You are viewing a single comment's thread from:

RE: একটি গন্ডারের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

গন্ডার হলো অদ্ভুত একধরণের প্রজাতি। অদ্ভুত বললাম এই কারণে যে এদের মুখমন্ডল দেখতে ভয়ঙ্কর মতো। এদের নাকের উপরের দিকে যে শুঁড় মতো থাকে এইটা বেশি বিপদের হয়ে থাকে।

দাদা আপনি খুবই সুন্দর গন্ডারের চিত্র অঙ্কন করেছেন। সত্যি চিত্র দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনার চিত্র অংকন প্রতিবারই অনেক ভাল হয় আপনি খুবই দক্ষ একজন চিত্র অংকনকারী। আজকে আপনার এই গন্ডার এর চিত্র অংকনটি দেখে আমার মনে পড়ে গেল, আমি গত বছর ঢাকা চিড়াখানায় গন্ডার দেখেছিলাম। গন্ডার অন্যরকম প্রাণী। যাইহোক আপনার চিত্রের গাছের দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে এবং বিশেষ করে পাখি ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য আমার কাছে বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে আপনার চিত্রটি অসাধারণ হয়েছে দাদা। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59640.10
ETH 2860.45
USDT 1.00
SBD 2.26