RE: রসুন দিয়ে ধনিয়া পাতার ভর্তা || Bengali Recipe by @hafizullah
শুধু ধনিয়া পাতা না আমি প্রায় সকল ধরনের ভর্তা খেতে পছন্দ করি, যেমন মিষ্টি কুমড়ার ছোকলার ভর্তা, রসুনের ভর্তা, শিমের ভর্তা, পটল ভর্তা, কাকরোল ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, শুটকি ভর্তা, আলুর ভর্তা, ডিমের ভর্তা, মাছের ভর্তা আর আর কিছু এখন মনে পড়ছে না হা হা হা।
ভাই আপনার আজকে মানসিক ভাবে অনেক ভালো আছেন সেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। আপনি যতগুলো ভর্তার নাম বলেছেন সত্যিই আমার এতগুলো ভর্তা এখনো খাওয়া হয়নি। তবে আপনার এই ভর্তা গুলোর নাম শুনে সত্যি আমার খুবই ভালো লেগেছে, কারণ এত রকমের ভর্তা হয় সেগুলো খুবই সুন্দর ভাবে আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আপনি যে ভর্তা প্রেমী মানুষ সেটা বোঝা যাচ্ছে। আসলেই আপনার ভর্তা রেসিপি আজকেরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যিই এত সুন্দর ভাবে আপনি ভর্তা করেছেন দেখে খেতে ইচ্ছা করছে এবং আপনার রেসিপির উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আমিও এই রেসিপি তৈরি করব। ধনিয়া পাতা স্পেশাল ভর্তা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে । শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
হে হে হে, আমি কিন্তু প্রচুর পরিমানে ভর্তা খাই ভাই, যতটা সুযোগ পাই। কারন আমার শ্বাশুড়ী বেশ দারুণ ভর্তা বানায়।