fox]
সবাইকে-অভিনন্দন
আমি @rayhan4747 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি।আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি। চলুন তাহলে দেখে নেয়া যাক।
উপকরণ
১.রঙিন কাগজ।
২.কাচি।
৩.আটা।
৪.পেন্সিল।
৫.পেন্সিল কম্পাস।
ধাপ ০১
প্রথমে একটি হলুদ রঙিন কাগজ নিলাম।
ধাপ ০২
এরপর কাগজের উপর পেন্সিল কম্পাস দিয়ে গোল করে দাক করে নিলাম।
ধাপ ০৩
এরপর কাগজটি দাগ বরাবর গোল করে কেটে নিলাম।
ধাপ ০৪
এরপর একটি কালো রঙিন কাগজ নিলাম।
ধাপ ০৫
এরপর কাল কাগজটি গোল করে কেটে নিলাম।
ধাপ ০৬
এরপর কেটে নেওয়া কাগজ আটার সাহায্যে জুড়ে দিলাম।
ধাপ ০৭
এরপর একটি সাদা কাগজ নিলাম এবং গোল করে কেটে নিলাম।
ধাপ ০৮
এরপর কেটে নেওয়া কাগজ থেকে চোখ বানিয়ে নিলাম।
ধাপ ০৯
এরপর মৌমাছির গায়ে চোখ আটার সাহায্যে জুড়ে দিলাম।
ধাপ ১০
এরপর লাল রঙিন কাগজ দিয়ে মৌমাছির মুখ বানিয়ে নিলাম।
ধাপ ১১
এরপর মৌমাছির গায়ের সাথে মুখ আটার সাহায্যে জুড়ে দিলাম।
ধাপ ১২
এরপর কালো কাগজ দিয়ে মৌমাছির সুর তৈরী করে নিলাম।
ধাপ ১৩
এরপর মৌমাছির সুরগুলো মাথায় জুড়ে দিলাম এবং লেজ লাগিয়ে নিলাম।
ধাপ ১৪
এরপর মৌমাছির ডানা তৈরী করে নিলাম।
ধাপ ১৫
এরপর ডানাগুলি মৌমাছির গায়ে আটার সাহায্যে জুড়ে দিলাম এবং তৈরি হয়ে গেল সুন্দর একটি রঙিন কাগজের মৌমাছি।
আমার অনুচ্ছেদটি সবাই ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ।
আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@rayhan4747
ওয়াও ভাই অসাধারন দারুন একটি আইডিয়া ছিল এটি অসম্ভব কিউট লাগছে দেখতে খুব দক্ষতার সাথে কাজটি করেছেন খুব সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
ওয়াও ভাইয়া অসম্ভব সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে তৈরি মৌমাছিটি। মনে হচ্ছে একদম সত্যি কারের একটি মৌমাছি উড়ছে। সত্যি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই তৈরি করতে পারবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইল আপু।
মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই,
ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই।
আপনার তৈরি অসাধারণ মৌমাছিটি দেখে কবিতাটি মনে পড়ে গেল। ছোটবেলায় অনেক পড়েছি এখন ছেলে ও মেয়েকে পড়াই। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি মৌমাছি তৈরি করেছেন। মৌমাছিটিকে দেখে মনে হচ্ছে সে হাসছে। মৌমাছি তৈরি করার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া এভাবেই পাশে থাকবেন।
অনেক সুন্দর হয়েছে ভাইুয়া।
ভাই বেশ দারুন হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি। আসলে বেশ সুন্দর দেখাতে এবং এর সাথে আপনি ধাপ গুলো বেশ সুন্দর উপস্থাপনা করেছেন, দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন যেন আর এগিয়ে যেতে পারি।
ভাই খুবই সৃজনশীল ও বেশ দারুন হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে মৌমাছি তৈরি। এবং সেই সাথে আপনি ধাপ গুলো বেশ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন, দেখে তো খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকারভাবে এই মৌমাছি তৈরি করেছেন। এই আইডিয়াটা আমার কাছে খুবই দারুণ লেগেসে। কাগজ কেটে কেটে আপনি খুব সুন্দরভাবে এটে তৈরি করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বর্ণনাও করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে মৌমাছি তৈরিটি দেখতে অনেক সুন্দর লাগছে সত্যি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় যে অবিশ্বাস্য আপনার সৃজনশীলতা দেখে আমি সত্যি মুগ্ধ হলাম মৌমাছিটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি মৌমাছি তৈরি করেছেন ভাইয়া। আপনার এই মৌমাছি তৈরি করার পদ্ধতিটি দেখার আগে আমি ভাবতেই পারছিলাম না যে রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর মৌমাছি তৈরি করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা মৌমাছি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি মৌমাছি তৈরি করেছেন। দেখে বোঝাই যাচ্ছে না যে এটি রঙিন কাগজ দিয়ে বানানো ।কাগজের কালার টিও অসাধারণ হয়েছে ।যার জন্য আপনার মৌমাছিটি আকর্ষণীয় হয়ে উঠেছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।