⛈️বৈশাখের প্রথম ঝড়-বৃষ্টির গল্প এবং ফটোগ্রাফি📸||🌧️[১০% @shy-fox ]🌹⛈️
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
পহেলা বৈশাখ আমরা নতুন বছরকে আনন্দের সাথে বরণ করে নিলাম। এই বৈশাখ মাসে যেমন আনন্দের উল্লাসের মাস। তেমনি বৈশাখ মাস আবার বিপদজনকও কারণ বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় দেখা দেয়। যা আমাদের জন্য অনেক বিপদজনক। তবে বৈশাখ মাসে এই কালবৈশাখী ঝড়ের প্রথম ঝড় এবং বৃষ্টি দেখে ফেললাম গতকাল রাতে। আসলে কিছুদিন হলো খুবই গরম পড়েছে। গরমে কোথাও যাওয়া যাচ্ছিল না। শুধু চাচ্ছিলাম বৃষ্টি হোক, বৃষ্টি হোক। এটা শুধু আমার চাওয়া ছিলনা।সকলেই চাচ্ছিল। গতরাতে ভোর পাঁচটার দিকে বাতাস এবং বৃষ্টি নামলো ভাবলাম যে যাক আজকের দিনটা অনেক ভালো হবে। কিন্তু বৃষ্টির সাথে প্রচন্ড বাতাস ছিল। তখনই আমার ভয় হচ্ছিল। যে কালবৈশাখী ঝড় কি শুরু হয়ে গেল নাকি। তখন বাতাস এবং বৃষ্টি ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম এবং সকাল নয় টার দিকে ঘুম ভেঙে গ্রামের দিকে রওনা দিলাম।গ্রামে একটি কাজ রয়েছে তাই গ্রামের উদেশ্য রওনা বাসা থেকে বের হলাম কিন্তু বাইরে এসে দেখতে পেলাম শহরের অবস্থা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। রাস্তাঘাটে পানি জমে গেছে, অন্য রকমের শহর দেখতে পেলাম।
⛈️বৈশাখের প্রথম ঝড়-বৃষ্টির গল্প এবং ফটোগ্রাফি📸
গ্রামের উদ্দেশ্যে বাসা থেকে নেমে রিকশা নিয়ে যাত্রা শুরু করলাম। যাত্রার পথে দেখতে পেলাম রাস্তার চারপাশে পানি জমে আছে এবং প্রতি দিনের চায়তে আজকের আকাশেরও পরিবর্তন হয়েছে। রাস্তায় পানি জমতে দেখে ভাবলাম বৃষ্টি তাহলে অনেক হয়েছে
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
রিক্সা নিয়ে যখন বাজারে স্টেশনের পাশে আসলাম। তখন দেখে আমি সত্যই অবাক হয়ে গেলাম। বাজার স্টেশন রাস্তা যেন পানিতে ডুবে গেছে। এত বৃষ্টি হয়েছে যা কখনোই ভাবিনি।আসলে রাতে ঘুমিয়ে ছিলাম তাই বুঝতে পারিনি কিন্তু রিকশাওয়ালা মামা আমাকে বললো মামা রাতে প্রচন্ড বৃষ্টি এবং বাতাস ছিল। খুবই ভয় হচ্ছিল। আমাদেরতো টিনের ঘর মনে হচ্ছিল এখন উড়ে যাবে। সত্যি অনেক ভয় পেয়েছি। আমি দেখে অবাক হয়ে গেলাম। রাস্তা যেন পুরো পানিতে ভাসছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
আকাশের অবস্থা আজকেও ভালো দেখছিনা। মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। আজকের আকাশের অবস্থাটা অনেক পরিবর্তন। গত দুইদিন আগে প্রচন্ড সূর্যের তাপে বাইরে আসতে পারলাম না। তারপরে আমি দেখতে পেলাম বাজার স্টেশনে মুক্তির সোপান মাঠ পুরো পানিতে ডুবে আছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে শহরের সীমানা পেরিয়ে গ্রামের বাজারের ভিতরে আমাদের সিএনজি প্রবেশ করল।এই বাজারের অবস্থা দেখতে পেয়ে আমি সত্যিই অবাক হয়ে গেলাম, কারণ এই বাজারে রাস্তাঘাটে এমনিতেই খারাপ ছিল। তারপরে বৃষ্টির কারণে পানি জমে আছে পুরো বাজারের রাস্তার পরিবেশ নষ্ট হয়ে গেছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
এই বাজারের রাস্তা বৃষ্টি কারণে খুব বেশি খারাপ হয়েছে, যার কারণে অনেক পানি জমে আছে একটি মালবাহী ট্রাক যাচ্ছিল,ট্রাকের ড্রাইভার সে বুঝতে পারেনি রাস্তার অবস্থা এত খারাপ। সে যাওয়ার সময় তার ট্রাকের চাকা কাঁদার ভিতর আটকে যায় এবং অল্পের জন্য বেঁচে যায়। আর একটু হলেই ট্রাকটি উল্টে যেত এবং মারাত্মক দুর্ঘটনা হতো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
যাইহোক অনেক কষ্টে বাজারটা পার হয়ে গ্রামের মেঠো পথে রওনা দিলাম। মেঠোপথের অবস্থা আরো খারাপ, কারণ অনেক বৃষ্টি হয়েছে যার কারণে মেঠো পথে রাস্তা খুবই খারাপ হয়েছে। এখানে হেঁটে যেতে অনেক সমস্যা হচ্ছিল।আসলে আমরা প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য প্রতিদিন প্রার্থনা করেছিলাম, বৃষ্টি হোক, বৃষ্টি হোক। কিন্তু বৃষ্টি এত বেশি হওয়ার কারণে এখন আমাদের খুবই কষ্ট হয়েছে চলাচল করতে এবং গ্রামের মানুষদের আরো বেশি কষ্ট। যা দেখে খুবই খারাপ লাগছে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
বৃষ্টিতে রাস্তাঘাট খারাপ হয়েছে যার কারণে আমাদের চলাচল কষ্ট হচ্ছে, কিন্তু আমার আরেকটা বিষয় খুবই খারাপ লাগলো। সেটি হলো কৃষকেরা কঠোর পরিশ্রম করে তারা তাদের ফসলের জমিতে ফসল ফলিয়ে ছিল, আর এই ধানের ফসল গুলো গতকাল বাতাস এবং বৃষ্টির কারণে ধানগুলো মাটিতে শুয়ে পড়েছে। যা কৃষকদের জন্য খুবই কষ্টকর। এটি আসলে আমার অনেক খারাপ লেগেছে। যাইহোক কি আর করা, সৃষ্টিকর্তার ইচ্ছাতেই এটা হয়েছে। আমাদের প্রার্থনা করতে হবে।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
🙏🤲🙏
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | ⛈️বৈশাখের প্রথম ঝড়-বৃষ্টির গল্প এবং ফটোগ্রাফি📸 |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
বৈশাখের প্রথম ঝড় বৃষ্টির গল্প ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। এবছর এই প্রথম এই ধরনের দৃশ্যপট ভূমির সাথে পরিচিত হতে পারলাম আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আজকে ঝড়ের একটা বড় আভাস দিয়ে গেলো বৈশাখ। কাল বৈশাখী ঝড়ের কবলে ধান গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আপনার ফটোগ্রাফি দেখে ঝড়ের তীব্রতা ভালোই বুঝা যাচ্ছে।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ধানের গাছ গুলো সব শুয়ে গেছে দেখে খুব খারাপ লেগেছে ভাই। কৃষকের মাথায় হাত। সবগুলো ধানে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার পুরো পোস্ট টা আমার খুবই ভালো লেগেছে। উপস্থাপনা বেশ ভালো করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
গল্পের সঙ্গে আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ🌹
গতকাল রাত থেকেই আমাদের দিকে আকাশে মেঘ ছিল। আজ ভোরে শুরু হলো ঝড়ো হাওয়া এবং বৃষ্টি। দুইটাই হালকা হয়েছে। যাইহোক আজকে এখনও আমাদের দিকের পরিবেশ টা থমথমে। আপনার পোস্টের ছবিগুলি চমৎকার ছিল। দেখলেই মনে হচ্ছে বর্ষাকাল বুঝি চলে আসলো হা হা। যাইহোক অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আসলে বৃষ্টি হলে আমাদের দেশের বাঙালিরা বুঝতে পারে যে আমাদের কিসের অভাব রয়েছে। সরকারের কাছে আমাদের কি দাবি । আমাদের সমাজটাকে কেমন ভাবে উন্নয়নের সম্মুখে নিয়ে যেতে হবে। হয়তো আমি আপনার ফটোগ্রাফি গুলো ভালভাবে দেখেছি। তবে এগুলো আমাদের দেশের বাস্তব চিত্র। বৃষ্টি হলেই হাজার হাজার মানুষের দৃষ্টিগোচর হয়।
আপনার মতামতের জন্য ধন্যবাদ
বাংলাদেশর রাস্তার অবস্থা সত্যিই খারাপ।
দেখলাম একটা ট্রাক কাদায় আটকে গেছে।
আর পথঘাট কাদায় শেষ একদমই।
ফসল নষ্ট হয়েছে অনেক। সবমিলিয়ে ছবি এবং বর্ননা দারুন ছিল।
শুভ কামনা রইল ভাই।
আসলেই ভাই রাস্তা অবস্থা খুবি খারাপ।চলাচল করতে খু্বি কষ্ট।
গরমে অতিষ্ঠ হয়ে সবাই চেয়েছে যে বৃষ্টি হোক। কিন্তু এরকম কালবৈশাখী ঝড় কেউ আশা করেনি। আপনাদের এলাকার দেখছি ভালোই ক্ষতি হয়েছে। কালবৈশাখীর ঝড় টা অবশ্য সেহরি খাওয়ার পর পর শুরু হয়েছিল। আমাদের এলাকাতেও অনেক গাছের আম পড়েছে। আপনাদের এলাকায় ধান ক্ষেতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। আশা করি খুব শীঘ্রই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
মতামতের জন্য ধন্যবাদ