চাল-কুমড়ার বড়ির তৈরি রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে দাদা। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লাগে, কারণ আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি পরিবেশন করেন। যার মাধ্যমে আমরা খুব সহজেই শিখতে পারি। আসলে কুমড়া বড়ি আমারও খুব ভালো লাগে নিরামিষ এর সাথে খেতে। তেলে ভেজে নিলে আরও বেশি ভালো লাগে। তবে আমিও একদিন আপনার মত এই কুমড়া বড়ি তেলে ভেজে খেয়ে ছিলাম। খেতে খুবই মজাদার হয়েছিল। আপনিও তেলে ভেজে ছিলেন পেয়েছেন কিন্তু লবণ দিতে ভুলে গেছেন হাহাহা, যার কারণে অন্যরকম খেতে লেগেছে।আসলে লবন ছাড়া কোন কিছুই খতে মজা লাগে না। যাইহোক আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে দাদা এবং পুষ্টিকর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।